জসিম উদ্দিন, নীলফামারী
বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় নীলফামারীর চাষিদের মুখে হাসি ফুটেছে। সপ্তাহের ব্যবধানে এখন খেত থেকেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। এতে একর প্রতি ৪০ হাজার টাকা লাভের মুখ দেখছেন আলুচাষিরা।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামের আলুচাষি সাহেব আলী। তিনি ৬০ শতক জমি এক বছরের জন্য ১২ হাজার টাকায় চুক্তি নিয়ে কার্ডিনাল জাতের আলু চাষ করেছেন।
কথা হলে তিনি জানান, আলু চাষ করতে প্রায় ৪৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে জমি চাষ, আলু বীজ, সার, শ্রমিকের মজুরি, কীটনাশক, নিড়ানি, পানি সেচ রয়েছে।
আলুচাষি সাহেব আলী আরও জানান, অসময়ের বৃষ্টিতে তাঁর আলুখেত তিন দিন ডুবে ছিল। এ সময় বাজারে আলুর কেজি ৪-৫ টাকা থাকায় নিশ্চিত লোকসানের আশঙ্কায় খেতের পরিচর্যা করেননি। কিন্তু এখন খেত থেকে আলু তুলতে গিয়ে বাম্পার ফলন দেখে হতবাক হয়েছেন। ৬০ শতকের জমিতে আলু পেয়েছেন ১২০ মণ। বর্তমান বাজারে যার দাম ৭২ হাজার টাকা। সে হিসেবে সব খরচ বাদে ২৪ হাজার টাকা লাভ হবে।
নীলফামারী সদরের বাবুর হাট এলাকার আলুচাষি ইদ্রিশ আলী বলেন, ‘যখন খেতে আলু ছিল তখন দাম পেলাম না, আর এখন বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি। বৃষ্টির ফলে এক একর জমির অপরিপক্ব আলু তুলে পানির দরে বিক্রি করতে হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’
জলঢাকা বাজারের আলু বিক্রেতা টুলটুল মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে আলুর দাম বাড়ছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ১৬ থেকে ১৮ টাকা দরে ক্রয় করতে হচ্ছে।
তিনি জানান, যে হারে আলুর দাম বাড়ছে, তাতে আগামী ৮ / ১০ দিনের মধ্যে খুচরা বাজারে প্রতি কেজি আলু ৩০ টাকার বেশি দামে কিনতে হবে ক্রেতাদের।
সৈয়দপুর পৌর সবজি বাজারের আড়তদার বজলার রহমান আজকের পত্রিকাকে জানান, দেড় সপ্তাহ আগে বৃষ্টির কারণে অনেক আলুখেত নষ্ট হয়েছে। লোকসানের ভয়ে অনেক চাষি অপরিপক্ব আলু তুলে বিক্রি করেছেন। এ ছাড়া প্রতি বছর এ সময়ে গ্রামে গ্রামে মৌসুমি ব্যবসায়ীরা আলু মজুত করে থাকেন। এতে বাজারে আলুর সংকট দেখা দিয়েছে। এ কারণে বাড়ছে দাম।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এবার বৃষ্টির কারণে আলু চাষাবাদ কিছুটা ব্যাহত হয়েছে। তবে আলুখেতে জমে থাকা পানি বের করার ব্যবস্থা করা এবং খেতের পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকতে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে বাজারে আলুর দাম বাড়ায় লাভবান হচ্ছেন চাষিরা।’
বাজারে আলুর দাম বেড়ে যাওয়ায় নীলফামারীর চাষিদের মুখে হাসি ফুটেছে। সপ্তাহের ব্যবধানে এখন খেত থেকেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। এতে একর প্রতি ৪০ হাজার টাকা লাভের মুখ দেখছেন আলুচাষিরা।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ গ্রামের আলুচাষি সাহেব আলী। তিনি ৬০ শতক জমি এক বছরের জন্য ১২ হাজার টাকায় চুক্তি নিয়ে কার্ডিনাল জাতের আলু চাষ করেছেন।
কথা হলে তিনি জানান, আলু চাষ করতে প্রায় ৪৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে জমি চাষ, আলু বীজ, সার, শ্রমিকের মজুরি, কীটনাশক, নিড়ানি, পানি সেচ রয়েছে।
আলুচাষি সাহেব আলী আরও জানান, অসময়ের বৃষ্টিতে তাঁর আলুখেত তিন দিন ডুবে ছিল। এ সময় বাজারে আলুর কেজি ৪-৫ টাকা থাকায় নিশ্চিত লোকসানের আশঙ্কায় খেতের পরিচর্যা করেননি। কিন্তু এখন খেত থেকে আলু তুলতে গিয়ে বাম্পার ফলন দেখে হতবাক হয়েছেন। ৬০ শতকের জমিতে আলু পেয়েছেন ১২০ মণ। বর্তমান বাজারে যার দাম ৭২ হাজার টাকা। সে হিসেবে সব খরচ বাদে ২৪ হাজার টাকা লাভ হবে।
নীলফামারী সদরের বাবুর হাট এলাকার আলুচাষি ইদ্রিশ আলী বলেন, ‘যখন খেতে আলু ছিল তখন দাম পেলাম না, আর এখন বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি। বৃষ্টির ফলে এক একর জমির অপরিপক্ব আলু তুলে পানির দরে বিক্রি করতে হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে।’
জলঢাকা বাজারের আলু বিক্রেতা টুলটুল মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে আলুর দাম বাড়ছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ১৬ থেকে ১৮ টাকা দরে ক্রয় করতে হচ্ছে।
তিনি জানান, যে হারে আলুর দাম বাড়ছে, তাতে আগামী ৮ / ১০ দিনের মধ্যে খুচরা বাজারে প্রতি কেজি আলু ৩০ টাকার বেশি দামে কিনতে হবে ক্রেতাদের।
সৈয়দপুর পৌর সবজি বাজারের আড়তদার বজলার রহমান আজকের পত্রিকাকে জানান, দেড় সপ্তাহ আগে বৃষ্টির কারণে অনেক আলুখেত নষ্ট হয়েছে। লোকসানের ভয়ে অনেক চাষি অপরিপক্ব আলু তুলে বিক্রি করেছেন। এ ছাড়া প্রতি বছর এ সময়ে গ্রামে গ্রামে মৌসুমি ব্যবসায়ীরা আলু মজুত করে থাকেন। এতে বাজারে আলুর সংকট দেখা দিয়েছে। এ কারণে বাড়ছে দাম।
নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘এবার বৃষ্টির কারণে আলু চাষাবাদ কিছুটা ব্যাহত হয়েছে। তবে আলুখেতে জমে থাকা পানি বের করার ব্যবস্থা করা এবং খেতের পানি না শুকানো পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকতে চাষিদের পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে বাজারে আলুর দাম বাড়ায় লাভবান হচ্ছেন চাষিরা।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে