মনিরামপুর (যশোর) প্রতিনিধি
স্বীকৃতি ও বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন যশোরের মনিরামপুরের ১৬টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষক–কর্মচারী। গতকাল সোমবার ১১ দফা দাবি নিয়ে রাস্তায় নামেন তাঁরা। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনিরামপুর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন শিক্ষকেরা। পরে তাঁরা ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন।
তাঁদের ১১ দফা দাবিগুলো হলো অনলাইনে আবেদন করা সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও বাস্তবায়ন করতে হবে, নিয়োগের দিন থেকে শিক্ষকদের বেতন ভাতা দিতে হবে, সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীবান্ধব ভবন স্থাপন করতে হবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ফিজিও থেরাপির সরঞ্জাম সরবরাহ করতে হবে, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীদের করোনাকালীন ১০ হাজার টাকা অনুদান বাস্তবায়ন করতে হবে, শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষা উপকরণ দিতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ও শেষে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি ও মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঘোষ বলেন, ‘২০১৪ ও ২০১৭ সালে মনিরামপুরে ২১টি অটিস্টিক স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ২০-২৫ জন শিক্ষক ও কর্মচারী তখন থেকে বিনা বেতনে দায়িত্বপালন করে আসছেন। আমাদের ৩ হাজারের বেশি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে।’
শিক্ষক সুকান্ত ঘোষ বলেন, ‘গত বছর সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোর অনলাইন আবেদন চান। আমরা জরিপ করে ১৬টি চলমান বিদ্যালয়ের কাগজপত্র জমা দিয়েছি। আজও সরকার আমাদের স্বীকৃত ও বেতনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। বিনা বেতনে আমরা ৩ শতাধিক শিক্ষক কর্মচারী মানবেতর জীবন কাটাচ্ছি। আমাদের ভোগান্তির কথা প্রকাশ করতে আমরা রাস্তায় নেমেছি।’
মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।’
স্বীকৃতি ও বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন যশোরের মনিরামপুরের ১৬টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষক–কর্মচারী। গতকাল সোমবার ১১ দফা দাবি নিয়ে রাস্তায় নামেন তাঁরা। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনিরামপুর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন শিক্ষকেরা। পরে তাঁরা ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন।
তাঁদের ১১ দফা দাবিগুলো হলো অনলাইনে আবেদন করা সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও বাস্তবায়ন করতে হবে, নিয়োগের দিন থেকে শিক্ষকদের বেতন ভাতা দিতে হবে, সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীবান্ধব ভবন স্থাপন করতে হবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ফিজিও থেরাপির সরঞ্জাম সরবরাহ করতে হবে, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক কর্মচারীদের করোনাকালীন ১০ হাজার টাকা অনুদান বাস্তবায়ন করতে হবে, শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষা উপকরণ দিতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ও শেষে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি ও মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি মনিরামপুর উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঘোষ বলেন, ‘২০১৪ ও ২০১৭ সালে মনিরামপুরে ২১টি অটিস্টিক স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ২০-২৫ জন শিক্ষক ও কর্মচারী তখন থেকে বিনা বেতনে দায়িত্বপালন করে আসছেন। আমাদের ৩ হাজারের বেশি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী রয়েছে।’
শিক্ষক সুকান্ত ঘোষ বলেন, ‘গত বছর সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোর অনলাইন আবেদন চান। আমরা জরিপ করে ১৬টি চলমান বিদ্যালয়ের কাগজপত্র জমা দিয়েছি। আজও সরকার আমাদের স্বীকৃত ও বেতনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। বিনা বেতনে আমরা ৩ শতাধিক শিক্ষক কর্মচারী মানবেতর জীবন কাটাচ্ছি। আমাদের ভোগান্তির কথা প্রকাশ করতে আমরা রাস্তায় নেমেছি।’
মনিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে