লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র ও নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর ও মামলা চলছেই। গত কদিন ধরেই এসব হাঙ্গামা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে দুই চেয়ারম্যান প্রার্থী সদরের চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরপাড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলায় ও পরে একই এলাকায় নৌকার সমর্থকদের ওপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল আলম বাবুল ও নৌকার প্রার্থী নুরুল মোরছলিন পরস্পরকে দায়ী করেছেন।
গতকাল শুক্রবার সকালে বশিকপুর ইউপির পোদ্দার বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনী অফিসে তালা দেয় নৌকার প্রার্থী আবুল কাশেম জিহাদীর লোকজন। পরে পুলিশ গিয়ে নির্বাচনী কার্যালয় খুলে দেয়। আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নৌকার প্রার্থী কাশেম জিহাদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ উদ্দিন। ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে একই উপজেলার পার্বতীনগর ইউপির নৌকার প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকি, ভয়ভীতিসহ নানা অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান নিজ ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।
এ ছাড়া ভবানীগঞ্জে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ওপর হামলার ঘটনায় ওই ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র সাতজন প্রার্থীসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের প্রার্থী বাদল।
গত বৃহস্পতিবার রাতে বাদল বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। গত বুধবার রাতে ভবানীগঞ্জ ইউপির সামনে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে ভবানীগঞ্জে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম রনির লোকজন।
তা ছাড়া উত্তর হামছাদী, দত্তপাড়া, উত্তর জয়পুর, কুশাখালী, দিঘলী, চরশাহী, শাকচর, টুমচরসহ প্রতিটি ইউপিতে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে বেশ কয়েকজনকে জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার (এসপি) ড. এএইচ এম কামরুজ্জামান বলন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। যে অপরাধ করবে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, মানুষ যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে প্রতিটি ইউপিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন।
লক্ষ্মীপুর সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র ও নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর ও মামলা চলছেই। গত কদিন ধরেই এসব হাঙ্গামা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে দুই চেয়ারম্যান প্রার্থী সদরের চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা করেছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরপাড়া ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলায় ও পরে একই এলাকায় নৌকার সমর্থকদের ওপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল আলম বাবুল ও নৌকার প্রার্থী নুরুল মোরছলিন পরস্পরকে দায়ী করেছেন।
গতকাল শুক্রবার সকালে বশিকপুর ইউপির পোদ্দার বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনী অফিসে তালা দেয় নৌকার প্রার্থী আবুল কাশেম জিহাদীর লোকজন। পরে পুলিশ গিয়ে নির্বাচনী কার্যালয় খুলে দেয়। আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নৌকার প্রার্থী কাশেম জিহাদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. সালেহ উদ্দিন। ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে একই উপজেলার পার্বতীনগর ইউপির নৌকার প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকি, ভয়ভীতিসহ নানা অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান নিজ ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।
এ ছাড়া ভবানীগঞ্জে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ওপর হামলার ঘটনায় ওই ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র সাতজন প্রার্থীসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের প্রার্থী বাদল।
গত বৃহস্পতিবার রাতে বাদল বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। গত বুধবার রাতে ভবানীগঞ্জ ইউপির সামনে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে ভবানীগঞ্জে বিক্ষোভ করেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম রনির লোকজন।
তা ছাড়া উত্তর হামছাদী, দত্তপাড়া, উত্তর জয়পুর, কুশাখালী, দিঘলী, চরশাহী, শাকচর, টুমচরসহ প্রতিটি ইউপিতে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে বেশ কয়েকজনকে জরিমানা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার (এসপি) ড. এএইচ এম কামরুজ্জামান বলন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। যে অপরাধ করবে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, মানুষ যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে প্রতিটি ইউপিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে