বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠির ইনস্টাগ্রাম আইডির নাম ‘বাটাটাওয়াড়া’। একটু অদ্ভুত না? এই নাম রাখার যুক্তিতে তিনি বলেন, ‘বাটাটা‘ মানে আলু। পৃথিবীর যেকোনো জায়গায়ই হোক না কেন, ‘আলু’ সবাই চেনে। কারণ আলু যেকোনো তরকারিতে মিশে যেতে পারে। আমিও আলুর মতো যেকোনো চরিত্রে মিশে যেতে পারি।’ শ্বেতার কথার প্রতিফলন দেখা যায় তাঁর অভিনীত চরিত্রগুলোতে। ডক্টর শ্রেয়া (লাখো মে এক), গলু (মির্জাপুর) এবং প্রিয়াঙ্কা মিশ্রা (মেড ইন হেভেন) চরিত্রগুলো ওয়েবে ভালো একটা অবস্থান এনে দিয়েছে শ্বেতাকে।
ক্যারিয়ারের এক যুগ হয়ে গেছে এই অভিনেত্রীর। ‘মাসান’ ছবির বেলুন উড়ে যাওয়ার দৃশ্যের সেই লাজুক মেয়েটি হাতে বন্দুক, মুখে গালিগালাজ নিয়েও প্রশংসিত হয়েছেন। শ্বেতার প্রথম অভিনয় ‘কেয়া মাস্ত হে লাইফ’ সিরিজে। তবে আলোচনায় আসেন ‘মির্জাপুর’ সিরিজের গলু চরিত্রে। তাঁর উল্লেখযোগ্য সিরিজগুলো হলো ‘মেড ইন হেভেন’, ‘ট্রিপলিং’, ‘লাখো মে এক’, ‘দ্য গন গেম’। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে শ্বেতার নতুন ওয়েব সিরিজ ‘ইয়ে কালি কালি আঁখে’। এই সিরিজে তিনি অভিনয় করেছেন শিখা চরিত্রে। ক্রাইম জনরার সিরিজটিতে তাঁর বিপরীতে আছেন তাহির রাজ বাসিন। বড় পর্দায়ও নিয়মিত দেখা যাচ্ছে শ্বেতাকে। বড় পর্দায় শালু গুপ্তা (মাসান), সন্ধ্যা (হারামখোর), এনাক্ষী (গন কেশ), ইউভিস্কা (কার্গো) চরিত্রগুলো প্রশংসিত হয়েছে তাঁর।
শ্বেতার মতে, বলিউড তাঁকে ভালোবাসা, সম্মান দুটোই দিয়েছে। তিনি বলেন, ‘আমি যা বিশ্বাস করি, তা-ই বলতে ভালোবাসি। নিজেকে কখনো বহিরাগত ভাবিনি। প্রথম ছবি থেকে ঠিকই বুঝেছি প্রতিভার মূল্য যথাসময়েই পাব। আমি এই বলিউডকে চিনি। আমি আমার কাজের প্রতি আত্মবিশ্বাসী।’
মাঝে ‘বলিউডে ড্রাগস’ ইস্যুতে কথা বলেছেন এই অভিনেত্রী, যা নিয়ে বিভিন্ন তারকার ভক্তদের সমালোচনার মুখেও পড়েছেন। কিন্তু তিনি পিছপা হননি। শ্বেতা বলেন, ‘আমার বাবা-মা শিখিয়েছেন, জীবনে স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত। অনেকে বলিউডকে কলুষিত করছে। তার মানে এই নয় যে বলিউড আর ড্রাগস পরিপূরক।’
শ্বেতা আরও বলেন, ‘দর্শকেরা এখন অনেক বুদ্ধিমান এবং আগের তুলনায় অনেক বেশি নির্বাচনী তারা। একঘেয়েমি কনটেন্ট দর্শক এখন আর পছন্দ করেন না, তাঁরা সর্বদা নতুনত্ব খোঁজেন। তাই নতুনত্ব আছে, এমন চরিত্রের সন্ধান করি সব সময়। আশা করছি সামনেও দর্শকদের ভালো কনটেন্ট উপহার দিতে পারব।’
বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠির ইনস্টাগ্রাম আইডির নাম ‘বাটাটাওয়াড়া’। একটু অদ্ভুত না? এই নাম রাখার যুক্তিতে তিনি বলেন, ‘বাটাটা‘ মানে আলু। পৃথিবীর যেকোনো জায়গায়ই হোক না কেন, ‘আলু’ সবাই চেনে। কারণ আলু যেকোনো তরকারিতে মিশে যেতে পারে। আমিও আলুর মতো যেকোনো চরিত্রে মিশে যেতে পারি।’ শ্বেতার কথার প্রতিফলন দেখা যায় তাঁর অভিনীত চরিত্রগুলোতে। ডক্টর শ্রেয়া (লাখো মে এক), গলু (মির্জাপুর) এবং প্রিয়াঙ্কা মিশ্রা (মেড ইন হেভেন) চরিত্রগুলো ওয়েবে ভালো একটা অবস্থান এনে দিয়েছে শ্বেতাকে।
ক্যারিয়ারের এক যুগ হয়ে গেছে এই অভিনেত্রীর। ‘মাসান’ ছবির বেলুন উড়ে যাওয়ার দৃশ্যের সেই লাজুক মেয়েটি হাতে বন্দুক, মুখে গালিগালাজ নিয়েও প্রশংসিত হয়েছেন। শ্বেতার প্রথম অভিনয় ‘কেয়া মাস্ত হে লাইফ’ সিরিজে। তবে আলোচনায় আসেন ‘মির্জাপুর’ সিরিজের গলু চরিত্রে। তাঁর উল্লেখযোগ্য সিরিজগুলো হলো ‘মেড ইন হেভেন’, ‘ট্রিপলিং’, ‘লাখো মে এক’, ‘দ্য গন গেম’। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে শ্বেতার নতুন ওয়েব সিরিজ ‘ইয়ে কালি কালি আঁখে’। এই সিরিজে তিনি অভিনয় করেছেন শিখা চরিত্রে। ক্রাইম জনরার সিরিজটিতে তাঁর বিপরীতে আছেন তাহির রাজ বাসিন। বড় পর্দায়ও নিয়মিত দেখা যাচ্ছে শ্বেতাকে। বড় পর্দায় শালু গুপ্তা (মাসান), সন্ধ্যা (হারামখোর), এনাক্ষী (গন কেশ), ইউভিস্কা (কার্গো) চরিত্রগুলো প্রশংসিত হয়েছে তাঁর।
শ্বেতার মতে, বলিউড তাঁকে ভালোবাসা, সম্মান দুটোই দিয়েছে। তিনি বলেন, ‘আমি যা বিশ্বাস করি, তা-ই বলতে ভালোবাসি। নিজেকে কখনো বহিরাগত ভাবিনি। প্রথম ছবি থেকে ঠিকই বুঝেছি প্রতিভার মূল্য যথাসময়েই পাব। আমি এই বলিউডকে চিনি। আমি আমার কাজের প্রতি আত্মবিশ্বাসী।’
মাঝে ‘বলিউডে ড্রাগস’ ইস্যুতে কথা বলেছেন এই অভিনেত্রী, যা নিয়ে বিভিন্ন তারকার ভক্তদের সমালোচনার মুখেও পড়েছেন। কিন্তু তিনি পিছপা হননি। শ্বেতা বলেন, ‘আমার বাবা-মা শিখিয়েছেন, জীবনে স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত। অনেকে বলিউডকে কলুষিত করছে। তার মানে এই নয় যে বলিউড আর ড্রাগস পরিপূরক।’
শ্বেতা আরও বলেন, ‘দর্শকেরা এখন অনেক বুদ্ধিমান এবং আগের তুলনায় অনেক বেশি নির্বাচনী তারা। একঘেয়েমি কনটেন্ট দর্শক এখন আর পছন্দ করেন না, তাঁরা সর্বদা নতুনত্ব খোঁজেন। তাই নতুনত্ব আছে, এমন চরিত্রের সন্ধান করি সব সময়। আশা করছি সামনেও দর্শকদের ভালো কনটেন্ট উপহার দিতে পারব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে