রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর একটি সড়কে জেব্রা ক্রসিং থাকলেও চলাচলের কোনো পথ নেই। চার লেনের সড়কটির মধ্যে সড়ক বিভাজকে বেড়া থাকায় জেব্রা ক্রসিং দিয়ে চলাচল সম্ভব নয়। দুই দিন ধরে এই জেব্রা ক্রসিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
গত শুক্রবার সকাল ১০টায় মাহফুজ আরেফিন নামের এক ব্যক্তি ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে দেন। গতকাল রোববার বেলা আড়াইটা পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। ৩ হাজার ৭০০ মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ জনই দিয়েছেন ‘হা হা’ রিঅ্যাক্ট।
ভিডিওটি রাজশাহী শহরের শিরোইল থেকে ভদ্রা সড়কের একটি স্থানের। রোববার শিরোইল এলাকায় গিয়ে এই জেব্রা ক্রসিং দেখা গেছে। জেব্রা ক্রসিংয়ের এক পাশে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্টের শাখা। এর সামনে সড়ক বিভাজকের দুই পাশেই জেব্রা ক্রসিং আছে। কিন্তু সড়ক বিভাজক বন্ধ রয়েছে লোহার পাতের বেড়া দিয়ে। এর ভেতরে ছোট ছোট গাছও লাগানো আছে। ফলে চলাচল সম্ভব নয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়নি কবে এই জেব্রা ক্রসিং করা হয়েছে। কারা এটি করেছে সেটিও কেউ বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও দেখার পর আমিও জেব্রা ক্রসিংটি দেখে এসেছি। এটা আমরা করিনি। দেখে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী এঁকে দিয়েছেন। পাশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটির ব্যাপারে কিছু জানাতে পারছে না। তাদের জেব্রা ক্রসিং দরকার হলে তো আমরাই করে দিতাম।’
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মো. নুরুজ্জামান বলেন, ‘এ ধরনের জেব্রা ক্রসিং আমাদের করার তো প্রশ্নই ওঠে না। কারা করেছে আমরাও বলতে পারব না।’
রাজশাহীর একটি সড়কে জেব্রা ক্রসিং থাকলেও চলাচলের কোনো পথ নেই। চার লেনের সড়কটির মধ্যে সড়ক বিভাজকে বেড়া থাকায় জেব্রা ক্রসিং দিয়ে চলাচল সম্ভব নয়। দুই দিন ধরে এই জেব্রা ক্রসিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
গত শুক্রবার সকাল ১০টায় মাহফুজ আরেফিন নামের এক ব্যক্তি ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে দেন। গতকাল রোববার বেলা আড়াইটা পর্যন্ত ২ লাখ ৩০ হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। ৩ হাজার ৭০০ মানুষ রিঅ্যাক্ট দিয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ জনই দিয়েছেন ‘হা হা’ রিঅ্যাক্ট।
ভিডিওটি রাজশাহী শহরের শিরোইল থেকে ভদ্রা সড়কের একটি স্থানের। রোববার শিরোইল এলাকায় গিয়ে এই জেব্রা ক্রসিং দেখা গেছে। জেব্রা ক্রসিংয়ের এক পাশে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস ডিপার্টমেন্টের শাখা। এর সামনে সড়ক বিভাজকের দুই পাশেই জেব্রা ক্রসিং আছে। কিন্তু সড়ক বিভাজক বন্ধ রয়েছে লোহার পাতের বেড়া দিয়ে। এর ভেতরে ছোট ছোট গাছও লাগানো আছে। ফলে চলাচল সম্ভব নয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়নি কবে এই জেব্রা ক্রসিং করা হয়েছে। কারা এটি করেছে সেটিও কেউ বলতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিও দেখার পর আমিও জেব্রা ক্রসিংটি দেখে এসেছি। এটা আমরা করিনি। দেখে মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী এঁকে দিয়েছেন। পাশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এটির ব্যাপারে কিছু জানাতে পারছে না। তাদের জেব্রা ক্রসিং দরকার হলে তো আমরাই করে দিতাম।’
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের প্রোগ্রাম অফিসার মো. নুরুজ্জামান বলেন, ‘এ ধরনের জেব্রা ক্রসিং আমাদের করার তো প্রশ্নই ওঠে না। কারা করেছে আমরাও বলতে পারব না।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে