চারঘাট প্রতিনিধি
চারঘাট উপজেলায় দিন দিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণ, প্রেম ও পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছেন হতাশাগ্রস্ত মানুষ। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোরেরাও।
সর্বশেষ গত ৮ অক্টোবর প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামের এক স্কুলপড়ুয়া কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। পারভেজ রানা উপজেলার চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত ওই কিশোর। ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেম ঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিল।
শুধু পারভেজ রানা নয়, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও পুলিশের তথ্য বলছে, গত দুই মাসে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সময়ে আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আরও ৩২ জন। এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন মহল।
চারঘাটে নারী ও কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে বেসরকারি এনজিও এনডিপি। এনডিপির সোসাল সাপোর্ট কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, চারঘাটে আত্মহত্যা চেষ্টার প্রবণতা বাড়ছে। অধিকাংশ তরুণ-তরুণীদের আত্মহত্যার ঘটনা আবেগতাড়িত। হতাশা, প্রেমে ব্যর্থ, পরীক্ষার ফল খারাপ, বাবা মায়ের সঙ্গে ঝগড়াসহ ছোটখাটো বিষয়েই আবেগতাড়িত হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন। এ দিক থেকে নারীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। এর পেছনে রয়েছে আমাদের আর্থসামাজিক অবস্থা, বাল্য বিবাহ, নির্যাতন, ইভটিজিং, যৌতুক, সম্ভ্রমহানি, অবমাননা, অর্থনৈতিক সক্ষমতা না থাকা ইত্যাদি।
সার্বিক বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, আত্মহত্যা চেষ্টার ঘটনা শুধু চারঘাটে নয়, এটি সারা দেশব্যাপী সংক্রমণে পরিণত হয়েছে। দিন দিন এর ব্যাপকতা বাড়ছে। নানা কারণে একজন মানুষের মধ্যে বিষন্নতা তৈরি হতে পারে। এর মধ্যে পারিবারিক কলহের কারণে সবচেয়ে বেশি মানুষ বিষন্নতা, একাকিত্ব কিংবা মানসিক রোগে আক্রান্ত হন। তিনি আত্মহত্যার চেষ্টা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ পরিবার-পরিজনকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
চারঘাট উপজেলায় দিন দিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণ, প্রেম ও পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে আত্মহননের পথ বেছে নিচ্ছেন হতাশাগ্রস্ত মানুষ। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোরেরাও।
সর্বশেষ গত ৮ অক্টোবর প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামের এক স্কুলপড়ুয়া কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। পারভেজ রানা উপজেলার চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত ওই কিশোর। ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেম ঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিল।
শুধু পারভেজ রানা নয়, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও পুলিশের তথ্য বলছে, গত দুই মাসে ১৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সময়ে আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আরও ৩২ জন। এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন মহল।
চারঘাটে নারী ও কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে বেসরকারি এনজিও এনডিপি। এনডিপির সোসাল সাপোর্ট কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদশা বলেন, চারঘাটে আত্মহত্যা চেষ্টার প্রবণতা বাড়ছে। অধিকাংশ তরুণ-তরুণীদের আত্মহত্যার ঘটনা আবেগতাড়িত। হতাশা, প্রেমে ব্যর্থ, পরীক্ষার ফল খারাপ, বাবা মায়ের সঙ্গে ঝগড়াসহ ছোটখাটো বিষয়েই আবেগতাড়িত হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন। এ দিক থেকে নারীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। এর পেছনে রয়েছে আমাদের আর্থসামাজিক অবস্থা, বাল্য বিবাহ, নির্যাতন, ইভটিজিং, যৌতুক, সম্ভ্রমহানি, অবমাননা, অর্থনৈতিক সক্ষমতা না থাকা ইত্যাদি।
সার্বিক বিষয়ে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান জানান, আত্মহত্যা চেষ্টার ঘটনা শুধু চারঘাটে নয়, এটি সারা দেশব্যাপী সংক্রমণে পরিণত হয়েছে। দিন দিন এর ব্যাপকতা বাড়ছে। নানা কারণে একজন মানুষের মধ্যে বিষন্নতা তৈরি হতে পারে। এর মধ্যে পারিবারিক কলহের কারণে সবচেয়ে বেশি মানুষ বিষন্নতা, একাকিত্ব কিংবা মানসিক রোগে আক্রান্ত হন। তিনি আত্মহত্যার চেষ্টা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ পরিবার-পরিজনকে সতর্ক হওয়ার আহ্বান জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে