মধুপুর প্রতিনিধি
তারাবিহ, ইফতার, সাহ্রিসহ দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ বিভ্রাট থাকায় মধুপুর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে মধুপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচির আয়োজন করেন।
জানা গেছে, গত ২৬ মার্চ থেকে মধুপুরে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বেড়েছে। রমজানের শুরুতেই বিদ্যুতের ভোগান্তি আরও বেড়ে গেছে। তারাবিহ, সাহ্রি, ইফতারির সময়সহ অধিকাংশ সময় বিদ্যুৎহীন থাকছে মধুপুর। অসহনীয় তাপদাহের মধ্যে গতকাল মধুপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দীর্ঘ তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তাই পরীক্ষা শেষে ওই কলেজের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বেলা দেড়টার দিকে তারা মিছিল নিয়ে মধুপুরের উত্তরা আবাসিক এলাকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুর জোনাল অফিস ঘেরাও করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অফিসের সামনে রক্ষিত ফুলের টব, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।
এ সময় অবস্থা বেগতিক দেখে অফিসের লোকজন প্রতিটি কক্ষ বন্ধ করে ভেতরে আশ্রয় নেন। প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ বিভাগের লোকজন তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে—এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘেরাও ছেড়ে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়। তারা মধুপুরের আনারস চত্বরে এসে সমাবেশ করে।
এ সময় মধুপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিনুল ইসলাম হিরাসহ অনেকেই বক্তব্য দেন। আগামী তিন কার্যদিবসে পরিস্থিতির উত্তরণ না হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে কথা বলতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মধুপুর জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। অফিসে গেলেও তাঁদের কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। তবে সহকারী জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গ্যাসের চাপ কম থাকায় ময়মনসিংহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। তাই গত ১৯ মার্চ থেকে বিদ্যুৎ চাহিদার তুলনায় অনেক কম পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। পিক-অফপিক উভয় সময়েই জামালপুর গ্রিড থেকে মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়া সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতির উত্তরণ ঘটবে।
তারাবিহ, ইফতার, সাহ্রিসহ দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ বিভ্রাট থাকায় মধুপুর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেলে মধুপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচির আয়োজন করেন।
জানা গেছে, গত ২৬ মার্চ থেকে মধুপুরে বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বেড়েছে। রমজানের শুরুতেই বিদ্যুতের ভোগান্তি আরও বেড়ে গেছে। তারাবিহ, সাহ্রি, ইফতারির সময়সহ অধিকাংশ সময় বিদ্যুৎহীন থাকছে মধুপুর। অসহনীয় তাপদাহের মধ্যে গতকাল মধুপুর সরকারি ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে দীর্ঘ তিন ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তাই পরীক্ষা শেষে ওই কলেজের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করে। বেলা দেড়টার দিকে তারা মিছিল নিয়ে মধুপুরের উত্তরা আবাসিক এলাকায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুর জোনাল অফিস ঘেরাও করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অফিসের সামনে রক্ষিত ফুলের টব, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে।
এ সময় অবস্থা বেগতিক দেখে অফিসের লোকজন প্রতিটি কক্ষ বন্ধ করে ভেতরে আশ্রয় নেন। প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ বিভাগের লোকজন তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে—এমন আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘেরাও ছেড়ে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়। তারা মধুপুরের আনারস চত্বরে এসে সমাবেশ করে।
এ সময় মধুপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুমন আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মেহেদি হাসান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিনুল ইসলাম হিরাসহ অনেকেই বক্তব্য দেন। আগামী তিন কার্যদিবসে পরিস্থিতির উত্তরণ না হলে পুনরায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে কথা বলতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মধুপুর জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কাউকে পাওয়া যায়নি। অফিসে গেলেও তাঁদের কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। তবে সহকারী জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গ্যাসের চাপ কম থাকায় ময়মনসিংহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ রয়েছে। তাই গত ১৯ মার্চ থেকে বিদ্যুৎ চাহিদার তুলনায় অনেক কম পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। পিক-অফপিক উভয় সময়েই জামালপুর গ্রিড থেকে মাত্র ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়া সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতির উত্তরণ ঘটবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে