চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ বন্দর দিয়ে পণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজস্ব আদায়। সবচেয়ে বেশি আমদানি হয়েছে পাথর, গম, চাল, পেঁয়াজ, শুঁটকি, ফল ও টমেটো। ফলে এই শুল্কস্টেশনে পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩২ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।
সোনামসজিদ শুল্কস্টেশন সূত্রে জানা গেছে, শতভাগ ই-পেমেন্ট বাস্তবায়ন, বিকম সফটওয়্যার ব্যবহার, স্টেকহোল্ডারদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ও রাজস্ব ফাঁকি রোধে মনিটরিং বৃদ্ধি করার ফলে প্রতিনিয়ত এই স্টেশনের রাজস্ব আদায় বাড়ছে। গত নভেম্বর মাসে এ স্টেশনে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আর গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে প্রায় ৪১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়। আমদানি-রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হবে বলে মনে করছেন স্টেশনসংশ্লিষ্টরা।
সোনামসজিদ শুল্কস্টেশনের সূত্রমতে, এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর, ভুট্টা, ভুসি, চিড়া, কিছু মেশিনারিজ, পোলট্রি ফিড, ফ্লাইঅ্যাশ ও পেঁয়াজসহ মৌসুমি ফল যেমন কমলা, আঙুরসহ বিভিন্ন ফল আমদানি হয়। অন্যদিকে নেট মশারি, পাটের ব্যাগ, পাটের দড়ি, রাইসব্রান অয়েল ও কিছু গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হচ্ছে। তবে এই বন্দর দিয়ে শতভাগের প্রায় ৬৪ শতাংশই পাথর আমদানি করা হয়। ফলে পাথর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হচ্ছে।
সোনামসজিদ শুল্কস্টেশনের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সঙ্গে বেড়েছে রাজস্ব আয়। সর্বশেষ নভেম্বর মাসে রাজশাহী ভ্যাট কমিশনারেটের আওতাধীন এই শুল্কস্টেশনে লক্ষ্যমাত্রার তুলনায় ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। শুধু এই মাসে আয় বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। নভেম্বর মাসে এই স্টেশনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৭৩ কোটি ৪ লাখ টাকা, যার বিপরীতে আদায় হয়েছে প্রায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা। আবার চলতি অর্থবছরের নভেম্বর মাসে গত অর্থবছরের নভেম্বরের তুলনায়
প্রায় ৪১ কোটি ৩৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়। অর্থাৎ শুধু নভেম্বর মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১১১ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
হিসাবে আরও দেখা গেছে, চলতি অর্থবছরের অক্টোবর মাসে গত অর্থবছরের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ২৬ লাখ টাকা বেশি আদায় হয়েছে। সেপ্টেম্বর মাসে গত অর্থবছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৪১ কোটি ৮০ লাখ টাকা বেশি আদায় হয়। এ ছাড়া গত বছরের আগস্টের তুলনায় এ বছর আগস্ট মাসে প্রায় ৩০ কোটি ৬৩ লাখ টাকা বেশি আদায় হয়েছে। চলতি বছরের জুলাইয়ে গত বছরের জুলাইয়ের তুলনায় প্রায় ৯৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ২৮১ কোটি ৬২ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩২ কোটি টাকা বেশি।
এ বিষয়ে সোনামসজিদ স্থল শুল্কস্টেশনের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, তাঁরা রাজস্ব আহরণ বাড়ানোর চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে কমিশনারের নির্দেশক্রমে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে রাজস্ব আদায় বিগত বছরের তুলনায় বেড়েছে। এরই মধ্যে শতভাগ ই-পেমেন্ট নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে নতুন গতিতে এগিয়ে চলেছে।
উপকমিশনার আরও বলেন, ‘রাজস্ব ফাঁকি রোধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। এ জন্য একটি টিম নিয়মিত কঠোর পরিশ্রম করছে। তার ফলও আমরা পাচ্ছি।’
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ বন্দর দিয়ে পণ্য আমদানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজস্ব আদায়। সবচেয়ে বেশি আমদানি হয়েছে পাথর, গম, চাল, পেঁয়াজ, শুঁটকি, ফল ও টমেটো। ফলে এই শুল্কস্টেশনে পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩২ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে।
সোনামসজিদ শুল্কস্টেশন সূত্রে জানা গেছে, শতভাগ ই-পেমেন্ট বাস্তবায়ন, বিকম সফটওয়্যার ব্যবহার, স্টেকহোল্ডারদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ও রাজস্ব ফাঁকি রোধে মনিটরিং বৃদ্ধি করার ফলে প্রতিনিয়ত এই স্টেশনের রাজস্ব আদায় বাড়ছে। গত নভেম্বর মাসে এ স্টেশনে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। আর গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে প্রায় ৪১ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়। আমদানি-রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হবে বলে মনে করছেন স্টেশনসংশ্লিষ্টরা।
সোনামসজিদ শুল্কস্টেশনের সূত্রমতে, এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর, ভুট্টা, ভুসি, চিড়া, কিছু মেশিনারিজ, পোলট্রি ফিড, ফ্লাইঅ্যাশ ও পেঁয়াজসহ মৌসুমি ফল যেমন কমলা, আঙুরসহ বিভিন্ন ফল আমদানি হয়। অন্যদিকে নেট মশারি, পাটের ব্যাগ, পাটের দড়ি, রাইসব্রান অয়েল ও কিছু গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা হচ্ছে। তবে এই বন্দর দিয়ে শতভাগের প্রায় ৬৪ শতাংশই পাথর আমদানি করা হয়। ফলে পাথর থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হচ্ছে।
সোনামসজিদ শুল্কস্টেশনের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সঙ্গে বেড়েছে রাজস্ব আয়। সর্বশেষ নভেম্বর মাসে রাজশাহী ভ্যাট কমিশনারেটের আওতাধীন এই শুল্কস্টেশনে লক্ষ্যমাত্রার তুলনায় ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। শুধু এই মাসে আয় বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। নভেম্বর মাসে এই স্টেশনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৭৩ কোটি ৪ লাখ টাকা, যার বিপরীতে আদায় হয়েছে প্রায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা। আবার চলতি অর্থবছরের নভেম্বর মাসে গত অর্থবছরের নভেম্বরের তুলনায়
প্রায় ৪১ কোটি ৩৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়। অর্থাৎ শুধু নভেম্বর মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১১১ দশমিক ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
হিসাবে আরও দেখা গেছে, চলতি অর্থবছরের অক্টোবর মাসে গত অর্থবছরের অক্টোবরের তুলনায় প্রায় ১৭ কোটি ২৬ লাখ টাকা বেশি আদায় হয়েছে। সেপ্টেম্বর মাসে গত অর্থবছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৪১ কোটি ৮০ লাখ টাকা বেশি আদায় হয়। এ ছাড়া গত বছরের আগস্টের তুলনায় এ বছর আগস্ট মাসে প্রায় ৩০ কোটি ৬৩ লাখ টাকা বেশি আদায় হয়েছে। চলতি বছরের জুলাইয়ে গত বছরের জুলাইয়ের তুলনায় প্রায় ৯৬ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ২৮১ কোটি ৬২ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩২ কোটি টাকা বেশি।
এ বিষয়ে সোনামসজিদ স্থল শুল্কস্টেশনের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, তাঁরা রাজস্ব আহরণ বাড়ানোর চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে কমিশনারের নির্দেশক্রমে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে রাজস্ব আদায় বিগত বছরের তুলনায় বেড়েছে। এরই মধ্যে শতভাগ ই-পেমেন্ট নিশ্চিত করার মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে নতুন গতিতে এগিয়ে চলেছে।
উপকমিশনার আরও বলেন, ‘রাজস্ব ফাঁকি রোধে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। এ জন্য একটি টিম নিয়মিত কঠোর পরিশ্রম করছে। তার ফলও আমরা পাচ্ছি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৬ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
৯ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে