রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিক (৫৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে মো. ফারুক আলীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। আসামি মো. ফারুক আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মীর মাহবুব।
নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মো. ফিরোজ মিয়ার সঙ্গে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ছিল। শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুই পক্ষ বৈঠক করে। এতে কোনো সমঝোতা না হওয়ায় বৈঠক থেকে উঠে যায় প্রতিপক্ষ ফিরোজের লোকজন। পরদিন শনিবার খবর আসে, চাঁদপুর থেকে কয়েকজন আসছেন দেখা করার জন্য। পরে চেয়ারম্যানসহ কয়েকজন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছার পর সন্ত্রাসীরা পরপর ছয়টি গুলি করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে দ্রুত স্বামী হত্যার বিচার চাই।’
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন দলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক। এরই জেরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকাছাড়া ছিলেন ফিরোজসমর্থিত লোকজন। ২ ডিসেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ আপস মীমাংসার জন্য সালিসিতে বসেন। কিন্তু আপস না মেনে মিটিং ছেড়ে উঠে যান ফিরোজের লোকেরা। শনিবার বিকেলে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েকটি গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিক (৫৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে মো. ফারুক আলীকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। আসামি মো. ফারুক আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মীর মাহবুব।
নিহতের স্ত্রী মাহফুজা আক্তার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে মো. ফিরোজ মিয়ার সঙ্গে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমার স্বামীর সঙ্গে তাঁদের দ্বন্দ্ব ছিল। শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুই পক্ষ বৈঠক করে। এতে কোনো সমঝোতা না হওয়ায় বৈঠক থেকে উঠে যায় প্রতিপক্ষ ফিরোজের লোকজন। পরদিন শনিবার খবর আসে, চাঁদপুর থেকে কয়েকজন আসছেন দেখা করার জন্য। পরে চেয়ারম্যানসহ কয়েকজন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছার পর সন্ত্রাসীরা পরপর ছয়টি গুলি করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে দ্রুত স্বামী হত্যার বিচার চাই।’
উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছিলেন দলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক। এরই জেরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকাছাড়া ছিলেন ফিরোজসমর্থিত লোকজন। ২ ডিসেম্বর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ আপস মীমাংসার জন্য সালিসিতে বসেন। কিন্তু আপস না মেনে মিটিং ছেড়ে উঠে যান ফিরোজের লোকেরা। শনিবার বিকেলে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা কয়েকটি গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে