মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়া-খুলনা-যশোর মহাসড়কের পাশে ইট, বালু ও গাছ রেখে ব্যবসা ফেঁদে বসেছেন ব্যবসায়ীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিন দেখা যায়, ব্যবসায়ীরা সড়ক দখল করে কোথাও ইট, কোথাও বালু, পাথর, সুরকি ও গাছ রেখে বেচাকেনা করছেন। এ ছাড়া অনেক দোকান ও প্রতিষ্ঠানের সামনের সড়কে রেখে দিয়েছে গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি। এসব কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।
গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা মারুফ হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও প্রকাশ্যেই সড়কটি দখল করে প্রভাবশালীরা ইট-বালু, পাথর ও গাছ রেখে ব্যবসা করছে।
উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, নীমতলা, রথখোলা, ফুল্লশ্রী, বড়মগড়া, জোবারপাড়, পয়সারহাট, বাশাইল, রাজিহার, রতনপুর, ছয়গ্রাম, মোল্লাপাড়া, সাহেবেরহাট, বারপাইকা, বাগধাসহ আরও কয়েকটি স্থান ইট-বালুতে দখল হয়ে আছে সড়কের পাশে। সবচেয়ে বেশি দখলে আছে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের অংশ। মালামাল আনলোডের সময় একসঙ্গে ১০-১৫টি কিংবা এর চেয়েও বেশি গাড়ি রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, রথখোলা বাসস্ট্যান্ডে হালিম সরদার, পনু সরদার, নান্টু মোল্লা, রুহুল সরদার, ফিরোজ মোল্লার সড়কের দুই পাশে ইট, বালু ও সিমেন্টের দোকান আছে।
পূর্ব সুজনকাঠী গ্রামের আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ইট-বালুর ব্যবসা চলছে। সড়কে বালু রাখায় সারা দিনই ধুলাবালি ওড়ে। আশপাশে যাদের ঘর রয়েছে তাদের ঘরের জানালা খুললেই ভেতরে চলে আসে বালু।
ভ্যান চালক শাহিন ফকির বলেন, সম্প্রতি রথখোলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সড়কের ওপর পাথর রাখায় সুজনকাঠি গ্রামের হেমায়েত মোল্লা মোটরসাইকেল নিয়ে পাথরের ওপর পিছলে পরে মারা যান।
ফুটপাতে ইট-বালু রাখায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করেন ব্যবসায়ী হালিম সরদার বলেন, সড়কের আশপাশে কোনো জায়গা না থাকার কারণে বাধ্য হয়ে এখানে ইট-বালু রেখেছি।
অপর ব্যবসায়ী রুহুল সরদার বলেন, ‘আমরা সড়কের পাশে থাকা ইট-বালু অন্যত্র সরিয়ে নিয়ে যাব।’
গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, মহাসড়কের পাশে বিভিন্ন ব্যবসায়ী ইট-বালু এবং গাছ রেখে দখল করে আছে। কয়েক বার লোকজন নিয়ে সেগুলো সরিয়ে দিয়েছি। পরে আবারও দখল হয়ে যায়। পুলিশ এগুলো দেখার কথা থাকলেও তারা কিছুই করছে না।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়ক দখল করে কোনো ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করতে পারবেন না। পুলিশ যতটুকু সম্ভব সড়ক পরিষ্কার রাখার ব্যবস্থা রাখবে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, মহাসড়ক অথবা উপজেলার বিভিন্ন সড়ক দখল করে অনেকেই নানা ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্মাণ সামগ্রী সড়কের ওপর রাখার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের নির্মাণ সামগ্রী নির্দিষ্ট স্থানে নিয়ে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। এরপরও যদি কোনো ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের আগৈলঝাড়া-খুলনা-যশোর মহাসড়কের পাশে ইট, বালু ও গাছ রেখে ব্যবসা ফেঁদে বসেছেন ব্যবসায়ীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিন দেখা যায়, ব্যবসায়ীরা সড়ক দখল করে কোথাও ইট, কোথাও বালু, পাথর, সুরকি ও গাছ রেখে বেচাকেনা করছেন। এ ছাড়া অনেক দোকান ও প্রতিষ্ঠানের সামনের সড়কে রেখে দিয়েছে গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি। এসব কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে।
গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা মারুফ হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, এত গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও প্রকাশ্যেই সড়কটি দখল করে প্রভাবশালীরা ইট-বালু, পাথর ও গাছ রেখে ব্যবসা করছে।
উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, নীমতলা, রথখোলা, ফুল্লশ্রী, বড়মগড়া, জোবারপাড়, পয়সারহাট, বাশাইল, রাজিহার, রতনপুর, ছয়গ্রাম, মোল্লাপাড়া, সাহেবেরহাট, বারপাইকা, বাগধাসহ আরও কয়েকটি স্থান ইট-বালুতে দখল হয়ে আছে সড়কের পাশে। সবচেয়ে বেশি দখলে আছে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সামনের অংশ। মালামাল আনলোডের সময় একসঙ্গে ১০-১৫টি কিংবা এর চেয়েও বেশি গাড়ি রাস্তার পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, রথখোলা বাসস্ট্যান্ডে হালিম সরদার, পনু সরদার, নান্টু মোল্লা, রুহুল সরদার, ফিরোজ মোল্লার সড়কের দুই পাশে ইট, বালু ও সিমেন্টের দোকান আছে।
পূর্ব সুজনকাঠী গ্রামের আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় ইট-বালুর ব্যবসা চলছে। সড়কে বালু রাখায় সারা দিনই ধুলাবালি ওড়ে। আশপাশে যাদের ঘর রয়েছে তাদের ঘরের জানালা খুললেই ভেতরে চলে আসে বালু।
ভ্যান চালক শাহিন ফকির বলেন, সম্প্রতি রথখোলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সড়কের ওপর পাথর রাখায় সুজনকাঠি গ্রামের হেমায়েত মোল্লা মোটরসাইকেল নিয়ে পাথরের ওপর পিছলে পরে মারা যান।
ফুটপাতে ইট-বালু রাখায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করেন ব্যবসায়ী হালিম সরদার বলেন, সড়কের আশপাশে কোনো জায়গা না থাকার কারণে বাধ্য হয়ে এখানে ইট-বালু রেখেছি।
অপর ব্যবসায়ী রুহুল সরদার বলেন, ‘আমরা সড়কের পাশে থাকা ইট-বালু অন্যত্র সরিয়ে নিয়ে যাব।’
গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, মহাসড়কের পাশে বিভিন্ন ব্যবসায়ী ইট-বালু এবং গাছ রেখে দখল করে আছে। কয়েক বার লোকজন নিয়ে সেগুলো সরিয়ে দিয়েছি। পরে আবারও দখল হয়ে যায়। পুলিশ এগুলো দেখার কথা থাকলেও তারা কিছুই করছে না।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, সড়ক দখল করে কোনো ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করতে পারবেন না। পুলিশ যতটুকু সম্ভব সড়ক পরিষ্কার রাখার ব্যবস্থা রাখবে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, মহাসড়ক অথবা উপজেলার বিভিন্ন সড়ক দখল করে অনেকেই নানা ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্মাণ সামগ্রী সড়কের ওপর রাখার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের নির্মাণ সামগ্রী নির্দিষ্ট স্থানে নিয়ে ব্যবসা পরিচালনা করতে বলা হয়েছে। এরপরও যদি কোনো ব্যবসায়ী নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে