বিএনপির নেতৃত্বে ফের শাহ আলম ও দীপন

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০৯: ০৫
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ১৩

রাঙামাটি জেলা বিএনপির কমিটিতে ফের মো. শাহ আলম সভাপতি ও দীপন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০১৫ সালের সম্মেলনে তাঁরা এই পদে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম শাকিল।

গতকাল শনিবার রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গতকাল বিকেলে নির্বাচনের মাধ্যমে কমিটির নেতৃত্ব নির্ধারিত হয়। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু নাসের নির্বাচনী ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে শাহ আলমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো। মোট ১৪৫ ভোটের মধ্যে ৮৯ ভোট পান শাহ আলম। এদিকে ভোটগ্রহণের আগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, অ্যাডভোকেট মামুনুর রশীদ মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হন সাবেক সাধারণ সম্পাদক দীপন তালুকদার।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। এদের মধ্যে ১০৫ ভোটে বিজয়ী হন বর্তমান যুবদলের সভাপতি সাইফুল ইসলাম। অন্য দুই প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরি ২১ ও মোর্শেদ আলম ১৫ ভোট পান।

এদিকে শাহ আলমের সভাপতিত্বে সকালে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনর রশিদ, রাঙামাটি সংসদীয় আসনের সাবেক সদস্য মনি স্বপন দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ না খেয়ে আছে বলে মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশের অন্যায় অবিচার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামে অন্যায় অবিচার চলছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে অন্যায় অবিচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন একটি মামলা দেওয়া হয়।’

সম্মেলন সংগঠিত হওয়ার মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন জোরদার করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান দুদু। এ ছাড়া যুক্তরাজ্যে থাকা তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে, দেশে মুক্তিযুদ্ধ হতো না। দেশ স্বাধীন হতো না। বেগম জিয়া ৯ বছর আন্দোলন না করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। কিন্তু সেই বেগম জিয়ার সঙ্গে কী অন্যায় যে করছে সরকার!’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত