নৌকায় ভোট না দিতে হুমকি বিদ্রোহীর

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০৯: ০২
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪: ০৫

যশোরের মনিরামপুরের ভোজগাতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন নৌকা প্রতীকের প্রার্থী আছমাতুন্নাহা।

তিনি অভিযোগ করেছেন, তাঁর ইউপির দুই বিদ্রোহী প্রার্থী ভোটারদের বাড়িতে গিয়ে নৌকায় ভোট না দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এমনকি তাঁর কর্মী-সমর্থকদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেছেন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আছমাতুন্নাহার বলেন, ‘ভোজগাতীর বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম মোড়ল তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারে বাঁধা দিয়ে আসছেন।’

আছমাতুন্নাহার বলেন, ‘এমনকি আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের বলছেন, আমরা ওপরের সঙ্গে যোগাযোগ রেখেই নির্বাচনে দাঁড়িয়েছি। বহিষ্কারের বিষয়টি সাময়িক। ভোট হয়ে গেলে তা উঠে যাবে।’

নৌকার প্রার্থী আছমাতুন্নাহার আরও বলেন, ‘বিদ্রোহী ওই দুই প্রার্থী জামায়াত-বিএনপির সশস্ত্র ক্যাডারদের নিয়ে মহড়া দিচ্ছে। এমনকি বাহিরাগত সন্ত্রাসীদের ভাড়ায় এনে তাঁরা এলাকায় ভীতি ছড়াচ্ছেন। এতে ভোটারেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, অলিয়ার রহমান, আনিসুর রহমান, হানিফ খোকন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত