সিলেট প্রতিনিধি
‘হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর অবস্থানে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ ধরনের হর্ন ব্যবহার করলেই যানবাহনগুলোকে গুনতে হবে জরিমানা। ক্ষেত্রবিশেষে ১৫ থেকে ক্ষেত্রে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হবে আইনভঙ্গকারীদের।’
নিয়মিত প্রচারাভিযানে অংশ নিয়ে গত সোমবার বিকেলে আম্বরখানা এলাকায় দেওয়া বক্তব্যে এমনটা জানিয়েছেন এসএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার ফয়সল মাহমুদ। শব্দদূষণ কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত মার্চ মাস থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ অভিযান অব্যাহত রয়েছে।
সার্বিক বিষয় তুলে ধরে এসএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার ফয়সল মাহমুদ বলেন, সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবেল। তার চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। আর হাইড্রোলিক হর্ন ১০০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে। শব্দদূষণ সৃষ্টিতে হাইড্রোলিক হর্ন ব্যাপকভাবে দায়ী।
তিনি আরও বলেন, হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এই বিষয়টি সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে।
ফয়সল মাহমুদ জানান, শব্দদূষণ কমাতে কঠোর অবস্থানের অংশ হিসেবে ইতিমধ্যে এসএমপির ট্রাফিক বিভাগ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে প্রতি দুই মাস পর পর ‘ট্রাফিক পক্ষ’ পালন, চালক ও পথচারীদের নিয়ে পথসভা, মাইকিং ও প্রচারপত্র বিতরণসহ জনসচেতনতা কার্যক্রম। এসব কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি শব্দ দূষণের মাত্রা হিসেবে অনধিক ৩ বছরের কারাদণ্ড, অন্যূন ১ বছর বা অনধিক ৩ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
এসএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের জন্য প্রথমবার অপরাধের ক্ষেত্রে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয়বার একই অপরাধের ক্ষেত্রে ৩০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। গত মার্চে হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযানে ২৫টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে অভিযোগ দাখিল করা হয়েছে এবং মোট ১৭টি যানবাহন ডাম্পিং করা হয়েছে।
‘হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর অবস্থানে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ ধরনের হর্ন ব্যবহার করলেই যানবাহনগুলোকে গুনতে হবে জরিমানা। ক্ষেত্রবিশেষে ১৫ থেকে ক্ষেত্রে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হবে আইনভঙ্গকারীদের।’
নিয়মিত প্রচারাভিযানে অংশ নিয়ে গত সোমবার বিকেলে আম্বরখানা এলাকায় দেওয়া বক্তব্যে এমনটা জানিয়েছেন এসএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার ফয়সল মাহমুদ। শব্দদূষণ কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত মার্চ মাস থেকে বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। এ অভিযান অব্যাহত রয়েছে।
সার্বিক বিষয় তুলে ধরে এসএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার ফয়সল মাহমুদ বলেন, সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবেল। তার চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। আর হাইড্রোলিক হর্ন ১০০ ডেসিবেলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে। শব্দদূষণ সৃষ্টিতে হাইড্রোলিক হর্ন ব্যাপকভাবে দায়ী।
তিনি আরও বলেন, হাইড্রোলিক হর্নের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হলে এটা যে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এই বিষয়টি সবাইকে বোঝাতে হবে। বিশেষ করে যানবাহনের মালিক ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে হবে।
ফয়সল মাহমুদ জানান, শব্দদূষণ কমাতে কঠোর অবস্থানের অংশ হিসেবে ইতিমধ্যে এসএমপির ট্রাফিক বিভাগ বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। এগুলোর মধ্যে প্রতি দুই মাস পর পর ‘ট্রাফিক পক্ষ’ পালন, চালক ও পথচারীদের নিয়ে পথসভা, মাইকিং ও প্রচারপত্র বিতরণসহ জনসচেতনতা কার্যক্রম। এসব কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সড়ক পরিবহন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি শব্দ দূষণের মাত্রা হিসেবে অনধিক ৩ বছরের কারাদণ্ড, অন্যূন ১ বছর বা অনধিক ৩ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
এসএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধের জন্য প্রথমবার অপরাধের ক্ষেত্রে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয়বার একই অপরাধের ক্ষেত্রে ৩০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। গত মার্চে হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে অভিযানে ২৫টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে অভিযোগ দাখিল করা হয়েছে এবং মোট ১৭টি যানবাহন ডাম্পিং করা হয়েছে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে