নিজস্ব প্রতিবেদক, খুলনা
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে খুলনা অঞ্চল থেকে ৫০ হাজারের অধিক মানুষ অংশ নিচ্ছেন। গতকাল শুক্রবার খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এ তথ্য জানিয়েছেন। এ জন্য ৫ শতাধিক বাস, বিপুলসংখ্যক মাইক্রোবাস, জিপ ও প্রাইভেট কারের ব্যবস্থা করা হয়েছে।
বাবুল রানা জানান, খুলনা মহানগর ও জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ শনিবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে জনসভার উদ্দেশে খুলনা ছাড়ার কথা। এ জন্য সব যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া তাঁদের জন্য খাবার, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সুজি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভায় অংশ নিতে জেলা আওয়ামী লীগের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পাঁচ হাজার নেতা-কর্মী জনসভায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাঁরা গতকাল রাতেই জনসভার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দিয়েছেন।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধনকে সফল করতে মহানগরী খুলনাসহ এ অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রংবেরঙের ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে গতকাল শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর নির্মিত থিম সং এবং উদ্বোধনী অনুষ্ঠানের অডিও সম্প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে খুলনা অঞ্চল থেকে ৫০ হাজারের অধিক মানুষ অংশ নিচ্ছেন। গতকাল শুক্রবার খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এ তথ্য জানিয়েছেন। এ জন্য ৫ শতাধিক বাস, বিপুলসংখ্যক মাইক্রোবাস, জিপ ও প্রাইভেট কারের ব্যবস্থা করা হয়েছে।
বাবুল রানা জানান, খুলনা মহানগর ও জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ শনিবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে জনসভার উদ্দেশে খুলনা ছাড়ার কথা। এ জন্য সব যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া তাঁদের জন্য খাবার, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সুজি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভায় অংশ নিতে জেলা আওয়ামী লীগের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পাঁচ হাজার নেতা-কর্মী জনসভায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাঁরা গতকাল রাতেই জনসভার উদ্দেশ্যে খুলনা থেকে রওনা দিয়েছেন।
এদিকে পদ্মা সেতুর উদ্বোধনকে সফল করতে মহানগরী খুলনাসহ এ অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে রংবেরঙের ডিজিটাল ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের দিনে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, পদ্মা সেতু উদ্বোধনের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে গতকাল শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর নির্মিত থিম সং এবং উদ্বোধনী অনুষ্ঠানের অডিও সম্প্রচার করা হয়। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে