শিহাব আহমেদ
কাজ শেষ করেই জানাব নতুন সিনেমার খবর —মেজবাউর রহমান সুমন
২০২২ সালের জুলাইয়ে ‘হাওয়া’ দিয়ে নির্মাতা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের। ‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে মুক্তির আগেই ঝড় তোলে হাওয়া। মুক্তির পরে প্রেক্ষাগৃহে চলমান থাকে এই ঝড়। প্রথম সিনেমায় সাফল্য পাওয়ার পর এখন পর্যন্ত নতুন সিনেমার ঘোষণা দেননি সুমন। খোঁজ নিয়ে জানা গেল, নতুন সিনেমার কাজ শুরু করেছেন সুমন। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি। সুমন বলেন, ‘সিনেমা আমার কাছে একটা জার্নির মতো। সেই জার্নি শেষ করেই সবাইকে জানাতে চাই। আগে থেকে ঢাকঢোল পেটানোয় বিশ্বাস করি না আমি। দেড় বছর ধরেই নতুন সিনেমা নিয়ে কাজ করছি। কাজটি শেষ করেই জানাতে চাই কী বানিয়েছি, কাকে নিয়ে বানিয়েছি। হাওয়ার বেলায়ও তা-ই করেছিলাম। পুরো কাজ শেষ করেই সিনেমা নিয়ে কথা বলেছিলাম।’
মুক্তমনা একজন প্রযোজক খুঁজছি —তপু খান
অর্ধযুগের বেশি সময় ছোট পর্দায় হাত পাকিয়ে গত রোজার ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’ দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় তপু খানের। পরের সিনেমায়ও দর্শকের চাহিদা অনুযায়ী গল্প দেখাতে চান তিনি। সেভাবেই প্রস্তুত হচ্ছেন তিনি। তপু খান বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে সফল হয়েছি। কিন্তু একজন শিল্পী সব সময়ই আরও ভালো করতে চান। সেই চাওয়া থেকেই নতুন সিনেমার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। যে গল্পটি নিয়ে নতুন সিনেমা বানাতে চাই, তার প্রযোজকের সন্ধান এখনো পাইনি। মুক্তমনা একজন প্রযোজক খুঁজছি। আমি চাই দর্শকের চাহিদা অনুযায়ী আমার ও প্রযোজকের দর্শন মিলিয়ে সিনেমা নির্মাণ করতে।’
চিত্রনাট্য অনুযায়ী বর্ষার অপেক্ষায় আছি —মাহমুদ দিদার
প্রথম সিনেমাতেই বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য সার্কাস ও মহান মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেছেন মাহমুদ দিদার। ‘বিউটি সার্কাস’-এর পর নিজের দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। মাহমুদ দিদার বলেন, ‘প্রথমবার যেসব জটিলতা তৈরি হয়েছিল তা যেন দ্বিতীয়বার না হয় সে জন্য এক ধরনের প্রস্তুতি আছে। গল্প অনুযায়ী বাজেটের বিষয়টি নিয়েও ভাবতে হয়। কাজ শুরু করে যেন বলতে না হয়, অর্থসংকটে শেষ করতে পারছি না। এসব কারণে কিছুটা দেরি হয়েছে সত্যি, তবে দ্বিতীয় সিনেমার কাজ শুরু করে দিয়েছি। নতুন যে চিত্রনাট্য নিয়ে কাজ করছি সেই অনুযায়ী ঘোর বর্ষায় শুটিং করতে হবে। তাই বর্ষার অপেক্ষায় আছি। আশা করছি জুন-জুলাইয়ে শুটিং শুরু করতে পারব। সিনেমার নাম ‘নাফ’। আগামী বছর দর্শকদের দেখানোর পরিকল্পনা আছে।’
গল্প ও চিত্রনাট্যে আমাকে সন্তষ্ট হতে হবে —হৃদি হক
আগে মঞ্চ ও টিভিনাটকের নির্দেশনা দিলেও গত বছর হৃদি হক শুরু করলেন চলচ্চিত্র পরিচালনা। তাঁর পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’-এর প্রদর্শনী এখনো চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। তাই নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা শুরু করা যায়নি। হৃদি হক বলেন, ‘ধারাবাহিকভাবেই সিনেমা নির্মাণ করে যাব। এখনো ১৯৭১: সেই সব দিন সিনেমাটি আমেরিকায় চলছে। বিভিন্ন উৎসবে যাচ্ছে। ঢাকার বাইরে যেসব জেলায় দেখানো সম্ভব হয়নি, নির্বাচনের পর সেখানে প্রদর্শনীর পরিকল্পনা আছে। নতুন সিনেমার কাজ শুরু করব, তবে কোন বিষয় নিয়ে পরবর্তী সিনেমা হবে তা এখনো ঠিক করিনি। তবে এটা নিশ্চিত, যে গল্প নিয়ে কাজ করব প্রথমে সেই গল্প ও চিত্রনাট্যে আমাকে সন্তষ্ট হতে হবে। আমি যেহেতু থিয়েটারে যুক্ত আছি, তাই সেখানেও সময় দেওয়ার বিষয় আছে। প্রতিটা কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে এগোতে চাই।’
নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে —এম রাহিম
সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর ২০২২ সালের রোজার ঈদে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালকের চেয়ারে বসেন এম রাহিম। প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। পরের সিনেমায় আরও ভালো কিছু দিতে চান। চিত্রনাট্যের কাজ শুরু করেছেন, দেরি হয়েছে বাজেটের জন্য। রাহিম বলেন, ‘গল্প ও বাজেটের সমন্বয় করতেই বিলম্ব হলো। শান মুক্তির পর আমার প্রতি দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। তাড়াহুড়ো করে সেই প্রত্যাশাটা নষ্ট করতে চাই না। এমন সিনেমাই উপহার দিতে চাই, যেন আমার প্রতি সবার আস্থাটা আরও দৃঢ় হয়। নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন সাদ
২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল শাখায় নির্বাচিত হয় ‘রেহানা মরিয়ম নূর’। প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’ হলেও রেহানা মরিয়ম নূরের এমন অর্জনে ব্যপক পরিচিতি পান নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। দেশের হলে মুক্তির পরেও প্রশংসিত হয় সিনেমাটি। এ সিনেমা দিয়েই নতুন করে আলোচনায় আসেন আজমেরি হক বাঁধন। রেহেনা মুক্তির পর থেকেই অনেকটা আড়ালে এই নির্মাতা। সিনেমাসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা যায় না তাঁকে। আসেনি নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আড়ালে থেকেই নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন সাদ। এ বছরেই শুরু করবেন শুটিং। রেহানার মতো এবারও পুরো সিনেমার কাজ শেষে খবর জানাবেন এই পরিচালক।
কাজ শেষ করেই জানাব নতুন সিনেমার খবর —মেজবাউর রহমান সুমন
২০২২ সালের জুলাইয়ে ‘হাওয়া’ দিয়ে নির্মাতা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের। ‘সাদা সাদা কালা কালা’ গান দিয়ে মুক্তির আগেই ঝড় তোলে হাওয়া। মুক্তির পরে প্রেক্ষাগৃহে চলমান থাকে এই ঝড়। প্রথম সিনেমায় সাফল্য পাওয়ার পর এখন পর্যন্ত নতুন সিনেমার ঘোষণা দেননি সুমন। খোঁজ নিয়ে জানা গেল, নতুন সিনেমার কাজ শুরু করেছেন সুমন। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চান না তিনি। সুমন বলেন, ‘সিনেমা আমার কাছে একটা জার্নির মতো। সেই জার্নি শেষ করেই সবাইকে জানাতে চাই। আগে থেকে ঢাকঢোল পেটানোয় বিশ্বাস করি না আমি। দেড় বছর ধরেই নতুন সিনেমা নিয়ে কাজ করছি। কাজটি শেষ করেই জানাতে চাই কী বানিয়েছি, কাকে নিয়ে বানিয়েছি। হাওয়ার বেলায়ও তা-ই করেছিলাম। পুরো কাজ শেষ করেই সিনেমা নিয়ে কথা বলেছিলাম।’
মুক্তমনা একজন প্রযোজক খুঁজছি —তপু খান
অর্ধযুগের বেশি সময় ছোট পর্দায় হাত পাকিয়ে গত রোজার ঈদে ‘লিডার: আমিই বাংলাদেশ’ দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয় তপু খানের। পরের সিনেমায়ও দর্শকের চাহিদা অনুযায়ী গল্প দেখাতে চান তিনি। সেভাবেই প্রস্তুত হচ্ছেন তিনি। তপু খান বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে সফল হয়েছি। কিন্তু একজন শিল্পী সব সময়ই আরও ভালো করতে চান। সেই চাওয়া থেকেই নতুন সিনেমার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। যে গল্পটি নিয়ে নতুন সিনেমা বানাতে চাই, তার প্রযোজকের সন্ধান এখনো পাইনি। মুক্তমনা একজন প্রযোজক খুঁজছি। আমি চাই দর্শকের চাহিদা অনুযায়ী আমার ও প্রযোজকের দর্শন মিলিয়ে সিনেমা নির্মাণ করতে।’
চিত্রনাট্য অনুযায়ী বর্ষার অপেক্ষায় আছি —মাহমুদ দিদার
প্রথম সিনেমাতেই বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য সার্কাস ও মহান মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেছেন মাহমুদ দিদার। ‘বিউটি সার্কাস’-এর পর নিজের দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা। মাহমুদ দিদার বলেন, ‘প্রথমবার যেসব জটিলতা তৈরি হয়েছিল তা যেন দ্বিতীয়বার না হয় সে জন্য এক ধরনের প্রস্তুতি আছে। গল্প অনুযায়ী বাজেটের বিষয়টি নিয়েও ভাবতে হয়। কাজ শুরু করে যেন বলতে না হয়, অর্থসংকটে শেষ করতে পারছি না। এসব কারণে কিছুটা দেরি হয়েছে সত্যি, তবে দ্বিতীয় সিনেমার কাজ শুরু করে দিয়েছি। নতুন যে চিত্রনাট্য নিয়ে কাজ করছি সেই অনুযায়ী ঘোর বর্ষায় শুটিং করতে হবে। তাই বর্ষার অপেক্ষায় আছি। আশা করছি জুন-জুলাইয়ে শুটিং শুরু করতে পারব। সিনেমার নাম ‘নাফ’। আগামী বছর দর্শকদের দেখানোর পরিকল্পনা আছে।’
গল্প ও চিত্রনাট্যে আমাকে সন্তষ্ট হতে হবে —হৃদি হক
আগে মঞ্চ ও টিভিনাটকের নির্দেশনা দিলেও গত বছর হৃদি হক শুরু করলেন চলচ্চিত্র পরিচালনা। তাঁর পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’-এর প্রদর্শনী এখনো চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। তাই নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা শুরু করা যায়নি। হৃদি হক বলেন, ‘ধারাবাহিকভাবেই সিনেমা নির্মাণ করে যাব। এখনো ১৯৭১: সেই সব দিন সিনেমাটি আমেরিকায় চলছে। বিভিন্ন উৎসবে যাচ্ছে। ঢাকার বাইরে যেসব জেলায় দেখানো সম্ভব হয়নি, নির্বাচনের পর সেখানে প্রদর্শনীর পরিকল্পনা আছে। নতুন সিনেমার কাজ শুরু করব, তবে কোন বিষয় নিয়ে পরবর্তী সিনেমা হবে তা এখনো ঠিক করিনি। তবে এটা নিশ্চিত, যে গল্প নিয়ে কাজ করব প্রথমে সেই গল্প ও চিত্রনাট্যে আমাকে সন্তষ্ট হতে হবে। আমি যেহেতু থিয়েটারে যুক্ত আছি, তাই সেখানেও সময় দেওয়ার বিষয় আছে। প্রতিটা কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ। সব ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে এগোতে চাই।’
নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে —এম রাহিম
সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর ২০২২ সালের রোজার ঈদে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালকের চেয়ারে বসেন এম রাহিম। প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। পরের সিনেমায় আরও ভালো কিছু দিতে চান। চিত্রনাট্যের কাজ শুরু করেছেন, দেরি হয়েছে বাজেটের জন্য। রাহিম বলেন, ‘গল্প ও বাজেটের সমন্বয় করতেই বিলম্ব হলো। শান মুক্তির পর আমার প্রতি দর্শকের প্রত্যাশা তৈরি হয়েছে। তাড়াহুড়ো করে সেই প্রত্যাশাটা নষ্ট করতে চাই না। এমন সিনেমাই উপহার দিতে চাই, যেন আমার প্রতি সবার আস্থাটা আরও দৃঢ় হয়। নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন সাদ
২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল শাখায় নির্বাচিত হয় ‘রেহানা মরিয়ম নূর’। প্রথম সিনেমা ‘লাইভ ফ্রম ঢাকা’ হলেও রেহানা মরিয়ম নূরের এমন অর্জনে ব্যপক পরিচিতি পান নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। দেশের হলে মুক্তির পরেও প্রশংসিত হয় সিনেমাটি। এ সিনেমা দিয়েই নতুন করে আলোচনায় আসেন আজমেরি হক বাঁধন। রেহেনা মুক্তির পর থেকেই অনেকটা আড়ালে এই নির্মাতা। সিনেমাসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা যায় না তাঁকে। আসেনি নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আড়ালে থেকেই নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন সাদ। এ বছরেই শুরু করবেন শুটিং। রেহানার মতো এবারও পুরো সিনেমার কাজ শেষে খবর জানাবেন এই পরিচালক।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে