বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপত্তিকর মন্তব্যের জেরে প্রযোজক রহমত উল্ল্যাহর পক্ষে চিত্রনায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। তাঁর স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিব খানের ঠিকানায়।
নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাঁকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এমন আক্রমণাত্মক মন্তব্য করায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮-এর ২৫ ও ২৯ ধারা এবং দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রহমত। শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি।
নোটিশে আরও উল্লেখ আছে, ‘নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া আপনার মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মক্কেলের কাছ থেকে নির্দেশনা রয়েছে।’
নোটিশটি শাকিব পেয়েছেন কি না জানতে ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি শাকিব।
তবে প্রযোজক রহমত উল্ল্যাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন শাকিব খান। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য দিতে চাই না।’
উল্লেখ্য, ১৫ মার্চ প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে শুটিংয়ে সময় না দেওয়া, সহপ্রযোজককে ধর্ষণসহ একাধিক অভিযোগ জানান রহমত উল্ল্যাহ। ১৯ মার্চ রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাকিব লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখান থেকে বের হয়ে শাকিব খান গণমাধ্যমের কাছে রহমত উল্ল্যাহকে বাটপার, প্রতারক ও ভুয়া বলে উল্লেখ করেন।
আপত্তিকর মন্তব্যের জেরে প্রযোজক রহমত উল্ল্যাহর পক্ষে চিত্রনায়ক শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। তাঁর স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিব খানের ঠিকানায়।
নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাঁকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এমন আক্রমণাত্মক মন্তব্য করায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮-এর ২৫ ও ২৯ ধারা এবং দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রহমত। শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি।
নোটিশে আরও উল্লেখ আছে, ‘নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া আপনার মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের মক্কেলের কাছ থেকে নির্দেশনা রয়েছে।’
নোটিশটি শাকিব পেয়েছেন কি না জানতে ফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি শাকিব।
তবে প্রযোজক রহমত উল্ল্যাহ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মঙ্গলবার রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন শাকিব খান। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য দিতে চাই না।’
উল্লেখ্য, ১৫ মার্চ প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও চিত্রগ্রাহক সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে শুটিংয়ে সময় না দেওয়া, সহপ্রযোজককে ধর্ষণসহ একাধিক অভিযোগ জানান রহমত উল্ল্যাহ। ১৯ মার্চ রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাকিব লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। সেখান থেকে বের হয়ে শাকিব খান গণমাধ্যমের কাছে রহমত উল্ল্যাহকে বাটপার, প্রতারক ও ভুয়া বলে উল্লেখ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে