তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় মাঘের হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আশার চর শুঁটকিপল্লিতে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টিতে শুঁটকির এই ক্ষতি হয়েছে বলে জানান শুঁটকিপল্লির জেলেরা। চলতি মৌসুমেই পর পর দুবার ক্ষতির মুখে পড়ল শুঁটকিপল্লি।
জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার আশার চর এলাকায় ২১ ব্যবসায়ীর আওতায় ৫ শতাধিক জেলে শুঁটকি আহরণ করছেন। গড়ে তোলেন পাঁচ মাসের অস্থায়ী বসতি। এসব জেলে ও ব্যবসায়ীর ২০০ থেকে ৫০০ মাচা ও মাছ শুকানোর মাঠে প্রায় ২ হাজার টন শুঁটকি ছিল। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুঁটকির মাচাগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে মাঠে থাকা বিভিন্ন প্রকার শুঁটকি। এদিকে গত বছরের ডিসেম্বরেও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অর্ধকোটি টাকার শুঁটকির ক্ষতি হয়। বারবার এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন জেলে ও ব্যবসায়ীরা। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
সরেজমিন সোনাকাটা ইউনিয়নের আশার চর এলাকায় দেখা গেছে, জেলেরা নষ্ট হয়ে যাওয়া শুঁটকিগুলো শুকানোর চেষ্টা করছেন। কেউ আবার শুঁটকি শুকানোর মাঠ পরিষ্কার করে নতুনভাবে প্রস্তুত করছেন। তবে মাছ নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় পার করছেন অনেকে।
ব্যবসায়ী রূপচান বলেন, ‘প্রতিদিনের মতোই মাঠে ও মাচায় শুঁটকি রেখে রাতে ঘুমাতে যাই। হঠাৎ মাঘের শেষ সময়ের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে মাঠে থাকা অনেক শুঁটকি। আমার নিজের প্রায় দুই লাখ টাকার বেশি শুঁটকির ক্ষতি হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর ১ থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
জামাল নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ মাঝরাতের বৃষ্টিতে মাচা ও মাঠে শুকানো শুঁটকি সব নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় দেড় লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে। এখানে ২১ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানাতে বলেন। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপরে দেখি কোনো সহযোগিতা করা যায় কি না।’
বরগুনার তালতলী উপজেলায় মাঘের হঠাৎ বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আশার চর শুঁটকিপল্লিতে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টিতে শুঁটকির এই ক্ষতি হয়েছে বলে জানান শুঁটকিপল্লির জেলেরা। চলতি মৌসুমেই পর পর দুবার ক্ষতির মুখে পড়ল শুঁটকিপল্লি।
জানা গেছে, বরগুনার তালতলী উপজেলার আশার চর এলাকায় ২১ ব্যবসায়ীর আওতায় ৫ শতাধিক জেলে শুঁটকি আহরণ করছেন। গড়ে তোলেন পাঁচ মাসের অস্থায়ী বসতি। এসব জেলে ও ব্যবসায়ীর ২০০ থেকে ৫০০ মাচা ও মাছ শুকানোর মাঠে প্রায় ২ হাজার টন শুঁটকি ছিল। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে চরের প্রক্রিয়াজাতের জন্য খোলা আকাশের নিচে রাখা শুঁটকির মাচাগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে মাঠে থাকা বিভিন্ন প্রকার শুঁটকি। এদিকে গত বছরের ডিসেম্বরেও ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অর্ধকোটি টাকার শুঁটকির ক্ষতি হয়। বারবার এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন জেলে ও ব্যবসায়ীরা। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
সরেজমিন সোনাকাটা ইউনিয়নের আশার চর এলাকায় দেখা গেছে, জেলেরা নষ্ট হয়ে যাওয়া শুঁটকিগুলো শুকানোর চেষ্টা করছেন। কেউ আবার শুঁটকি শুকানোর মাঠ পরিষ্কার করে নতুনভাবে প্রস্তুত করছেন। তবে মাছ নষ্ট হয়ে যাওয়ায় অলস সময় পার করছেন অনেকে।
ব্যবসায়ী রূপচান বলেন, ‘প্রতিদিনের মতোই মাঠে ও মাচায় শুঁটকি রেখে রাতে ঘুমাতে যাই। হঠাৎ মাঘের শেষ সময়ের বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে মাঠে থাকা অনেক শুঁটকি। আমার নিজের প্রায় দুই লাখ টাকার বেশি শুঁটকির ক্ষতি হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর ১ থেকে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
জামাল নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ মাঝরাতের বৃষ্টিতে মাচা ও মাঠে শুকানো শুঁটকি সব নষ্ট হয়ে গেছে। এতে আমাদের প্রায় দেড় লাখ টাকার শুঁটকি নষ্ট হয়েছে। এখানে ২১ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। ওই ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে জানাতে বলেন। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এরপরে দেখি কোনো সহযোগিতা করা যায় কি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে