রিমন রহমান, রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে দীর্ঘ সময় ভাতা পেয়েছেন। তবে পুনরায় যাচাই-বাছাই কমিটির সুপারিশ না পাওয়ায় রাজশাহী মহানগর এলাকার ১২৬ জনের ভাতা বন্ধ হয়ে গেছে। তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে গত মাসের ভাতা পাননি। বীর মুক্তিযোদ্ধারা এখন প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পান। গত রোববার সোনালী ব্যাংকের মাধ্যমে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা ভাতা পেয়েছেন। তবে ভাতা পাননি এই ১২৬ জন।
গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি স্বীকার করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেন, ‘বিষয়টা শুনলাম। ভাতা বন্ধ হওয়ার পর দু-একজন আমার কাছে এসেছিলেনও। কিন্তু এখানে তো আমার কিছু করার নেই। এটা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত।’
ভাতা বন্ধ হওয়া ১২৬ জনের মধ্যে আছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান। ২০০৬ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে তিনি নিয়মিত ভাতা পাচ্ছিলেন। ভাতা বন্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘যাচাই-বাছাই কমিটি সুপারিশ না করার পর আমি আপিল করেছি। সেই শুনানি এখনো হয়নি। এর মধ্যেই ভাতা বন্ধ করে দেওয়া হলো। এটা আমি আইনগতভাবেই দেখব।’
ভাতা বন্ধ হয়েছে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসারও। ১২৬ জনের মধ্যে রাজশাহীর সুপরিচিত অনেক মুখই আছেন। তাঁদের কেউ কেউ অত্যন্ত প্রভাবশালী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের মাঝেমধ্যেই ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংবর্ধনাও দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ আছে রাজশাহীর প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য ৩৩ ধরনের প্রমাণ প্রয়োজন। এর মধ্যে প্রয়োজন জামুকার সুপারিশও। কিন্তু বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হওয়া রাজশাহী মহানগরীর ৫৫২ জনের মধ্যে ১৬০ জনের বিষয়ে জামুকার সুপারিশ ছিল না। সে কারণে জামুকা গত বছর তাঁদের যাচাই-বাছাই করার উদ্যোগ নেয়। জামুকার নির্দেশনায় জেলা প্রশাসন একটি কমিটি করে এই ১৬০ জনকে নতুনভাবে যাচাই-বাছাই করে।
চার সদস্যের ওই যাচাই-বাছাই কমিটির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান। সদস্যসচিব ছিলেন তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও চৌধুরী এস মনিরুল ইসলাম সদস্য হিসেবে ছিলেন। গত বছরের শুরুতে এই কমিটি আপত্তি ওঠা ব্যক্তির জবানবন্দি নেয়। এ ছাড়া ওই ব্যক্তির পক্ষে কোনো সাক্ষী থাকলে তাঁরও সাক্ষ্য নেওয়া হয়।
এরপর গত বছরের ফেব্রুয়ারিতে কমিটি জামুকায় প্রতিবেদন পাঠায়। যাচাই-বাছাইয়ের আওতায় আসা মোট ১৬০ জনের মধ্যে ৩৪ জনকে সরাসরি বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট নিয়মিত করার জন্য সুপারিশ করে কমিটি। গেজেট নিয়মিতকরণের সুপারিশ থেকে বঞ্চিত হন ১২৬ জন। এই ১২৬ জনেরই ফেব্রুয়ারি মাস থেকে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হয়ে গেছে।
এই ১২৬ জন এত দিন যে ভাতা গ্রহণ করেছেন তা ফেরত নেওয়া হবে কি না, জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সরকার তাঁদের গেজেটভুক্ত করেছিল, সরকারই বাতিল করেছে। আমার কোনো সিদ্ধান্ত নেই। আমি এ বিষয়ে এখন কোনো কিছু বলতেও পারি না।’
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে দীর্ঘ সময় ভাতা পেয়েছেন। তবে পুনরায় যাচাই-বাছাই কমিটির সুপারিশ না পাওয়ায় রাজশাহী মহানগর এলাকার ১২৬ জনের ভাতা বন্ধ হয়ে গেছে। তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে গত মাসের ভাতা পাননি। বীর মুক্তিযোদ্ধারা এখন প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পান। গত রোববার সোনালী ব্যাংকের মাধ্যমে রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা ভাতা পেয়েছেন। তবে ভাতা পাননি এই ১২৬ জন।
গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি স্বীকার করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেন, ‘বিষয়টা শুনলাম। ভাতা বন্ধ হওয়ার পর দু-একজন আমার কাছে এসেছিলেনও। কিন্তু এখানে তো আমার কিছু করার নেই। এটা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের (জামুকা) সিদ্ধান্ত।’
ভাতা বন্ধ হওয়া ১২৬ জনের মধ্যে আছেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান। ২০০৬ সালে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়ে তিনি নিয়মিত ভাতা পাচ্ছিলেন। ভাতা বন্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘যাচাই-বাছাই কমিটি সুপারিশ না করার পর আমি আপিল করেছি। সেই শুনানি এখনো হয়নি। এর মধ্যেই ভাতা বন্ধ করে দেওয়া হলো। এটা আমি আইনগতভাবেই দেখব।’
ভাতা বন্ধ হয়েছে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসারও। ১২৬ জনের মধ্যে রাজশাহীর সুপরিচিত অনেক মুখই আছেন। তাঁদের কেউ কেউ অত্যন্ত প্রভাবশালী। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের মাঝেমধ্যেই ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংবর্ধনাও দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ আছে রাজশাহীর প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য ৩৩ ধরনের প্রমাণ প্রয়োজন। এর মধ্যে প্রয়োজন জামুকার সুপারিশও। কিন্তু বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হওয়া রাজশাহী মহানগরীর ৫৫২ জনের মধ্যে ১৬০ জনের বিষয়ে জামুকার সুপারিশ ছিল না। সে কারণে জামুকা গত বছর তাঁদের যাচাই-বাছাই করার উদ্যোগ নেয়। জামুকার নির্দেশনায় জেলা প্রশাসন একটি কমিটি করে এই ১৬০ জনকে নতুনভাবে যাচাই-বাছাই করে।
চার সদস্যের ওই যাচাই-বাছাই কমিটির সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান। সদস্যসচিব ছিলেন তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক। বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ও চৌধুরী এস মনিরুল ইসলাম সদস্য হিসেবে ছিলেন। গত বছরের শুরুতে এই কমিটি আপত্তি ওঠা ব্যক্তির জবানবন্দি নেয়। এ ছাড়া ওই ব্যক্তির পক্ষে কোনো সাক্ষী থাকলে তাঁরও সাক্ষ্য নেওয়া হয়।
এরপর গত বছরের ফেব্রুয়ারিতে কমিটি জামুকায় প্রতিবেদন পাঠায়। যাচাই-বাছাইয়ের আওতায় আসা মোট ১৬০ জনের মধ্যে ৩৪ জনকে সরাসরি বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট নিয়মিত করার জন্য সুপারিশ করে কমিটি। গেজেট নিয়মিতকরণের সুপারিশ থেকে বঞ্চিত হন ১২৬ জন। এই ১২৬ জনেরই ফেব্রুয়ারি মাস থেকে মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ হয়ে গেছে।
এই ১২৬ জন এত দিন যে ভাতা গ্রহণ করেছেন তা ফেরত নেওয়া হবে কি না, জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সরকার তাঁদের গেজেটভুক্ত করেছিল, সরকারই বাতিল করেছে। আমার কোনো সিদ্ধান্ত নেই। আমি এ বিষয়ে এখন কোনো কিছু বলতেও পারি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে