সত্যজিৎ রায়
১৯৮৫ সালে কলকাতার চিত্রবাণী নামের একটি প্রখ্যাত প্রতিষ্ঠানের আমন্ত্রণে তারেক মাসুদ গিয়েছিলেন মাসব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে। চিত্রবাণীর পরিচালক ছিলেন ফাদার গাঁস্ত রোবের্জ। তিনিই ছিলেন এই কোর্সের প্রধান প্রশিক্ষক। তারেক জানতেন সত্যজিৎ রায়ের সঙ্গে ফাদারের ঘনিষ্ঠতা আছে।
তাঁকে তারেক মাসুদ বললেন, ‘আমাকে একটু সত্যজিৎ রায়ের কাছে নিয়ে যাবেন?’
গাঁস্ত রোবের্জ বললেন, ‘তাঁর শরীরটা ভালো না, তিনি কারও সঙ্গে দেখা করেন না।’
দমে গেলেন তারেক মাসুদ। কিন্তু সে রাতেই গাঁস্ত রোবের্জ তারেকের ডরমিটরিতে এসে বললেন, ‘সকাল ৭টায় মানিকদার বাড়িতে যাব। তৈরি থেকো।’
উত্তেজনায় ভালো ঘুম হলো না।
সকালে সত্যজিতের বাড়িতে হাজির হলেন তারেক। ঘরটায় শুধু বই আর বই। সত্যজিৎ বসে আছেন সেই বইয়ের মাঝে, যেন তা সাজানো সেট।
মুহম্মদ খসরু সম্পাদিত ‘ধ্রুপদী’ আর নাইম হাসান সম্পাদিত ‘নিরন্তর’ উপহার দিলেন সত্যজিৎ রায়কে। তিনি তা উল্টে-পাল্টে দেখলেন। দেখতে দেখতেই তিনি কথা বলতে লাগলেন।
‘তোমাদের ঢাকা টেলিভিশনে অসাধারণ একটা নাটক দেখেছিলাম, ‘রক্তকরবী’। কে করেছেন?’
‘মুস্তাফা মনোয়ার। তিনি আপনার খুব ভক্ত।’
সত্যজিৎ বললেন, ‘ও, তাঁর নাম শুনেছি। ভালো জলরঙের ছবি আঁকেন।’
তাঁর ছবি ঢাকায় দেখা যায় কি না, জানতে চাইলেন। চলচ্চিত্র সংসদের সীমিত পরিসরে দেখানো হয়, সেটা জানলেন। তারপর জানলেন, ‘পলিটিক্যাল’—এই অজুহাতে সেন্সর বোর্ড সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’ ছবিটি আটকে দিয়েছে। শুনে হো হো করে হেসে উঠলেন চলচ্চিত্রকার। বললেন, ‘আমার ছবি পলিটিক্যাল!’
এই হাসির কারণ ছিল। অনেকেই তখন ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের ছবিকে বলছেন রাজনীতিসচেতন ছবি, সত্যজিৎ রায়কে সমালোচনা করছেন তাঁর ছবি যথেষ্ট রাজনীতিসচেতন নয় বলে।
সত্যজিৎ অবাক হয়ে বললেন, ‘চলচ্চিত্র সংসদে দেখাতে হলেও সেন্সরে অনুমতি নিতে হয়!’
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৫১-৫২
১৯৮৫ সালে কলকাতার চিত্রবাণী নামের একটি প্রখ্যাত প্রতিষ্ঠানের আমন্ত্রণে তারেক মাসুদ গিয়েছিলেন মাসব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে। চিত্রবাণীর পরিচালক ছিলেন ফাদার গাঁস্ত রোবের্জ। তিনিই ছিলেন এই কোর্সের প্রধান প্রশিক্ষক। তারেক জানতেন সত্যজিৎ রায়ের সঙ্গে ফাদারের ঘনিষ্ঠতা আছে।
তাঁকে তারেক মাসুদ বললেন, ‘আমাকে একটু সত্যজিৎ রায়ের কাছে নিয়ে যাবেন?’
গাঁস্ত রোবের্জ বললেন, ‘তাঁর শরীরটা ভালো না, তিনি কারও সঙ্গে দেখা করেন না।’
দমে গেলেন তারেক মাসুদ। কিন্তু সে রাতেই গাঁস্ত রোবের্জ তারেকের ডরমিটরিতে এসে বললেন, ‘সকাল ৭টায় মানিকদার বাড়িতে যাব। তৈরি থেকো।’
উত্তেজনায় ভালো ঘুম হলো না।
সকালে সত্যজিতের বাড়িতে হাজির হলেন তারেক। ঘরটায় শুধু বই আর বই। সত্যজিৎ বসে আছেন সেই বইয়ের মাঝে, যেন তা সাজানো সেট।
মুহম্মদ খসরু সম্পাদিত ‘ধ্রুপদী’ আর নাইম হাসান সম্পাদিত ‘নিরন্তর’ উপহার দিলেন সত্যজিৎ রায়কে। তিনি তা উল্টে-পাল্টে দেখলেন। দেখতে দেখতেই তিনি কথা বলতে লাগলেন।
‘তোমাদের ঢাকা টেলিভিশনে অসাধারণ একটা নাটক দেখেছিলাম, ‘রক্তকরবী’। কে করেছেন?’
‘মুস্তাফা মনোয়ার। তিনি আপনার খুব ভক্ত।’
সত্যজিৎ বললেন, ‘ও, তাঁর নাম শুনেছি। ভালো জলরঙের ছবি আঁকেন।’
তাঁর ছবি ঢাকায় দেখা যায় কি না, জানতে চাইলেন। চলচ্চিত্র সংসদের সীমিত পরিসরে দেখানো হয়, সেটা জানলেন। তারপর জানলেন, ‘পলিটিক্যাল’—এই অজুহাতে সেন্সর বোর্ড সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’ ছবিটি আটকে দিয়েছে। শুনে হো হো করে হেসে উঠলেন চলচ্চিত্রকার। বললেন, ‘আমার ছবি পলিটিক্যাল!’
এই হাসির কারণ ছিল। অনেকেই তখন ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের ছবিকে বলছেন রাজনীতিসচেতন ছবি, সত্যজিৎ রায়কে সমালোচনা করছেন তাঁর ছবি যথেষ্ট রাজনীতিসচেতন নয় বলে।
সত্যজিৎ অবাক হয়ে বললেন, ‘চলচ্চিত্র সংসদে দেখাতে হলেও সেন্সরে অনুমতি নিতে হয়!’
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৫১-৫২
আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ মিনিট আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩২ মিনিট আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগে