নুরুল আমীন রবীন, শরীয়তপুর
মারামারি মামলার আসামিদের জামিনের বিষয়ে আদালতে সহায়তা করার অজুহাতে সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের সমর্থকেরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল রহমান মালত (৪৬) জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামের কিনাই মালতের ছেলে। তিনি বি এম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
জাজিরা থানা-পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াস কমিশনার ও জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবরের বিরোধ চলে আসছে। এরই জেরে ২৯ মে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম মাদবরের সমর্থক বাবুল মাদবর ইলিয়াস কমিশনারের ১২ সমর্থককে আসামি করে মামলা করেন। গত মঙ্গলবার ওই মামলার আসামিদের জামিনের কাজে আদালতে সহায়তা করেন এবং জামিন-সংক্রান্ত কাগজপত্র সঙ্গে করে নিয়ে আসেন সাইফুল রহমান মালত। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয় সেলিম মাদবরের সমর্থকেরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জাজিরা পুরান বাজার থেকে প্রতিবেশী হিরু শেখের সঙ্গে বাড়ি ফেরার পথে খোসালকান্দি গ্ৰামের সেতুর ঢালে সাইফুলের ওপর হামলা করেন সেলিম সমর্থকেরা। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইফুলকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।
পুলিশ ও নিহতের স্বজনেরা আরও জানান, সাইফুলের সঙ্গে থাকা হিরু শেখকেও মারধর করেন হামলাকারীরা। হামলার হাত থেকে বাঁচতে পাশের নদীতে লাফ দিয়ে পালিয়ে বাঁচেন হিরু শেখ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সাইফুলকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে ঢাকায় পাঠান চিকিৎসকেরা। ঢাকা মেডিকেলে সাড়ে ১২টায় মারা যান সাইফুল রহমান। সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইলিয়াস কমিশনারের বিক্ষুব্ধ সমর্থকেরা রাত ২টার দিকে উত্তর খোসাল শিকদারকান্দি গ্ৰামের মালেক মোল্লার বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে করে মালেক মোল্লার একটি বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময় সাইফুলের সঙ্গে থাকা হিরু শেখ বলেন, ‘বাজার থেকে সাইফুল মালতের সঙ্গে বাড়ি ফিরছিলাম। খোসালকান্দি গ্ৰামের সেতুর ঢালে পৌঁছামাত্র আগে থেকে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আমাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। হামলা থেকে বাঁচতে পাশের নদীতে লাফ দিয়ে প্রাণ রক্ষা করি। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনতে পেরেছি।’
নিহত সাইফুল রহমান মালতের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি। তারপরও কেন আমার স্বামীকে আওয়ামী লীগের সমর্থকেরা মেরে ফেলল। শুধু দলের এক নেতার সমর্থক বলে মেরে ফেলতে হবে? আমার সন্তানদের এখন কী হবে। ওদের নিয়ে আমি কার কাছে আশ্রয় নেব।’
জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হননি।
জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ মাদবর বলেন, ‘কারা সাইফুলকে হত্যা করেছে তা পুলিশ জানে। সাইফুলের পরিবার পুলিশকে তাঁদের নাম বলেছে। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মারামারি মামলার আসামিদের জামিনের বিষয়ে আদালতে সহায়তা করার অজুহাতে সাবেক প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের সমর্থকেরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা পৌরসভার উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল রহমান মালত (৪৬) জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামের কিনাই মালতের ছেলে। তিনি বি এম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
জাজিরা থানা-পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াস কমিশনার ও জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবরের বিরোধ চলে আসছে। এরই জেরে ২৯ মে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সেলিম মাদবরের সমর্থক বাবুল মাদবর ইলিয়াস কমিশনারের ১২ সমর্থককে আসামি করে মামলা করেন। গত মঙ্গলবার ওই মামলার আসামিদের জামিনের কাজে আদালতে সহায়তা করেন এবং জামিন-সংক্রান্ত কাগজপত্র সঙ্গে করে নিয়ে আসেন সাইফুল রহমান মালত। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয় সেলিম মাদবরের সমর্থকেরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জাজিরা পুরান বাজার থেকে প্রতিবেশী হিরু শেখের সঙ্গে বাড়ি ফেরার পথে খোসালকান্দি গ্ৰামের সেতুর ঢালে সাইফুলের ওপর হামলা করেন সেলিম সমর্থকেরা। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইফুলকে রক্তাক্ত জখম করে পালিয়ে যান।
পুলিশ ও নিহতের স্বজনেরা আরও জানান, সাইফুলের সঙ্গে থাকা হিরু শেখকেও মারধর করেন হামলাকারীরা। হামলার হাত থেকে বাঁচতে পাশের নদীতে লাফ দিয়ে পালিয়ে বাঁচেন হিরু শেখ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সাইফুলকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে ঢাকায় পাঠান চিকিৎসকেরা। ঢাকা মেডিকেলে সাড়ে ১২টায় মারা যান সাইফুল রহমান। সাইফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইলিয়াস কমিশনারের বিক্ষুব্ধ সমর্থকেরা রাত ২টার দিকে উত্তর খোসাল শিকদারকান্দি গ্ৰামের মালেক মোল্লার বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে করে মালেক মোল্লার একটি বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময় সাইফুলের সঙ্গে থাকা হিরু শেখ বলেন, ‘বাজার থেকে সাইফুল মালতের সঙ্গে বাড়ি ফিরছিলাম। খোসালকান্দি গ্ৰামের সেতুর ঢালে পৌঁছামাত্র আগে থেকে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আমাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। হামলা থেকে বাঁচতে পাশের নদীতে লাফ দিয়ে প্রাণ রক্ষা করি। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আমি চিনতে পেরেছি।’
নিহত সাইফুল রহমান মালতের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি। তারপরও কেন আমার স্বামীকে আওয়ামী লীগের সমর্থকেরা মেরে ফেলল। শুধু দলের এক নেতার সমর্থক বলে মেরে ফেলতে হবে? আমার সন্তানদের এখন কী হবে। ওদের নিয়ে আমি কার কাছে আশ্রয় নেব।’
জাজিরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হননি।
জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ মাদবর বলেন, ‘কারা সাইফুলকে হত্যা করেছে তা পুলিশ জানে। সাইফুলের পরিবার পুলিশকে তাঁদের নাম বলেছে। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে