টাঙ্গাইল প্রতিনিধি
ইউপনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৯ দিন পর বিদ্যালয়ের ছাদে আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার। গতকাল শনিবার দুপুরে দেলদুয়ারের ডুবাইল ইউপির সেহরাতৈল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সেহরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিক্ষার্থীরা খেলতে গিয়ে ছাদের কর্নারে জমানো ময়লার স্তূপে ব্যালট পেপার দেখতে পায়। পরে শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করেন। মুহূর্তেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদস্য পদপ্রার্থী বিউটি আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দেলদুয়ারের ডুবাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যপদে তালগাছ প্রতীক নিয়ে নারী সদস্য প্রার্থী বিউটি আক্তার ৩০০ ভোটের ব্যবধানে হেরে যান। ওই আসনে মাইক প্রতীক নিয়ে রাশেদা বেগম ১ হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হন।
বিউটি আক্তার বলেন, ‘নির্বাচনে আমাকে ৩০০ ভোটে পরাজিত দেখানো হয়। গতকাল আমার নিজ কেন্দ্রের বিদ্যালয়ের ছাদে ৫২৭টি ব্যালট পেপার পাওয়া যায়। ওই ব্যালটগুলোতে আমার প্রতীক তালগাছ মার্কায় সিল দেওয়া আছে। আমার প্রাপ্ত ভোটের সঙ্গে ৫২৭ ভোটে যোগ করলে দুই শতাধিক ভোটে আমার জয়ী হওয়ার কথা। এই বিষয়ের সমাধানের জন্য আইনি লড়াই করব।’
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। মোবাইলে আমাকে দু-একজন অবহিত করেন। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাইব্যুনালে অভিযোগ করে আইনি সহযোগিতা চাইতে পারেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, কে বা কারা ব্যালট পেপারগুলো রেখেছেন পুলিশ তা খতিয়ে দেখবে। নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার সিলগালা করে ফলাফল ঘোষণা করে এসেছেন। তখন কোনো প্রার্থী অভিযোগ করেননি।
ইউপনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৯ দিন পর বিদ্যালয়ের ছাদে আবর্জনার স্তূপ থেকে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার। গতকাল শনিবার দুপুরে দেলদুয়ারের ডুবাইল ইউপির সেহরাতৈল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সেহরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিক্ষার্থীরা খেলতে গিয়ে ছাদের কর্নারে জমানো ময়লার স্তূপে ব্যালট পেপার দেখতে পায়। পরে শিক্ষার্থীরা বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করেন। মুহূর্তেই এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদস্য পদপ্রার্থী বিউটি আক্তার ঘটনাস্থলে উপস্থিত হন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর অনুষ্ঠিত হয় দেলদুয়ারের ডুবাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যপদে তালগাছ প্রতীক নিয়ে নারী সদস্য প্রার্থী বিউটি আক্তার ৩০০ ভোটের ব্যবধানে হেরে যান। ওই আসনে মাইক প্রতীক নিয়ে রাশেদা বেগম ১ হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হন।
বিউটি আক্তার বলেন, ‘নির্বাচনে আমাকে ৩০০ ভোটে পরাজিত দেখানো হয়। গতকাল আমার নিজ কেন্দ্রের বিদ্যালয়ের ছাদে ৫২৭টি ব্যালট পেপার পাওয়া যায়। ওই ব্যালটগুলোতে আমার প্রতীক তালগাছ মার্কায় সিল দেওয়া আছে। আমার প্রাপ্ত ভোটের সঙ্গে ৫২৭ ভোটে যোগ করলে দুই শতাধিক ভোটে আমার জয়ী হওয়ার কথা। এই বিষয়ের সমাধানের জন্য আইনি লড়াই করব।’
এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই। মোবাইলে আমাকে দু-একজন অবহিত করেন। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাইব্যুনালে অভিযোগ করে আইনি সহযোগিতা চাইতে পারেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, কে বা কারা ব্যালট পেপারগুলো রেখেছেন পুলিশ তা খতিয়ে দেখবে। নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার সিলগালা করে ফলাফল ঘোষণা করে এসেছেন। তখন কোনো প্রার্থী অভিযোগ করেননি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে