নীলফামারী ও ডিমলা প্রতিনিধি
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফের পানি বেড়েছে তিস্তায়। নীলফামারীতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উজানের ঢলের পানি তীব্র গতিতে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এ জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় ২০ সেন্টিমিটার ওপরে চলে আসে। পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলায় তলিয়ে যাচ্ছে আমন ধানের খেত। উপজেলায় গত মাসের বন্যায় কৃষকেরা হারিয়েছিলেন আমনের বীজতলা। পরে চড়া দামে কেনা চারা রোপণ করা হলেও এবার গাছ পানির নিচে চলে যাচ্ছে।
উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা ও ঝুনাগাছ চাপানীর ইউনিয়নের নিম্নাঞ্চলের কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলার খালিশা ইউনিয়নের ছোটখাতা গ্রামের ধানচাষি নুরে আলম জানান, চলতি আমন মৌসুমে তিনি ১১ বিঘা জমিতে চারা রোপণ করেছিলেন। এখন হঠাৎ উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় খেতের উঠতি গাছ নষ্ট হতে বসেছে।
কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, কয়েক বিঘা জমি নদীতে গেছে। আবাদ নিয়ে অনেক শঙ্কায় থাকতে হয়। যেভাবে পানি বাড়ছে, তাতে কয়েক দিন ধানগাছ ডুবে থাকলে ক্ষতির মুখে পড়বেন চরাঞ্চলের আমন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, তিস্তা এলাকায় প্রায় ১০ হেক্টর জমি আংশিক আক্রান্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যায় জমি তলিয়ে থাকার স্থায়িত্বের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফের পানি বেড়েছে তিস্তায়। নীলফামারীতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উজানের ঢলের পানি তীব্র গতিতে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এ জন্য তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬টায় ২০ সেন্টিমিটার ওপরে চলে আসে। পানি বিপৎসীমা অতিক্রম করায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলায় তলিয়ে যাচ্ছে আমন ধানের খেত। উপজেলায় গত মাসের বন্যায় কৃষকেরা হারিয়েছিলেন আমনের বীজতলা। পরে চড়া দামে কেনা চারা রোপণ করা হলেও এবার গাছ পানির নিচে চলে যাচ্ছে।
উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশা ও ঝুনাগাছ চাপানীর ইউনিয়নের নিম্নাঞ্চলের কৃষকদের দুশ্চিন্তা বাড়ছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলার খালিশা ইউনিয়নের ছোটখাতা গ্রামের ধানচাষি নুরে আলম জানান, চলতি আমন মৌসুমে তিনি ১১ বিঘা জমিতে চারা রোপণ করেছিলেন। এখন হঠাৎ উজানের ঢলে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় খেতের উঠতি গাছ নষ্ট হতে বসেছে।
কিসামত চরের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, কয়েক বিঘা জমি নদীতে গেছে। আবাদ নিয়ে অনেক শঙ্কায় থাকতে হয়। যেভাবে পানি বাড়ছে, তাতে কয়েক দিন ধানগাছ ডুবে থাকলে ক্ষতির মুখে পড়বেন চরাঞ্চলের আমন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, তিস্তা এলাকায় প্রায় ১০ হেক্টর জমি আংশিক আক্রান্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যায় জমি তলিয়ে থাকার স্থায়িত্বের ওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে