তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা পড়ছে। এতে বেশি শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানায়, এক মাস ধরে উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে দিন দিন এ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। কয়েক দিন ধরে ১৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। তিন সপ্তাহ ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
জানা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোর পর্যন্ত শিশির এবং সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় ঢেকে থাকে তেঁতুলিয়া উপজেলা। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় এ অঞ্চলের মানুষ গরম কাপড় পরছেন। এ কারণে অনেকে কাজে যেতেও দেরি করছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক রেজাউল করিম বলেন, কয়েক দিন ধরে শীত নেমে যাওয়ায় আগের ভ্যানে যাত্রী পাই না। শীতের কারণে সকালে ও সন্ধ্যার পর বাজারে মানুষ কম আসে তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার বসে থাকতে হয়।
একই কথা জানান ভজনপুরের পাথর শ্রমিক হাজেরা বেগম। তিনি বলেন, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। আমি গরিব মানুষ কাজ করে সংসার চালাই। এখনো শীতের কাপড় সংগ্রহ করতে পারিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।’ তবে তাপমাত্রা দিন দিন আরও হ্রাস পাবে বলে জানান এই কর্মকর্তা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা পড়ছে। এতে বেশি শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
গতকাল বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস জানায়, এক মাস ধরে উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাসের কারণে দিন দিন এ উপজেলায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে। কয়েক দিন ধরে ১৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। তিন সপ্তাহ ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
জানা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল হাওয়া বইতে শুরু করে। ভোর পর্যন্ত শিশির এবং সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় ঢেকে থাকে তেঁতুলিয়া উপজেলা। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় এ অঞ্চলের মানুষ গরম কাপড় পরছেন। এ কারণে অনেকে কাজে যেতেও দেরি করছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক রেজাউল করিম বলেন, কয়েক দিন ধরে শীত নেমে যাওয়ায় আগের ভ্যানে যাত্রী পাই না। শীতের কারণে সকালে ও সন্ধ্যার পর বাজারে মানুষ কম আসে তাই যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার বসে থাকতে হয়।
একই কথা জানান ভজনপুরের পাথর শ্রমিক হাজেরা বেগম। তিনি বলেন, শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছি না। আমি গরিব মানুষ কাজ করে সংসার চালাই। এখনো শীতের কাপড় সংগ্রহ করতে পারিনি।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।’ তবে তাপমাত্রা দিন দিন আরও হ্রাস পাবে বলে জানান এই কর্মকর্তা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে