নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের পাঁচলাইশে মাদ্রাসার সীমানাপ্রাচীরের পাশ থেকে আরমান হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মাদ্রাসা কর্তৃপক্ষ মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত সোমবার সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘এ পর্যন্ত পাওয়া ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করছি, বাচ্চাটি কোনো কারণে মাদ্রাসার ছাদে উঠেছিল। সেখান থেকে নিচে পড়ে মারা যায়। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখার চেষ্টা করছি।
তবে নিহত শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। কদিন আগে আরমান যখন বাসায় এসেছিল তখন সে মাদ্রাসায় ফিরে যেতে রাজি হয়নি। তাকে নাকি হুজুরেরা নির্যাতন করে। এর আগে সোমবার সন্ধ্যায় তাঁর ছেলেকে মাদ্রাসায় না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জানায়। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা শাহ সুফি অছিয়র রহমান মাদ্রাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নগরের পাঁচলাইশে মাদ্রাসার সীমানাপ্রাচীরের পাশ থেকে আরমান হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার পিলখানা এলাকার আলী বিন আবী তালিব মাদ্রাসার ভেতর সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মাদ্রাসা কর্তৃপক্ষ মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত সোমবার সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, ‘এ পর্যন্ত পাওয়া ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ, মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করছি, বাচ্চাটি কোনো কারণে মাদ্রাসার ছাদে উঠেছিল। সেখান থেকে নিচে পড়ে মারা যায়। আমরা ঘটনাটি আরও খতিয়ে দেখার চেষ্টা করছি।
তবে নিহত শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাঁর ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। কদিন আগে আরমান যখন বাসায় এসেছিল তখন সে মাদ্রাসায় ফিরে যেতে রাজি হয়নি। তাকে নাকি হুজুরেরা নির্যাতন করে। এর আগে সোমবার সন্ধ্যায় তাঁর ছেলেকে মাদ্রাসায় না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে জানায়। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নে আল্লামা শাহ সুফি অছিয়র রহমান মাদ্রাসা থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে