গঙ্গাচড়া প্রতিনিধি
নিয়োগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জমিদাতার পরিবার দখলে নিয়েছে কলেজ। শ্রেণিকক্ষে করা হয়েছে গরু ও মুরগির খামার। কলেজ চত্বরে চলছে সবজি চাষ।
এ অবস্থা দেখে এক সপ্তাহের মধ্যে কলেজ চত্বরের যাবতীয় স্থাপনা সরিয়ে নিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দখলদারদের প্রতি নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গা।
গতকাল মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ পরিদর্শনে সরেজমিনে উপস্থিত হলে তিনি এ নির্দেশ দেন। এ সময় সাংসদ রাঙ্গা কলেজ চত্বরের অবশিষ্ট সীমানা প্রাচীর নির্মাণের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও আশ্বাস দেন তিনি।
কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদা আক্তার বলেন, ‘মুরগি ও গরুর খামার এবং সবজিখেতের কারণে কলেজের স্বাভাবিক পরিবেশ নেই।’
জানতে চাইলে কলেজ কমিটির সভাপতি নুরুল ইসলাম লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কমিটির সভাপতি ও জমিদাতা নুর আলম মারা যাওয়ায় এবং কমিটির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে চার সদস্যের আহ্বায়ক কমিটি রয়েছে। এতে সাবেক সভাপতির স্ত্রী মোর্শেদা বেগম, ছেলে গোলাম মওলা মোর্শেদ ও মঞ্জুরুল ইসলাম কলেজে নিজেদের আধিপত্য খর্ব হয়েছে ভেবে ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে শিক্ষকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছেন। কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম সিদ্দিক মুকুলকে লাঞ্ছিতও করা হয়। ক্ষোভে-দুঃখে চাকরি ছেড়ে দেন তিনি।’
পরিদর্শনকালে উপস্থিত গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন কলেজ কর্তৃপক্ষকে বলেন, ‘অতি দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নেন। শিক্ষার্থী ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বারাকাত আলী আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন দীর্ঘ বন্ধের কবলে পড়ে কলেজের শিক্ষার্থী কিছুটা হ্রাস পেয়েছে। তবে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় বর্ষে ৪১ জন শিক্ষার্থী রয়েছে।’
নিয়োগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জমিদাতার পরিবার দখলে নিয়েছে কলেজ। শ্রেণিকক্ষে করা হয়েছে গরু ও মুরগির খামার। কলেজ চত্বরে চলছে সবজি চাষ।
এ অবস্থা দেখে এক সপ্তাহের মধ্যে কলেজ চত্বরের যাবতীয় স্থাপনা সরিয়ে নিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দখলদারদের প্রতি নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গা।
গতকাল মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ পরিদর্শনে সরেজমিনে উপস্থিত হলে তিনি এ নির্দেশ দেন। এ সময় সাংসদ রাঙ্গা কলেজ চত্বরের অবশিষ্ট সীমানা প্রাচীর নির্মাণের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও আশ্বাস দেন তিনি।
কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদা আক্তার বলেন, ‘মুরগি ও গরুর খামার এবং সবজিখেতের কারণে কলেজের স্বাভাবিক পরিবেশ নেই।’
জানতে চাইলে কলেজ কমিটির সভাপতি নুরুল ইসলাম লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কমিটির সভাপতি ও জমিদাতা নুর আলম মারা যাওয়ায় এবং কমিটির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে চার সদস্যের আহ্বায়ক কমিটি রয়েছে। এতে সাবেক সভাপতির স্ত্রী মোর্শেদা বেগম, ছেলে গোলাম মওলা মোর্শেদ ও মঞ্জুরুল ইসলাম কলেজে নিজেদের আধিপত্য খর্ব হয়েছে ভেবে ক্ষিপ্ত হয়ে কলেজ থেকে শিক্ষকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছেন। কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম সিদ্দিক মুকুলকে লাঞ্ছিতও করা হয়। ক্ষোভে-দুঃখে চাকরি ছেড়ে দেন তিনি।’
পরিদর্শনকালে উপস্থিত গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন কলেজ কর্তৃপক্ষকে বলেন, ‘অতি দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা নেন। শিক্ষার্থী ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বারাকাত আলী আজকের পত্রিকাকে বলেন, করোনাকালীন দীর্ঘ বন্ধের কবলে পড়ে কলেজের শিক্ষার্থী কিছুটা হ্রাস পেয়েছে। তবে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দ্বিতীয় বর্ষে ৪১ জন শিক্ষার্থী রয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে