সখীপুর প্রতিনিধি
সখীপুর-বাটাজোর সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ৯ দশমিক ২২ কিলোমিটার সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, আরটিআইপি-২ প্রকল্পের আওতায় আরসিসি ও কার্পেটিং মিলে ৯ হাজার ২২০ মিটার দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থের সড়কটির পুনর্বাসন কাজ শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন করবে মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৯৮৩ টাকা। সখীপুর পৌর শহরের জিরো পয়েন্ট থেকে দুই স্থানে মোট ১ হাজার ১৯৭ দশমিক ২ মিটার আরসিসি ঢালাই ও বাকি অংশ ৮ হাজার ২২ দশমিক ৮ মিটার কার্পেটিং করা হবে।
ওই সড়কে চলাচলকারী কীর্তনখোলা ধুমখালি এলাকার দুলাল হোসেন বলেন, সড়কটির পৌরসভার অংশটুকু খানাখন্দকে ভরা। ইটের সলিং থাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতকারীরা বিড়ম্বনার শিকার হচ্ছিলেন। সড়কটি মেরামত করা হলে মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে মুখতার ফোয়ারা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা আজাদ, স্থানীয় আ. লীগের সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
সখীপুর-বাটাজোর সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম ৯ দশমিক ২২ কিলোমিটার সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী হাসান ইবনে মিজান জানান, আরটিআইপি-২ প্রকল্পের আওতায় আরসিসি ও কার্পেটিং মিলে ৯ হাজার ২২০ মিটার দৈর্ঘ্য এবং ১৮ ফুট প্রস্থের সড়কটির পুনর্বাসন কাজ শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন করবে মেসার্স দাস ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৯৮৩ টাকা। সখীপুর পৌর শহরের জিরো পয়েন্ট থেকে দুই স্থানে মোট ১ হাজার ১৯৭ দশমিক ২ মিটার আরসিসি ঢালাই ও বাকি অংশ ৮ হাজার ২২ দশমিক ৮ মিটার কার্পেটিং করা হবে।
ওই সড়কে চলাচলকারী কীর্তনখোলা ধুমখালি এলাকার দুলাল হোসেন বলেন, সড়কটির পৌরসভার অংশটুকু খানাখন্দকে ভরা। ইটের সলিং থাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতকারীরা বিড়ম্বনার শিকার হচ্ছিলেন। সড়কটি মেরামত করা হলে মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
সড়কটির পুনর্বাসন কাজের উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে মুখতার ফোয়ারা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা আজাদ, স্থানীয় আ. লীগের সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে