রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুই-তৃতীয়াংশ দলিল লেখক অবকাশ যাপনে গেছেন। এদিকে সাবরেজিস্ট্রার নিয়েছেন ছুটি। এ কারণে বন্ধ হয়ে গেছে জমির রেজিস্ট্রি। এখন জরুরি প্রয়োজনেও কেউ জমি বেচাকেনা করতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্য প্রায় ১৫০ জন। সমিতির আয়োজনে প্রায় ১০০ জন গত বুধবার বার্ষিক আনন্দ ভ্রমণে গেছেন। তাঁরা রাঙামাটি হয়ে কক্সবাজারে অবস্থান করছেন। আগামীকাল মঙ্গলবার তাঁদের ফেরার কথা রয়েছে। তবে প্রায় ৫০ জন দলিল লেখক এখনো কাজ করছেন। কিন্তু সাব-রেজিস্ট্রারও ছুটিতে যাওয়ায় জমির রেজিস্ট্রি হচ্ছে না।
গতকাল নিজের সেরেস্তায় বসে কাজ করছিলেন দলিল লেখক তাইজুল ইসলাম। তিনি জানান, প্রায় ৫০ জন দলিল লেখক আনন্দ ভ্রমণে যাননি। তাঁরা নিজ নিজ সেরেস্তায় কাজ করছেন। কিন্তু সব-রেজিস্ট্রার ছুটিতে থাকায় দলিল রেজিস্ট্রি হচ্ছে না।
আরেক দলিল লেখক রাকিবুল হাসান সুমনও তাঁর সেরেস্তায় কাজ করছিলেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার দলিল লেখকেরা আনন্দ ভ্রমণ থেকে ফিরতে পারেন। তারপর আবার রেজিস্ট্রির কাজ শুরু হতে পারে।
সকালে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অনেকেই এসেছেন সেবা নিতে। কিন্তু সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপন নেই। তিনি না থাকায় তাঁর পেশকার সাফিরন নেসাও আসেননি। পুঠিয়া থেকে যাওয়া মহির উদ্দিন নামের এক বৃদ্ধ বসেছিলেন অফিসের পিয়নের কাছে। মহির বললেন, সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে এই শীতের সকালে গ্রাম থেকে এসেছেন তিনি। তাও দেখা পেলেন না।
সাব-রেজিস্ট্রার দপ্তরের কর্মচারীরা জানালেন, দলিল লেখকেরা নেই বলে সাব-রেজিস্ট্রার ছুটি নিয়েছেন। আগামী বুধবার তিনি দপ্তরে ফিরতে পারেন। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা রেজিস্ট্রার রবিউল ইসলামের দপ্তর। সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর না আসার বিষয়ে দুই কর্মচারী দুই রকম তথ্য দিয়েছেন। একজন জানিয়েছেন, জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ঢাকায় আছেন। আগামী বুধবারের আগে ফিরবেন না। আরেক কর্মচারী দাবি করেন, জেলা রেজিস্ট্রার রাজশাহীতে আছেন। করোনা টিকার বুস্টার ডোজ নিতে যাওয়ায় অফিসে আসেননি।
কথা বলার জন্য জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ও সদর সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপনকে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।
রাজশাহীর দুই-তৃতীয়াংশ দলিল লেখক অবকাশ যাপনে গেছেন। এদিকে সাবরেজিস্ট্রার নিয়েছেন ছুটি। এ কারণে বন্ধ হয়ে গেছে জমির রেজিস্ট্রি। এখন জরুরি প্রয়োজনেও কেউ জমি বেচাকেনা করতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্য প্রায় ১৫০ জন। সমিতির আয়োজনে প্রায় ১০০ জন গত বুধবার বার্ষিক আনন্দ ভ্রমণে গেছেন। তাঁরা রাঙামাটি হয়ে কক্সবাজারে অবস্থান করছেন। আগামীকাল মঙ্গলবার তাঁদের ফেরার কথা রয়েছে। তবে প্রায় ৫০ জন দলিল লেখক এখনো কাজ করছেন। কিন্তু সাব-রেজিস্ট্রারও ছুটিতে যাওয়ায় জমির রেজিস্ট্রি হচ্ছে না।
গতকাল নিজের সেরেস্তায় বসে কাজ করছিলেন দলিল লেখক তাইজুল ইসলাম। তিনি জানান, প্রায় ৫০ জন দলিল লেখক আনন্দ ভ্রমণে যাননি। তাঁরা নিজ নিজ সেরেস্তায় কাজ করছেন। কিন্তু সব-রেজিস্ট্রার ছুটিতে থাকায় দলিল রেজিস্ট্রি হচ্ছে না।
আরেক দলিল লেখক রাকিবুল হাসান সুমনও তাঁর সেরেস্তায় কাজ করছিলেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার দলিল লেখকেরা আনন্দ ভ্রমণ থেকে ফিরতে পারেন। তারপর আবার রেজিস্ট্রির কাজ শুরু হতে পারে।
সকালে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অনেকেই এসেছেন সেবা নিতে। কিন্তু সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপন নেই। তিনি না থাকায় তাঁর পেশকার সাফিরন নেসাও আসেননি। পুঠিয়া থেকে যাওয়া মহির উদ্দিন নামের এক বৃদ্ধ বসেছিলেন অফিসের পিয়নের কাছে। মহির বললেন, সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে এই শীতের সকালে গ্রাম থেকে এসেছেন তিনি। তাও দেখা পেলেন না।
সাব-রেজিস্ট্রার দপ্তরের কর্মচারীরা জানালেন, দলিল লেখকেরা নেই বলে সাব-রেজিস্ট্রার ছুটি নিয়েছেন। আগামী বুধবার তিনি দপ্তরে ফিরতে পারেন। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা রেজিস্ট্রার রবিউল ইসলামের দপ্তর। সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর না আসার বিষয়ে দুই কর্মচারী দুই রকম তথ্য দিয়েছেন। একজন জানিয়েছেন, জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ঢাকায় আছেন। আগামী বুধবারের আগে ফিরবেন না। আরেক কর্মচারী দাবি করেন, জেলা রেজিস্ট্রার রাজশাহীতে আছেন। করোনা টিকার বুস্টার ডোজ নিতে যাওয়ায় অফিসে আসেননি।
কথা বলার জন্য জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ও সদর সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপনকে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৩ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৫ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে