পরশুরাম (ফেনী) প্রতিনিধি
পরশুরামে দোকান কর্মচারী মো. শাহীন চৌধুরী হত্যা মামলার গ্রেপ্তার মো. নুরুজ্জামান ভুট্টু চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নুরুজ্জামান ভুট্টু উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নুরুজ্জামান ভুট্টুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সিরাজ উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলায় গ্রেপ্তার অপর দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ।
পরশুরামের উত্তর বাজারে আবু বক্কর ছিদ্দিকের ফিশ ফিডের দোকানের কর্মচারী শাহীন চৌধুরী বকেয়া টাকা চাইলে চেয়ারম্যানের উপস্থিতিতে গত ২৩ ডিসেম্বর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভুট্টু চেয়ারম্যানকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে পরশুরাম থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফিরোজা আক্তার।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার টঙ্গী থেকে ভুট্টু চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন বুধবার সকালে পরশুরাম থানায় তাঁকে সোপর্দ করা হয়।
এ ছাড়া এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ ডিসেম্বর মো. রহিম ও মো. আরিফ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ দারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার অপর দুই আসামি এনায়েত হোসেন আকাশ ও আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে।
পরশুরামে দোকান কর্মচারী মো. শাহীন চৌধুরী হত্যা মামলার গ্রেপ্তার মো. নুরুজ্জামান ভুট্টু চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নুরুজ্জামান ভুট্টু উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নুরুজ্জামান ভুট্টুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সিরাজ উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলায় গ্রেপ্তার অপর দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে চায় পুলিশ।
পরশুরামের উত্তর বাজারে আবু বক্কর ছিদ্দিকের ফিশ ফিডের দোকানের কর্মচারী শাহীন চৌধুরী বকেয়া টাকা চাইলে চেয়ারম্যানের উপস্থিতিতে গত ২৩ ডিসেম্বর তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ভুট্টু চেয়ারম্যানকে দুই নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে পরশুরাম থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী ফিরোজা আক্তার।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার টঙ্গী থেকে ভুট্টু চেয়ারম্যানকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন বুধবার সকালে পরশুরাম থানায় তাঁকে সোপর্দ করা হয়।
এ ছাড়া এই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ২৫ ডিসেম্বর মো. রহিম ও মো. আরিফ হোসেন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ দারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেপ্তার অপর দুই আসামি এনায়েত হোসেন আকাশ ও আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে