বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এক সংগঠনের পর আরেক সংগঠনের ক্রমের ব্যত্যয় ঘটলে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় একাধিক সংগঠন বিক্ষোভ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা ‘মরণ সাগর’ স্মৃতিসৌধে জড়ো হন।
এ সময় শিক্ষক সংগঠনের আগেই কয়েকটি সংগঠনকে পুষ্পস্তবক অর্পণের জন্য ডাকা হয় বলে অভিযোগ ওঠে। এতে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস সঞ্চালনা বাদ দিয়ে স্মৃতিসৌধস্থল ত্যাগ করেন। কিছু সংগঠনও বেদিতে পুষ্পস্তবক অর্পণ না করে চলে যায়। ছাত্রলীগের নির্দেশনায় পরে পুষ্পস্তবক অর্পণ চলে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাদ চন্দ্র দাস বলেন, জাতীয় দিবস উদ্যাপন কমিটির অনুরোধেই আমি সঞ্চালনা করেছি। কিছু ভুল হলেও আমাকে জানাতে পারত। আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
এদিকে বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রক্টর কার্যালয়ের সামনে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর পরিস্থিতি শান্ত করেন।
বিক্ষোভে বক্তারা এর দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, অনেকগুলো সংগঠন একসঙ্গে ফুল দিতে আসায় কিছুটা সমস্যা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এক সংগঠনের পর আরেক সংগঠনের ক্রমের ব্যত্যয় ঘটলে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় একাধিক সংগঠন বিক্ষোভ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা ‘মরণ সাগর’ স্মৃতিসৌধে জড়ো হন।
এ সময় শিক্ষক সংগঠনের আগেই কয়েকটি সংগঠনকে পুষ্পস্তবক অর্পণের জন্য ডাকা হয় বলে অভিযোগ ওঠে। এতে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস সঞ্চালনা বাদ দিয়ে স্মৃতিসৌধস্থল ত্যাগ করেন। কিছু সংগঠনও বেদিতে পুষ্পস্তবক অর্পণ না করে চলে যায়। ছাত্রলীগের নির্দেশনায় পরে পুষ্পস্তবক অর্পণ চলে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাদ চন্দ্র দাস বলেন, জাতীয় দিবস উদ্যাপন কমিটির অনুরোধেই আমি সঞ্চালনা করেছি। কিছু ভুল হলেও আমাকে জানাতে পারত। আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
এদিকে বিশৃঙ্খলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রক্টর কার্যালয়ের সামনে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর পরিস্থিতি শান্ত করেন।
বিক্ষোভে বক্তারা এর দায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, অনেকগুলো সংগঠন একসঙ্গে ফুল দিতে আসায় কিছুটা সমস্যা হয়।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে