কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সুজন হাওলাদার (৩২) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট ঢোস এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সুজন হাওলাদারের বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে। তিনি ওই এলাকার সত্তার হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টা দিকে ছোট ঢোস এলাকার নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের প্রস্তুতির সময় পুলিশ ধাওয়া করে সুজনকে মারধর করে। এতে সুজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বাবলাতলা বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত জেলে ও স্থানীয় মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা পুলিশ উপপরিদর্শক মামুনসহ নৌ-পুলিশের এএসআই মামুন, সদস্য রিয়াজ, সুমন ও আ. ছাত্তারকে অবরুদ্ধ করে রাখেন।
জেলে আবুল হোসেন, বেল্লাল, আবু সুফিয়ান জানান, নদীতে মাছ শিকার করতে পুলিশকে মাসোহারা দিতে হয়। অথচ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মামুনের নেতৃত্বে গতকাল এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় জেলেরা।
তবে অভিযুক্ত পুলিশ উপপরিদর্শক মো. মামুন জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে সুজন হাওলাদারকে জালের ওপর শুয়ে থাকা অবস্থায় দেখেছেন। কোনো পুলিশ সদস্য তাঁকে মারধর করেননি।
জেলেদের প্রতিনিধি ও ট্রলারের মাঝি মাসুদ চৌকিদার জানান, সকালে বাবলাতলা ঢোস এলাকা থেকে ৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা দেন তারা। এ সময় পায়রা বন্দর নৌ-পুলিশের এএসআই মামুনসহ ৪ পুলিশ সদস্য একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করেন। পরে জেলেদের ট্রলারটি বাবলাতলা ছোট ঢোসের খালে প্রবেশ করে। এ সময় ৫ জেলের মধ্যে সুজনকে আটক করে পুলিশ সদস্যরা মারধর করে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ঘটনাস্থল থেকে গতকাল বিকেলে কলাপাড়া থানার উপপরিদর্শক শওকত জাহান মুঠো ফোনে বলেন, ‘গ্যানজামের মধ্যে রয়েছি। বিকেল ৪টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’
ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে পুলিশ পরিদর্শক আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্টের পর জেলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যাবে। বর্তমানে ওই এলাকায় জেলে ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসেছি। শুনেছি পুলিশ তাঁদের ধাওয়া করলে চারজন পালিয়ে যান। তবে সুজনকে ধরে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।। তিনি জানান, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, অবরুদ্ধ দশা থেকে ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। কীভাবে সুজনের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। মৃতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সুজন হাওলাদার (৩২) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট ঢোস এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সুজন হাওলাদারের বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে। তিনি ওই এলাকার সত্তার হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টা দিকে ছোট ঢোস এলাকার নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকারের প্রস্তুতির সময় পুলিশ ধাওয়া করে সুজনকে মারধর করে। এতে সুজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বাবলাতলা বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত জেলে ও স্থানীয় মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা পুলিশ উপপরিদর্শক মামুনসহ নৌ-পুলিশের এএসআই মামুন, সদস্য রিয়াজ, সুমন ও আ. ছাত্তারকে অবরুদ্ধ করে রাখেন।
জেলে আবুল হোসেন, বেল্লাল, আবু সুফিয়ান জানান, নদীতে মাছ শিকার করতে পুলিশকে মাসোহারা দিতে হয়। অথচ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মামুনের নেতৃত্বে গতকাল এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় জেলেরা।
তবে অভিযুক্ত পুলিশ উপপরিদর্শক মো. মামুন জানান, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে সুজন হাওলাদারকে জালের ওপর শুয়ে থাকা অবস্থায় দেখেছেন। কোনো পুলিশ সদস্য তাঁকে মারধর করেননি।
জেলেদের প্রতিনিধি ও ট্রলারের মাঝি মাসুদ চৌকিদার জানান, সকালে বাবলাতলা ঢোস এলাকা থেকে ৫ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে রওনা দেন তারা। এ সময় পায়রা বন্দর নৌ-পুলিশের এএসআই মামুনসহ ৪ পুলিশ সদস্য একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করেন। পরে জেলেদের ট্রলারটি বাবলাতলা ছোট ঢোসের খালে প্রবেশ করে। এ সময় ৫ জেলের মধ্যে সুজনকে আটক করে পুলিশ সদস্যরা মারধর করে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ঘটনাস্থল থেকে গতকাল বিকেলে কলাপাড়া থানার উপপরিদর্শক শওকত জাহান মুঠো ফোনে বলেন, ‘গ্যানজামের মধ্যে রয়েছি। বিকেল ৪টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’
ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে পুলিশ পরিদর্শক আসাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্টের পর জেলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যাবে। বর্তমানে ওই এলাকায় জেলে ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসেছি। শুনেছি পুলিশ তাঁদের ধাওয়া করলে চারজন পালিয়ে যান। তবে সুজনকে ধরে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।। তিনি জানান, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, অবরুদ্ধ দশা থেকে ৪ পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। কীভাবে সুজনের মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই জানা যাবে। মৃতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে