কবীর সুমন
বেশ আগে কলকাতার এক এফএম বেতার স্টুডিওতে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন কবীর সুমন। আধুনিক যন্ত্রপাতিতে শোভিত, কম্পিউটারচালিত স্টুডিও। সাক্ষাৎকারটি ছিল লাইভ। অনুষ্ঠান শেষ হলে যখন ফিরে আসছেন কবীর সুমন, তখন বেতারের এক কর্মকর্তা এগিয়ে এলেন তাঁর দিকে। বললেন, ‘শ্রোতাদের উদ্দেশে একটা শুভেচ্ছাবার্তা রেকর্ড করে দিন।’
ভেবে বলতে হবে না। কী বলতে হবে, সেটা আগে থেকেই লেখা আছে একটা কাগজে। বলতে হবে, ‘আমার নাম অমুক, অমুক এফএম চ্যানেল থেকে বলছি, আমার শুভেচ্ছা নিন’ ইত্যাদি ইত্যাদি। একেবারে ত্রুটিহীন কায়-কারবার। কাগজটা রাখা আছে মাইক্রোফোনের পাশে।
কিন্তু এ কোন ভাষায় লেখা? হরফগুলো তো বাংলা নয়! রোমান হরফ!
একটু চমকে উঠলেন সুমন। বাংলা ভাষায় যা বলা হবে, তা লেখা হয়েছে রোমান হরফে! তাঁর মনে পড়ে গেল, ইদানীং ই-মেইল করতে গিয়ে অনেকেই রোমান হরফে বাংলা লিখছেন। মেসেঞ্জারেও একইভাবে লেখালেখি হচ্ছে। বাংলা হরফে যে লেখা যায়, তা বেমালুম ভুলে থাকছেন অনেক মানুষ। তুরস্কের কামাল আতাতুর্ক অবশ্য তাঁর দেশে রোমান হরফ প্রবর্তন করেছিলেন। ভেবেছিলেন হয়তোবা আরবি লিপির বদলে রোমান লিপিতে মাতৃ-পিতৃ ভাষার চর্চা করা হলে ইউরোপের অধিকাংশ ভাষা শিখে নিতে পারবে তুরস্কবাসী। কিন্তু খোদ কলকাতা শহরে এফএম রেডিওতে রোমান হরফে বাংলা!
শুভেচ্ছাবার্তা পড়তে গিয়ে দুবার হোঁচট খেলেন সুমন। খাবেন না কেন, বাংলা হরফে অভ্যস্ত চোখ কীভাবে এত দ্রুত রোমান বাংলা পড়ে নেবে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, ‘বাংলায় লেখা নেই কেন?’
কেউ কোনো উত্তর দিল না। একজন শুধু মিষ্টি করে হাসল। সুমন ভাবলেন, ওরা হয়তো প্রযুক্তিজ্ঞানে পিছিয়ে পড়া অধুনা অচল একজন মানুষের সঙ্গে কথা বলছেন বলে মনে করছেন।
এখন এমন অনেক বাঙালি আছেন খোদ ঢাকা বা কলকাতায়, যাঁরা বাংলা হরফে বাংলা পড়তে পারেন না। তাঁদের জন্য রোমান হরফে লিখে দিতে হয়!
সূত্র: কবীর সুমন, মনমেজাজ, পৃষ্ঠা ২৫-২৬
বেশ আগে কলকাতার এক এফএম বেতার স্টুডিওতে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন কবীর সুমন। আধুনিক যন্ত্রপাতিতে শোভিত, কম্পিউটারচালিত স্টুডিও। সাক্ষাৎকারটি ছিল লাইভ। অনুষ্ঠান শেষ হলে যখন ফিরে আসছেন কবীর সুমন, তখন বেতারের এক কর্মকর্তা এগিয়ে এলেন তাঁর দিকে। বললেন, ‘শ্রোতাদের উদ্দেশে একটা শুভেচ্ছাবার্তা রেকর্ড করে দিন।’
ভেবে বলতে হবে না। কী বলতে হবে, সেটা আগে থেকেই লেখা আছে একটা কাগজে। বলতে হবে, ‘আমার নাম অমুক, অমুক এফএম চ্যানেল থেকে বলছি, আমার শুভেচ্ছা নিন’ ইত্যাদি ইত্যাদি। একেবারে ত্রুটিহীন কায়-কারবার। কাগজটা রাখা আছে মাইক্রোফোনের পাশে।
কিন্তু এ কোন ভাষায় লেখা? হরফগুলো তো বাংলা নয়! রোমান হরফ!
একটু চমকে উঠলেন সুমন। বাংলা ভাষায় যা বলা হবে, তা লেখা হয়েছে রোমান হরফে! তাঁর মনে পড়ে গেল, ইদানীং ই-মেইল করতে গিয়ে অনেকেই রোমান হরফে বাংলা লিখছেন। মেসেঞ্জারেও একইভাবে লেখালেখি হচ্ছে। বাংলা হরফে যে লেখা যায়, তা বেমালুম ভুলে থাকছেন অনেক মানুষ। তুরস্কের কামাল আতাতুর্ক অবশ্য তাঁর দেশে রোমান হরফ প্রবর্তন করেছিলেন। ভেবেছিলেন হয়তোবা আরবি লিপির বদলে রোমান লিপিতে মাতৃ-পিতৃ ভাষার চর্চা করা হলে ইউরোপের অধিকাংশ ভাষা শিখে নিতে পারবে তুরস্কবাসী। কিন্তু খোদ কলকাতা শহরে এফএম রেডিওতে রোমান হরফে বাংলা!
শুভেচ্ছাবার্তা পড়তে গিয়ে দুবার হোঁচট খেলেন সুমন। খাবেন না কেন, বাংলা হরফে অভ্যস্ত চোখ কীভাবে এত দ্রুত রোমান বাংলা পড়ে নেবে? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, ‘বাংলায় লেখা নেই কেন?’
কেউ কোনো উত্তর দিল না। একজন শুধু মিষ্টি করে হাসল। সুমন ভাবলেন, ওরা হয়তো প্রযুক্তিজ্ঞানে পিছিয়ে পড়া অধুনা অচল একজন মানুষের সঙ্গে কথা বলছেন বলে মনে করছেন।
এখন এমন অনেক বাঙালি আছেন খোদ ঢাকা বা কলকাতায়, যাঁরা বাংলা হরফে বাংলা পড়তে পারেন না। তাঁদের জন্য রোমান হরফে লিখে দিতে হয়!
সূত্র: কবীর সুমন, মনমেজাজ, পৃষ্ঠা ২৫-২৬
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে