মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও শিশু ওয়ার্ড রোগীদের অবস্থানের অনুপযোগী হয়ে উঠেছে। শৌচাগারে ব্যবহৃত নোংরা পানি উপচে ওয়ার্ডে প্রবেশ করছে। ওয়ার্ডের ২-৩টি শয্যার নিচ পর্যন্ত পানি গড়িয়ে এসেছে।
এক সপ্তাহ ধরে পুরুষ ওয়ার্ডে ঢুকছে এই নোংরা পানি। আর শিশু ওয়ার্ডে শৌচাগারের ময়লা ও পানি উপচে পড়ছে ২-৩ মাসেরও বেশি সময় ধরে। বাধ্য হয়েই এমন অবস্থায় রোগী ও তাঁদের স্বজনদের থাকতে হচ্ছে ওয়ার্ড দুটিতে।
দীর্ঘদিন রোগীরা এমন দুর্ভোগ পোহালেও সমস্যা সমাধানে কোনো ভূমিকা নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটি অভিযোগ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের। গতকাল বুধবার বিকেলে সরেজমিন হাসপাতালে গেলে রোগীদের অভিযোগের সত্যতা মেলে।
হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী তপু হাজরার মা মিনু হাজরা বলেন, ‘পাঁচ দিন ধরে ছেলেকে নিয়ে হাসপাতালে আছি। এখানে আসার পর থেকে দেখছি বাথরুমের পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে।’
একই ওয়ার্ডের রোগী আবুল কাশেম বলেন, ‘তিন দিন আগে হাসপাতালে আইছি। তখন থেকে দেখছি বাথরুমের পানি নিচের দিকে যাচ্ছে না। সব পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে। কেউ পরিষ্কার করছে না।’
রোগীদের অভিযোগ, পুরুষ ওয়ার্ডের দুটি শৌচাগারের মধ্যে একটি নষ্ট। গোসলের পানিও পাইপ দিয়ে নিচে যাচ্ছে না।
এ ওয়ার্ডে দায়িত্বরত আয়া অলোকা রানী বলেন, ‘টয়লেটের পানি পাইপ দিয়ে নিচে নামে না। আগেও এমন হচ্ছিল। আমরা ঠিক করেছি। এখন ৫-৬ দিন ধরে একই সমস্যা।’
হাসপাতালে শিশু ওয়ার্ডে দায়িত্বরত আয়া আনোয়ারা বেগম বলেন, ‘বহুদিন ধরে এ সমস্যা। ময়লার জন্য রোগীরা টয়লেট ও গোসলখানায় যেতে পারেন না।’
হাসপাতালের পুরুষ ওয়ার্ডে দায়িত্বরত সেবিকা ঝর্ণা খাতুন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অনুপ কুমার বসু বলেন, ‘একজন নার্স আমাকে বিষয়টি জানিয়েছেন। আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী নেই। পৌরসভার লোক এনে টয়লেট পরিষ্কার করাতে হবে।’
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও শিশু ওয়ার্ড রোগীদের অবস্থানের অনুপযোগী হয়ে উঠেছে। শৌচাগারে ব্যবহৃত নোংরা পানি উপচে ওয়ার্ডে প্রবেশ করছে। ওয়ার্ডের ২-৩টি শয্যার নিচ পর্যন্ত পানি গড়িয়ে এসেছে।
এক সপ্তাহ ধরে পুরুষ ওয়ার্ডে ঢুকছে এই নোংরা পানি। আর শিশু ওয়ার্ডে শৌচাগারের ময়লা ও পানি উপচে পড়ছে ২-৩ মাসেরও বেশি সময় ধরে। বাধ্য হয়েই এমন অবস্থায় রোগী ও তাঁদের স্বজনদের থাকতে হচ্ছে ওয়ার্ড দুটিতে।
দীর্ঘদিন রোগীরা এমন দুর্ভোগ পোহালেও সমস্যা সমাধানে কোনো ভূমিকা নিচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এমনটি অভিযোগ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের। গতকাল বুধবার বিকেলে সরেজমিন হাসপাতালে গেলে রোগীদের অভিযোগের সত্যতা মেলে।
হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী তপু হাজরার মা মিনু হাজরা বলেন, ‘পাঁচ দিন ধরে ছেলেকে নিয়ে হাসপাতালে আছি। এখানে আসার পর থেকে দেখছি বাথরুমের পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে।’
একই ওয়ার্ডের রোগী আবুল কাশেম বলেন, ‘তিন দিন আগে হাসপাতালে আইছি। তখন থেকে দেখছি বাথরুমের পানি নিচের দিকে যাচ্ছে না। সব পানি বাইরে ওয়ার্ডে চলে আসছে। কেউ পরিষ্কার করছে না।’
রোগীদের অভিযোগ, পুরুষ ওয়ার্ডের দুটি শৌচাগারের মধ্যে একটি নষ্ট। গোসলের পানিও পাইপ দিয়ে নিচে যাচ্ছে না।
এ ওয়ার্ডে দায়িত্বরত আয়া অলোকা রানী বলেন, ‘টয়লেটের পানি পাইপ দিয়ে নিচে নামে না। আগেও এমন হচ্ছিল। আমরা ঠিক করেছি। এখন ৫-৬ দিন ধরে একই সমস্যা।’
হাসপাতালে শিশু ওয়ার্ডে দায়িত্বরত আয়া আনোয়ারা বেগম বলেন, ‘বহুদিন ধরে এ সমস্যা। ময়লার জন্য রোগীরা টয়লেট ও গোসলখানায় যেতে পারেন না।’
হাসপাতালের পুরুষ ওয়ার্ডে দায়িত্বরত সেবিকা ঝর্ণা খাতুন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অনুপ কুমার বসু বলেন, ‘একজন নার্স আমাকে বিষয়টি জানিয়েছেন। আমাদের নিজস্ব পরিচ্ছন্ন কর্মী নেই। পৌরসভার লোক এনে টয়লেট পরিষ্কার করাতে হবে।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে