সিলেট সংবাদদাতা
নিজেকে যুক্তরাজ্যপ্রবাসী উল্লেখ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন শাকিল। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের পরে সেই নারীকে লন্ডনে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। সেই সম্পর্কের জের ধরে নারীদের ফুসলিয়ে মুঠোফোনে ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। এরপরই শুরু হয় তাঁর মূল প্রতারণা। সংগ্রহ করা এসব ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আদায় করাই তাঁর পেশা।
মো. শাকিল আহম্মেদ (৩০) নামে ওই ব্যক্তির বাড়ি বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি গ্রামে। তাঁর কাছে প্রতারিত হয়ে ২২ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) লিখিত অভিযোগ করেন এক নারী। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৯, সিলেট অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, অভিযোগকারীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকে অভিযুক্ত শাকিলের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে প্রতিনিয়ত ওই নারীর সঙ্গে অনলাইনে যোগাযোগ চলতে থাকে। পরে এই নারীকে শাকিল জানান যে, তিনি (শাকিল) পরিবারসহ লন্ডনে থাকেন। সেখানেই একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় শাকিল ওই নারীকে বিয়ের জন্য প্রস্তাব দেন এবং বিয়ের পরে লন্ডনে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।
কিছুদিন পর শাকিল ওই ওই নারীকে ফুসলিয়ে হোয়াটসঅ্যাপে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। কয়েক দিন পরে শাকিল ওই নারীর সঙ্গে কারণে-অকারণে খারাপ আচরণ শুরু করেন এবং তাঁর ছবিগুলো ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন।
অভিযুক্ত শাকিল বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা আদায় করেন। পরবর্তীতে আরও টাকার জন্য ওই নারীর মায়ের মোবাইলে সংগ্রহে থাকা ব্যক্তিগত ছবি পাঠিয়ে অর্থ দাবি করেন। তদন্তে র্যাব ঘটনার সত্যতা পেয়ে শাকিলকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সোমেন মজুমদার বলেন, অভিযুক্ত শাকিল দীর্ঘদিন ধরে অনেকের সঙ্গে একই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায় করে আসছেন। তাঁর বিরুদ্ধে আর আগে একই ধরনের অপরাধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাঁর মোবাইল ফোনের ডাটা বিশ্লেষণে ঘটনার সত্যতা পাওয়া যায়। মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধার করা আলামতসহ তাঁকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজেকে যুক্তরাজ্যপ্রবাসী উল্লেখ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন শাকিল। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের পরে সেই নারীকে লন্ডনে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। সেই সম্পর্কের জের ধরে নারীদের ফুসলিয়ে মুঠোফোনে ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। এরপরই শুরু হয় তাঁর মূল প্রতারণা। সংগ্রহ করা এসব ছবি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আদায় করাই তাঁর পেশা।
মো. শাকিল আহম্মেদ (৩০) নামে ওই ব্যক্তির বাড়ি বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি গ্রামে। তাঁর কাছে প্রতারিত হয়ে ২২ জানুয়ারি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) লিখিত অভিযোগ করেন এক নারী। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৯, সিলেট অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, অভিযোগকারীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকে অভিযুক্ত শাকিলের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে প্রতিনিয়ত ওই নারীর সঙ্গে অনলাইনে যোগাযোগ চলতে থাকে। পরে এই নারীকে শাকিল জানান যে, তিনি (শাকিল) পরিবারসহ লন্ডনে থাকেন। সেখানেই একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় শাকিল ওই নারীকে বিয়ের জন্য প্রস্তাব দেন এবং বিয়ের পরে লন্ডনে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন।
কিছুদিন পর শাকিল ওই ওই নারীকে ফুসলিয়ে হোয়াটসঅ্যাপে কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন। কয়েক দিন পরে শাকিল ওই নারীর সঙ্গে কারণে-অকারণে খারাপ আচরণ শুরু করেন এবং তাঁর ছবিগুলো ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন।
অভিযুক্ত শাকিল বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ২৭ হাজার টাকা আদায় করেন। পরবর্তীতে আরও টাকার জন্য ওই নারীর মায়ের মোবাইলে সংগ্রহে থাকা ব্যক্তিগত ছবি পাঠিয়ে অর্থ দাবি করেন। তদন্তে র্যাব ঘটনার সত্যতা পেয়ে শাকিলকে গ্রেপ্তার করে।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এএসপি সোমেন মজুমদার বলেন, অভিযুক্ত শাকিল দীর্ঘদিন ধরে অনেকের সঙ্গে একই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায় করে আসছেন। তাঁর বিরুদ্ধে আর আগে একই ধরনের অপরাধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাঁর মোবাইল ফোনের ডাটা বিশ্লেষণে ঘটনার সত্যতা পাওয়া যায়। মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধার করা আলামতসহ তাঁকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২৩ মিনিট আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১ ঘণ্টা আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগে