লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে মাড়াই করা আখের রস ও সিরাপ ফেলে দেওয়ার (ড্রেন আউট) অভিযোগ পাওয়া গেছে। কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে গত বুধবার বিকেলে পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াইকৃত আখের রস ফেলে দেওয়ার ঘটনা ঘটে।
কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে গত বুধবার বিকেলে শোকজ করা পাঁচ কর্মকর্তা হলেন ফ্যাক্টরি ম্যানেজার, ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যানেজার (উৎপাদন) ও দুজন ডেপুটি ম্যানেজার (উৎপাদন)। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। মিল সূত্রে জানা গেছে, ফ্যাক্টরির ফ্যান বোর্ডে ত্রুটি দেখা দেওয়ায় এবং স্টিম উৎপাদন বন্ধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে গত মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা আখমাড়াই বন্ধ রাখতে হয়। ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াই করা আখের রস ড্রেন আউট করা হয়। এর আগে চলতি মৌসুমের গত ৫ ও ৭ ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা করে মাড়াই বন্ধ থাকে। মিলে দৈনিক ১ হাজার ৬০০ মেট্রিক টন আখমাড়াই করে প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন রস ধারণের ক্ষমতা রয়েছে।
এ রস প্রক্রিয়াকরণে ১৩ থেকে ১৪ কেজি বাষ্প প্রয়োজন হয়। যথেষ্ট পরিমাণ বাষ্প না পাওয়া গেলে চিনির স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। মিলের শ্রমিকেরা জানান, মিল কর্তৃপক্ষের অবহেলায় গত বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াই করা আখের রস ফেলে দেওয়া হয়। এর আগে চলতি মৌসুমেই গত ৫ ও ৭ ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একইভাবে তরল চিনি ফেলে দেওয়া হয়। এতে মিলের প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করলে তাঁরা চাকরিচ্যুতির ভয় দেখান বলে অভিযোগ করেন তাঁরা।
মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি খন্দকার শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন বলেন, দুর্নীতিমুক্ত ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চিনিকলটিকে টিকিয়ে রাখতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। আখ না পাওয়ায় ৩০ জানুয়ারি মাড়াই মৌসুম সমাপ্ত হওয়ার কথা রয়েছে। আখ সংগ্রহ কমিটি থাকলেও প্রত্যক্ষভাবে তাদের কার্যক্রম চোখে পড়ে না। পরীক্ষাগারে ড্রেন আউট করা সিরাপ ও রসে চিনির উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। মিলের মহাব্যবস্থাপক (ফ্যাক্টরি) আনোয়ারুল ইসলাম বলেন, মিলের ক্রাশিং বন্ধ থাকলে বয়লার হিটারের ভেতর কাঠের প্লাগ চুইয়ে কিছু রস পড়তে পারে। এই রসের সঙ্গে কোনো চিনি থাকে না বলে দাবি করেন তিনি।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, মিলের যান্ত্রিক ত্রুটির কারণে গত মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা মাড়াই কার্যক্রম বন্ধ ছিল। এই ঘটনায় কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে মাড়াই করা আখের রস ও সিরাপ ফেলে দেওয়ার (ড্রেন আউট) অভিযোগ পাওয়া গেছে। কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে গত বুধবার বিকেলে পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, গত বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াইকৃত আখের রস ফেলে দেওয়ার ঘটনা ঘটে।
কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে গত বুধবার বিকেলে শোকজ করা পাঁচ কর্মকর্তা হলেন ফ্যাক্টরি ম্যানেজার, ডেপুটি চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ম্যানেজার (উৎপাদন) ও দুজন ডেপুটি ম্যানেজার (উৎপাদন)। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। মিল সূত্রে জানা গেছে, ফ্যাক্টরির ফ্যান বোর্ডে ত্রুটি দেখা দেওয়ায় এবং স্টিম উৎপাদন বন্ধ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ বন্ধ হওয়ার কারণে গত মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা আখমাড়াই বন্ধ রাখতে হয়। ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াই করা আখের রস ড্রেন আউট করা হয়। এর আগে চলতি মৌসুমের গত ৫ ও ৭ ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তিন ঘণ্টা করে মাড়াই বন্ধ থাকে। মিলে দৈনিক ১ হাজার ৬০০ মেট্রিক টন আখমাড়াই করে প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন রস ধারণের ক্ষমতা রয়েছে।
এ রস প্রক্রিয়াকরণে ১৩ থেকে ১৪ কেজি বাষ্প প্রয়োজন হয়। যথেষ্ট পরিমাণ বাষ্প না পাওয়া গেলে চিনির স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়। মিলের শ্রমিকেরা জানান, মিল কর্তৃপক্ষের অবহেলায় গত বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় ২০০ মেট্রিক টন মাড়াই করা আখের রস ফেলে দেওয়া হয়। এর আগে চলতি মৌসুমেই গত ৫ ও ৭ ডিসেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একইভাবে তরল চিনি ফেলে দেওয়া হয়। এতে মিলের প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করলে তাঁরা চাকরিচ্যুতির ভয় দেখান বলে অভিযোগ করেন তাঁরা।
মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি খন্দকার শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন বলেন, দুর্নীতিমুক্ত ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চিনিকলটিকে টিকিয়ে রাখতে তাঁরা দৃঢ়প্রতিজ্ঞ। আখ না পাওয়ায় ৩০ জানুয়ারি মাড়াই মৌসুম সমাপ্ত হওয়ার কথা রয়েছে। আখ সংগ্রহ কমিটি থাকলেও প্রত্যক্ষভাবে তাদের কার্যক্রম চোখে পড়ে না। পরীক্ষাগারে ড্রেন আউট করা সিরাপ ও রসে চিনির উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। মিলের মহাব্যবস্থাপক (ফ্যাক্টরি) আনোয়ারুল ইসলাম বলেন, মিলের ক্রাশিং বন্ধ থাকলে বয়লার হিটারের ভেতর কাঠের প্লাগ চুইয়ে কিছু রস পড়তে পারে। এই রসের সঙ্গে কোনো চিনি থাকে না বলে দাবি করেন তিনি।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ হুমায়ুন কবীর বলেন, মিলের যান্ত্রিক ত্রুটির কারণে গত মঙ্গলবার রাতে টানা ৭ ঘণ্টা মাড়াই কার্যক্রম বন্ধ ছিল। এই ঘটনায় কর্তব্যে অবহেলায় মাড়াই কার্যক্রম ব্যাহত করার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে