নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসক ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত মঙ্গলবার উপজেলার লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জাংগাল এলাকার মনির হোসেনের দুই ছেলে মো. সোহাগ (৩৯) এবং নূর মোহাম্মদ সুজন (২৭)। পলাতক রয়েছেন আরেক ভাই সোহেল মাহমুদ খান।
গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর উপপরিচালক একেএম মুনিরুল আলম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বন্দরের চিড়াইপাড়া এলাকার মা মেডিকেল হল অ্যান্ড ডক্টরস চেম্বার প্রতিষ্ঠানের পরিচালক। তারা কম্পাউন্ডার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করতেন। রোগীদের সমস্যার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নানান ভ্যাকসিন প্রদান করতেন। তবে তাদের কারওরই মেডিকেল কিংবা মেডিসিন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নেই।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের ছোট ভাই সোহেল মাহমুদ খানও ভুয়া চিকিৎসক। অভিযানের সময় তিনি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁরা সাংবাদিকতার পরিচয় দিয়েও আসছিলেন। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাদের এই ব্যবসা চালানোর জন্য সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। এ ছাড়া ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসিতে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতেন।
নারায়ণগঞ্জের বন্দরে চিকিৎসক ও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত মঙ্গলবার উপজেলার লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জাংগাল এলাকার মনির হোসেনের দুই ছেলে মো. সোহাগ (৩৯) এবং নূর মোহাম্মদ সুজন (২৭)। পলাতক রয়েছেন আরেক ভাই সোহেল মাহমুদ খান।
গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর উপপরিচালক একেএম মুনিরুল আলম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বন্দরের চিড়াইপাড়া এলাকার মা মেডিকেল হল অ্যান্ড ডক্টরস চেম্বার প্রতিষ্ঠানের পরিচালক। তারা কম্পাউন্ডার হিসেবে পরিচয় দিয়ে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করতেন। রোগীদের সমস্যার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নানান ভ্যাকসিন প্রদান করতেন। তবে তাদের কারওরই মেডিকেল কিংবা মেডিসিন বিষয়ক শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নেই।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের ছোট ভাই সোহেল মাহমুদ খানও ভুয়া চিকিৎসক। অভিযানের সময় তিনি পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁরা সাংবাদিকতার পরিচয় দিয়েও আসছিলেন। গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তাদের এই ব্যবসা চালানোর জন্য সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। এ ছাড়া ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসিতে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে