কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী প্রার্থীর (নৌকা) সমর্থকের চলাচলের রাস্তা কেটে বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর (ঘোড়া) সমর্থকের বিরুদ্ধে।
এ ঘটনায় গত শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত প্রেমানন্দ রায়। তবে রাস্তা কাটার বিষয়টি নির্বাচনী প্রতিহিংসা নয় বলে দাবি করেছেন অভিযুক্ত কার্তিক চন্দ্র বর্মণ।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। আর গত ২৮ নভেম্বর চলবলা ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার দলবল নিয়ে রাস্তাটি কেটে ফেলেন কার্তিক। খবর পেয়ে ছুটে এসে কাটতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন ধাওয়া দেন প্রেমানন্দকে। রাস্তাটি কেটে বেড়া দিয়ে ঘিরে চাষাবাদের জন্য প্রস্তুতের চেষ্টা করছেন যুধিষ্ঠির ও তাঁর ছেলেরা। এ ঘটনায় প্রেমানন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় যুধিষ্ঠির বর্মণকে প্রধান করে নয়জনের নামসহ অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
বাদী প্রেমানন্দ রায় বলেন, ‘নৌকার কর্মী হওয়ায় দীর্ঘ ৮০ থেকে ৯০ বছরের রাস্তাটি নৌকাবিরোধীরা কেটে দিয়ে আমাদের জিম্মি করেছে। তাঁদের কথায় না চললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।’
অপরদিকে যুধিষ্ঠিরের ছেলে অভিযুক্ত কার্তিক চন্দ্র বর্মণ বলেন, ‘ওই রাস্তাটি কেটে দিয়ে জমি ঠিক করেছি।’ রাস্তা কাটার বিষয়টি নির্বাচনী প্রতিহিংসা নয় বলেও দাবি করেন কার্তিক চন্দ্র বর্মণ।
কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাটের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী প্রার্থীর (নৌকা) সমর্থকের চলাচলের রাস্তা কেটে বেড়া দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর (ঘোড়া) সমর্থকের বিরুদ্ধে।
এ ঘটনায় গত শুক্রবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত প্রেমানন্দ রায়। তবে রাস্তা কাটার বিষয়টি নির্বাচনী প্রতিহিংসা নয় বলে দাবি করেছেন অভিযুক্ত কার্তিক চন্দ্র বর্মণ।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাস্তা কেটে ফেলার ঘটনা ঘটে। আর গত ২৮ নভেম্বর চলবলা ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার দলবল নিয়ে রাস্তাটি কেটে ফেলেন কার্তিক। খবর পেয়ে ছুটে এসে কাটতে নিষেধ করায় প্রতিপক্ষের লোকজন ধাওয়া দেন প্রেমানন্দকে। রাস্তাটি কেটে বেড়া দিয়ে ঘিরে চাষাবাদের জন্য প্রস্তুতের চেষ্টা করছেন যুধিষ্ঠির ও তাঁর ছেলেরা। এ ঘটনায় প্রেমানন্দ বাদী হয়ে কালীগঞ্জ থানায় যুধিষ্ঠির বর্মণকে প্রধান করে নয়জনের নামসহ অজ্ঞাত আরও ৮০ থেকে ৯০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।
বাদী প্রেমানন্দ রায় বলেন, ‘নৌকার কর্মী হওয়ায় দীর্ঘ ৮০ থেকে ৯০ বছরের রাস্তাটি নৌকাবিরোধীরা কেটে দিয়ে আমাদের জিম্মি করেছে। তাঁদের কথায় না চললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে।’
অপরদিকে যুধিষ্ঠিরের ছেলে অভিযুক্ত কার্তিক চন্দ্র বর্মণ বলেন, ‘ওই রাস্তাটি কেটে দিয়ে জমি ঠিক করেছি।’ রাস্তা কাটার বিষয়টি নির্বাচনী প্রতিহিংসা নয় বলেও দাবি করেন কার্তিক চন্দ্র বর্মণ।
কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে