নকলা (শেরপুর) প্রতিনিধি
নিখোঁজ বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু বীণা আক্তারকে (৮) পরিবারের কাছে হস্তান্তর করেছে শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ। গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বীণার বাড়ি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে বীণা বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপর থেকে পথচারী ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে বীণার মা-বাবা খুঁজতে খুঁজতে দুপুরে জামালপুর জেলা শহরের আদালত পাড়ায় পৌঁছায়। সেখানে উপস্থিত লোকজনকে বীণার ছবি দেখালে তাঁরা জানায় একজন পাগলের সঙ্গে এমন একটি মেয়েকে দেখা গেছে। পরে বুধবার সকালে বীণার মা-বাবা তাকে খুঁজতে নয়ননগর দরবার শরিফে গিয়ে জামানকে (৬২) পায় এবং বীণার সন্ধান দাবি করেন। এ সময় জামান জানায় মেয়েটির মা-বাবাকে খুঁজে বের করে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য রাতে তিনি নকলা পৌরশহরে গিয়েছিলেন; কিন্তু রাতে জালালপুর ব্র্যাক অফিসের সামনে মেয়েটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে তাকে আর পাওয়া যায়নি। পরে বীণার মা-বাবা দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জামানকে ধরে নকলা থানায় সোপর্দ করে বিস্তারিত পুলিশকে জানায়। পরে নকলা থানা-পুলিশ এই মর্মে একটি সাধারণ ডায়েরি করে জামানকে জামালপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
শুক্রবার রাতে প্রতিবন্ধী ওই শিশুকে নালিতাবাড়ী শহরে ঘোরাঘুরি করতে দেখে তাঁর বাবা আনোয়ার হোসেন ও নালিতাবাড়ী থানার পুলিশকে জানায় এলাকাবাসী।
পরে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন ‘গত শুক্রবার রাতে পৌরশহরের কিছু লোক শিশু বীণাকে ঘোরাঘুরি করতে দেখে আমাদের জানায়। ওই রাতেই তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
নিখোঁজ বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু বীণা আক্তারকে (৮) পরিবারের কাছে হস্তান্তর করেছে শেরপুরের নালিতাবাড়ী থানার পুলিশ। গত শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বীণার বাড়ি শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে। তাঁর বাবার নাম আনোয়ার হোসেন।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে বীণা বাড়ি থেকে নিখোঁজ হয়। তারপর থেকে পথচারী ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে বীণার মা-বাবা খুঁজতে খুঁজতে দুপুরে জামালপুর জেলা শহরের আদালত পাড়ায় পৌঁছায়। সেখানে উপস্থিত লোকজনকে বীণার ছবি দেখালে তাঁরা জানায় একজন পাগলের সঙ্গে এমন একটি মেয়েকে দেখা গেছে। পরে বুধবার সকালে বীণার মা-বাবা তাকে খুঁজতে নয়ননগর দরবার শরিফে গিয়ে জামানকে (৬২) পায় এবং বীণার সন্ধান দাবি করেন। এ সময় জামান জানায় মেয়েটির মা-বাবাকে খুঁজে বের করে তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য রাতে তিনি নকলা পৌরশহরে গিয়েছিলেন; কিন্তু রাতে জালালপুর ব্র্যাক অফিসের সামনে মেয়েটিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে তাকে আর পাওয়া যায়নি। পরে বীণার মা-বাবা দুপুরের দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জামানকে ধরে নকলা থানায় সোপর্দ করে বিস্তারিত পুলিশকে জানায়। পরে নকলা থানা-পুলিশ এই মর্মে একটি সাধারণ ডায়েরি করে জামানকে জামালপুর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
শুক্রবার রাতে প্রতিবন্ধী ওই শিশুকে নালিতাবাড়ী শহরে ঘোরাঘুরি করতে দেখে তাঁর বাবা আনোয়ার হোসেন ও নালিতাবাড়ী থানার পুলিশকে জানায় এলাকাবাসী।
পরে নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন ‘গত শুক্রবার রাতে পৌরশহরের কিছু লোক শিশু বীণাকে ঘোরাঘুরি করতে দেখে আমাদের জানায়। ওই রাতেই তাকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে