নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমেই নিম্নমুখী। এক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা ১০ জনের নিচে। সর্বশেষ গতকাল শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশজুড়ে সাতজনের প্রাণহানি ঘটে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হন ৩০৫ জন। আর শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।
দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও বিশ্বে চিত্র বদলাচ্ছে। বিশেষ করে ইউরোপে সংক্রমণ বেড়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে।
গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
গতকাল যে সাতজন মারা গেছে তার মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। একই সঙ্গে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের ডেলটা ধরন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপেও সম্প্রতি কমতে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে গত টানা তিন সপ্তাহ ধরে তা আবারও বেড়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সাত দিনের তুলনায় ৪ শতাংশ বেশি।
অপরদিকে এক সপ্তাহে আগেও বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ ৪ শতাংশ কমে এলেও, একই সময়ের মধ্যে ইউরোপজুড়ে তা বেড়েছে ৭ শতাংশ। আর গত সাত দিনে শুধুমাত্র ইউরোপেই সংক্রমণ বেড়েছে ১৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, ‘দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে এখন আবার করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। করোনা মহামারি শেষ হতে যে এখনো অনেক সময় বাকি, এটি তারই ইঙ্গিত।’
এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭২০ জনের।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমেই নিম্নমুখী। এক সপ্তাহ ধরে মৃতের সংখ্যা ১০ জনের নিচে। সর্বশেষ গতকাল শুক্রবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দেশজুড়ে সাতজনের প্রাণহানি ঘটে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হন ৩০৫ জন। আর শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।
দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমলেও বিশ্বে চিত্র বদলাচ্ছে। বিশেষ করে ইউরোপে সংক্রমণ বেড়েছে। এদিকে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখ ছুঁতে চলেছে।
গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। করোনা থেকে গত এক দিনে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।
গতকাল যে সাতজন মারা গেছে তার মধ্যে তিনজনই ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মারা গেছেন একজন করে। সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।
দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ এবং এতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। একই সঙ্গে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাসের ডেলটা ধরন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপেও সম্প্রতি কমতে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে গত টানা তিন সপ্তাহ ধরে তা আবারও বেড়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সাত দিনের তুলনায় ৪ শতাংশ বেশি।
অপরদিকে এক সপ্তাহে আগেও বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ ৪ শতাংশ কমে এলেও, একই সময়ের মধ্যে ইউরোপজুড়ে তা বেড়েছে ৭ শতাংশ। আর গত সাত দিনে শুধুমাত্র ইউরোপেই সংক্রমণ বেড়েছে ১৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, ‘দুই মাসের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে এখন আবার করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে। করোনা মহামারি শেষ হতে যে এখনো অনেক সময় বাকি, এটি তারই ইঙ্গিত।’
এদিকে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭২০ জনের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে