গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়া উপজেলায় নির্মাণসামগ্রী ফুটপাত ও প্রধান সড়কে রেখে প্রায় ১০ মাস ধরে চলছে বহুতল ভবন নির্মাণ। এ সুযোগকে কাজে লাগিয়ে পাশের ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে তাঁদের দোকানের পণ্য সাজিয়ে রেখেছেন। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমনই অবস্থা হয়েছে গঙ্গাচড়া বাজারের গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে। ভোগান্তি লাঘবে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গঙ্গাচড়া-বড়াইবাড়ী এই উপজেলার ব্যস্ততম সড়ক। প্রতিদিন মাইক্রোবাস, প্রাইভেট কার, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলে সড়কটি এমনিতেই যানজটপূর্ণ থাকে। এখন বাজার এলাকায় পথচারীদেরও সড়কে নেমে আসতে হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। উপজেলা ভূমি কার্যালয়ের অদূরেই সম্পূর্ণ ফুটপাতসহ সড়কের কিছু অংশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। যা রয়েছে প্রায় ১০ মাস ধরে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক বেলায়েত হোসেন এসব সামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ভবনের সঙ্গেই রয়েছে ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান মেসার্স আহসান ট্রেডার্স। এ দোকানের মালামালও অনেক সময় ফুটপাত দখল করে রাখা হয়।
কথা হয় পথচারী আবদুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে বাইসাইকেল চালিয়ে যাতায়াত করি। গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। এ সড়কের পশ্চিম পাশের ফুটপাতে ব্যবসায়ীদের সর্বদাই মালামাল রেখে দখলে নিয়ে ব্যবসা করতে দেখা যায়।’
আবদুল লতিফ জানান, ফুটপাত দখলের কারণে কেবল পথচারীদেরই নয়, যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটে ছোটবড় দুর্ঘটনা। ফুটপাত দখলমুক্ত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন ভবনের মালিক বেলায়েত হোসেন বলেন, অল্প দিনের মধ্যেই ভবনের নির্মাণকাজ শেষ হবে। তখন ফুটপাত ও রাস্তায় কোনো সামগ্রী থাকবে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘আমি নতুন এসেছি। তবুও অতি দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে।’
গঙ্গাচড়া উপজেলায় নির্মাণসামগ্রী ফুটপাত ও প্রধান সড়কে রেখে প্রায় ১০ মাস ধরে চলছে বহুতল ভবন নির্মাণ। এ সুযোগকে কাজে লাগিয়ে পাশের ব্যবসায়ীরাও ফুটপাত দখল করে তাঁদের দোকানের পণ্য সাজিয়ে রেখেছেন। ফলে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলসহ পথচারীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এমনই অবস্থা হয়েছে গঙ্গাচড়া বাজারের গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে। ভোগান্তি লাঘবে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গঙ্গাচড়া-বড়াইবাড়ী এই উপজেলার ব্যস্ততম সড়ক। প্রতিদিন মাইক্রোবাস, প্রাইভেট কার, রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলে সড়কটি এমনিতেই যানজটপূর্ণ থাকে। এখন বাজার এলাকায় পথচারীদেরও সড়কে নেমে আসতে হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না। উপজেলা ভূমি কার্যালয়ের অদূরেই সম্পূর্ণ ফুটপাতসহ সড়কের কিছু অংশ দখল করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। যা রয়েছে প্রায় ১০ মাস ধরে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গঙ্গাচড়া মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক বেলায়েত হোসেন এসব সামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ভবনের সঙ্গেই রয়েছে ঢেউটিন, রড ও সিমেন্টের দোকান মেসার্স আহসান ট্রেডার্স। এ দোকানের মালামালও অনেক সময় ফুটপাত দখল করে রাখা হয়।
কথা হয় পথচারী আবদুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে বাইসাইকেল চালিয়ে যাতায়াত করি। গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার। এ সড়কের পশ্চিম পাশের ফুটপাতে ব্যবসায়ীদের সর্বদাই মালামাল রেখে দখলে নিয়ে ব্যবসা করতে দেখা যায়।’
আবদুল লতিফ জানান, ফুটপাত দখলের কারণে কেবল পথচারীদেরই নয়, যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রায় প্রতিদিনই ঘটে ছোটবড় দুর্ঘটনা। ফুটপাত দখলমুক্ত করতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ফুটপাতে নির্মাণসামগ্রী রাখার বিষয়ে জানতে চাইলে নির্মাণাধীন ভবনের মালিক বেলায়েত হোসেন বলেন, অল্প দিনের মধ্যেই ভবনের নির্মাণকাজ শেষ হবে। তখন ফুটপাত ও রাস্তায় কোনো সামগ্রী থাকবে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা বলেন, ‘আমি নতুন এসেছি। তবুও অতি দ্রুত ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে