সৈয়দ শামসুল হক
মুক্তিযুদ্ধের একটি শ্রেষ্ঠ অর্জন মঞ্চনাটক। একটা সময় ছিল, যখন মঞ্চনাটকে অনেক সাহসী সংলাপ শোনা যেত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের সংস্কৃতি যখন আবার পাকিস্তানমুখী করার পাঁয়তারা চলল, তখনো জ্বলে উঠেছিল মঞ্চনাটক। এরশাদের শাসনামলেও বাধার সম্মুখীন হয়েও নাটকের মাধ্যমে উঠে এসেছে মুক্তিযুদ্ধ।
খালেদা জিয়ার শাসনামলে সৈয়দ শামসুল হক লিখেছিলেন ‘মুখোশ’ নামে একটি নাটক। মুক্তিযুদ্ধ তার প্রধান উপজীব্য। নিউ বেইলি রোড বহু আগেই নাটক সরণি নাম ধারণ করেছে। নাটকটির প্রথম অভিনয় হবে মহিলা সমিতি মঞ্চে। দর্শকেরা আসতে শুরু করেছেন। নাট্যকারও এসেছেন নিজের গাড়িতে করে। গাড়িটা রেখেছেন রাস্তার এক ধারে। এ রকম অনেকেই রেখেছেন গাড়ি।
সৈয়দ হক একসময় লক্ষ করলেন, মহিলা সমিতির সামনে কয়েকজন ট্রাফিক পুলিশের অদ্ভুত তৎপরতা শুরু হয়েছে। যে গাড়ি আসছে, সে গাড়িকেই হটিয়ে দিচ্ছে তারা। ওয়াকিটকি হাতে এক পুলিশ কর্মকর্তা বলছেন, ‘গো গো, হঠাও গাড়ি, হঠাও!’
সৈয়দ হক এগিয়ে যান নিজের গাড়ির দিকে। সেই ‘হঠাও’ বলা পুলিশের হাতের ধাক্কায় তিনি পড়ে যান ফুটপাতে। বিকার নেই পুলিশ কর্মকর্তার। তিনি ‘গো গো’ বলতে বলতে অন্য আরেকটি গাড়ির দিকে এগিয়ে যান।
মাটি থেকে উঠে সৈয়দ হক জিজ্ঞেস করেন, ‘এখানে কী হয়েছে?’
ইংরেজির ভান্ডার খুব একটা পোক্ত ছিল না পুলিশটির। তিনি আঞ্চলিক বাংলায় বলতে থাকেন কথা এবং সে কথার বেশির ভাগই গালিগালাজ। সৈয়দ হক তা সাধু বাংলায় অনুবাদ করে লিখেছেন এভাবে, ‘এখানে ভগ্নীপ্রেমিকেরা নাটক করে, উহাদের পশ্চাৎ সম্ভোগ করিতে হয়।’
এ কথা বলতে বলতে সৈয়দ শামসুল হকের গাড়িতে লাঠির আঘাত করেন পুলিশটি।
জানা গেল, খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই পথ দিয়ে যাওয়ার সময় মিলনায়তনের সামনে দাঁড়ানো সবগুলো গাড়ি আটক করার নির্দেশ দিয়ে গেছেন।
দৈনিক সংবাদ শিরোনাম করেছিল: ‘মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর রোষানল’।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৩৮০
মুক্তিযুদ্ধের একটি শ্রেষ্ঠ অর্জন মঞ্চনাটক। একটা সময় ছিল, যখন মঞ্চনাটকে অনেক সাহসী সংলাপ শোনা যেত। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর দেশের সংস্কৃতি যখন আবার পাকিস্তানমুখী করার পাঁয়তারা চলল, তখনো জ্বলে উঠেছিল মঞ্চনাটক। এরশাদের শাসনামলেও বাধার সম্মুখীন হয়েও নাটকের মাধ্যমে উঠে এসেছে মুক্তিযুদ্ধ।
খালেদা জিয়ার শাসনামলে সৈয়দ শামসুল হক লিখেছিলেন ‘মুখোশ’ নামে একটি নাটক। মুক্তিযুদ্ধ তার প্রধান উপজীব্য। নিউ বেইলি রোড বহু আগেই নাটক সরণি নাম ধারণ করেছে। নাটকটির প্রথম অভিনয় হবে মহিলা সমিতি মঞ্চে। দর্শকেরা আসতে শুরু করেছেন। নাট্যকারও এসেছেন নিজের গাড়িতে করে। গাড়িটা রেখেছেন রাস্তার এক ধারে। এ রকম অনেকেই রেখেছেন গাড়ি।
সৈয়দ হক একসময় লক্ষ করলেন, মহিলা সমিতির সামনে কয়েকজন ট্রাফিক পুলিশের অদ্ভুত তৎপরতা শুরু হয়েছে। যে গাড়ি আসছে, সে গাড়িকেই হটিয়ে দিচ্ছে তারা। ওয়াকিটকি হাতে এক পুলিশ কর্মকর্তা বলছেন, ‘গো গো, হঠাও গাড়ি, হঠাও!’
সৈয়দ হক এগিয়ে যান নিজের গাড়ির দিকে। সেই ‘হঠাও’ বলা পুলিশের হাতের ধাক্কায় তিনি পড়ে যান ফুটপাতে। বিকার নেই পুলিশ কর্মকর্তার। তিনি ‘গো গো’ বলতে বলতে অন্য আরেকটি গাড়ির দিকে এগিয়ে যান।
মাটি থেকে উঠে সৈয়দ হক জিজ্ঞেস করেন, ‘এখানে কী হয়েছে?’
ইংরেজির ভান্ডার খুব একটা পোক্ত ছিল না পুলিশটির। তিনি আঞ্চলিক বাংলায় বলতে থাকেন কথা এবং সে কথার বেশির ভাগই গালিগালাজ। সৈয়দ হক তা সাধু বাংলায় অনুবাদ করে লিখেছেন এভাবে, ‘এখানে ভগ্নীপ্রেমিকেরা নাটক করে, উহাদের পশ্চাৎ সম্ভোগ করিতে হয়।’
এ কথা বলতে বলতে সৈয়দ শামসুল হকের গাড়িতে লাঠির আঘাত করেন পুলিশটি।
জানা গেল, খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই পথ দিয়ে যাওয়ার সময় মিলনায়তনের সামনে দাঁড়ানো সবগুলো গাড়ি আটক করার নির্দেশ দিয়ে গেছেন।
দৈনিক সংবাদ শিরোনাম করেছিল: ‘মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, তাই স্বরাষ্ট্রমন্ত্রীর রোষানল’।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ৩৮০
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে