ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে প্রচুর সুপারি উৎপাদন হয়েছে। অন্য বছরের তুলনায় এবারও ভালো দাম রয়েছে বলে জানা গেছে। রাজাপুর উপজেলা সদরের বাঘরী বাজার ও সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার, কাঠালিয়া উপজেলার বিনাপানি ও আমুয়া সুপারির হাট ঘরে এই তথ্য জানা গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে যায় ঝালকাঠির সুপারি। সামান্য মূলধন নিয়ে সুপারির ব্যবসা করে দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষের সংসারে সচ্ছলতা ফিরেছে।
লেবুবুনিয়া হাটের সুপারি ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘শীতকালে মোগো বেচাকেনা ভালো হয়। এফিরগো ফলন ভালো, দামও ভালো। আইজগো ৩০০ টাহা হইররা কুড়ি চলে।’
এই হাটের আরেক ব্যবসায়ী সালাম খান বলেন, ‘রংপুর ও দিনাজপুরে আমাগো সুপারি যায়। কিন্তু এ বছর পাশের জেলা পিরোজপুরে ফলন বেশি হওয়ায় অনেক পাইকার ওই দিকের হাটে গেছে। আইজগো মুই মাঝারি আকারের কাঁচা সুপারি ৩৩০ টাহা হইররা কুড়ি বেচছি।’
হাটগুলো ঘুরে জানা গেছে, সুপারি গণনার হিসেবটা একটু ভিন্ন। হাটে গিয়ে প্রথমে সুপারির দাম জানতে চাইলে বিক্রেতারা জানান, ৩০০ টাকা কুড়ি। এতে অবাক হওয়ারই কথা। কিন্তু সুপারি ক্রেতা আনিস হাওলাদার বলেন, ‘সুপারি গণনার হিসেবটা অন্য রকম। এখানে ২১০টা সুপারিকে এক কুড়ি বলা হয়।’
ঝালকাঠি স্টেশন সড়কের সুপারি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, ‘দাম একটু কম পেয়েছি বিধায় পাশের জেলা পিরোজপুরের কাউখালী থেকে আমি আজকে ১০ হাজার সুপারি কিনে এনেছি। মাঝারি ও বড় দুই আকারের প্রতিটি ১ টাকা ৪০ পয়সা হারে ১০ হাজার সুপারির দাম পরেছে ১৪ হাজার টাকা। এটি এখন সংরক্ষণ করে রাখব, দাম যখন বাড়বে তখন বিক্রি করব।’ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের রমজান আলী জানান, কোনো প্রকার ব্যয় ছাড়াই সুপারিতে অধিক আয়ের সুযোগ রয়েছে। তিনি তাঁর বসতভিটার ৭০টি সুপারি গাছ থেকে প্রতি বছর সুপারি বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা আয় করছেন।
সুপারি ব্যবসায়ী নুর উদ্দিন জানান, তিনি অল্প পুঁজি নিয়ে কাঁচা-পাকা সুপারি বেচাকেনা করেন। হাট থেকে পাইকারি দরে সুপারি কিনে কাঁচা সুপারি খিলি পানের দোকানে বিক্রি করেন। আর পাকা সুপারিগুলো মাটিতে পুঁতে রেখে সেগুলো মজিয়ে ৫ মাস পর তুলে অধিক মূল্যে বিক্রি করে থাকেন।
লেবুবুনিয়া এলাকার সুপারি বিক্রেতা আমজেদ শিকদার জানান, তিনি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করছেন। ফলন মৌসুমের আগে সুপারির বাগান কিনে রাখেন, পরবর্তীতে গাছে সুপারি ধরার পর তা বিভিন্ন স্থানের পাইকারদের কাছে বিক্রি করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি খামার বাড়ির উপপরিচালক ফজলুল হক বলেন, ‘রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় সুপারির ফলন বেশি হয়। এই ফলটি উৎপাদনে গাছ মালিকদের পরিশ্রম করতে হয় না। ফলনের পর বিক্রি করতেও ঝামেলা কম, তাই রাজাপুর ও কাঠালিয়া অঞ্চলে সুপারি ব্যবসায় জড়িত অধিকাংশ গৃহস্থ।’
ঝালকাঠিতে প্রচুর সুপারি উৎপাদন হয়েছে। অন্য বছরের তুলনায় এবারও ভালো দাম রয়েছে বলে জানা গেছে। রাজাপুর উপজেলা সদরের বাঘরী বাজার ও সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার, কাঠালিয়া উপজেলার বিনাপানি ও আমুয়া সুপারির হাট ঘরে এই তথ্য জানা গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর-দিনাজপুরসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে যায় ঝালকাঠির সুপারি। সামান্য মূলধন নিয়ে সুপারির ব্যবসা করে দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষের সংসারে সচ্ছলতা ফিরেছে।
লেবুবুনিয়া হাটের সুপারি ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘শীতকালে মোগো বেচাকেনা ভালো হয়। এফিরগো ফলন ভালো, দামও ভালো। আইজগো ৩০০ টাহা হইররা কুড়ি চলে।’
এই হাটের আরেক ব্যবসায়ী সালাম খান বলেন, ‘রংপুর ও দিনাজপুরে আমাগো সুপারি যায়। কিন্তু এ বছর পাশের জেলা পিরোজপুরে ফলন বেশি হওয়ায় অনেক পাইকার ওই দিকের হাটে গেছে। আইজগো মুই মাঝারি আকারের কাঁচা সুপারি ৩৩০ টাহা হইররা কুড়ি বেচছি।’
হাটগুলো ঘুরে জানা গেছে, সুপারি গণনার হিসেবটা একটু ভিন্ন। হাটে গিয়ে প্রথমে সুপারির দাম জানতে চাইলে বিক্রেতারা জানান, ৩০০ টাকা কুড়ি। এতে অবাক হওয়ারই কথা। কিন্তু সুপারি ক্রেতা আনিস হাওলাদার বলেন, ‘সুপারি গণনার হিসেবটা অন্য রকম। এখানে ২১০টা সুপারিকে এক কুড়ি বলা হয়।’
ঝালকাঠি স্টেশন সড়কের সুপারি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন বলেন, ‘দাম একটু কম পেয়েছি বিধায় পাশের জেলা পিরোজপুরের কাউখালী থেকে আমি আজকে ১০ হাজার সুপারি কিনে এনেছি। মাঝারি ও বড় দুই আকারের প্রতিটি ১ টাকা ৪০ পয়সা হারে ১০ হাজার সুপারির দাম পরেছে ১৪ হাজার টাকা। এটি এখন সংরক্ষণ করে রাখব, দাম যখন বাড়বে তখন বিক্রি করব।’ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের রমজান আলী জানান, কোনো প্রকার ব্যয় ছাড়াই সুপারিতে অধিক আয়ের সুযোগ রয়েছে। তিনি তাঁর বসতভিটার ৭০টি সুপারি গাছ থেকে প্রতি বছর সুপারি বিক্রি করে ৩০ থেকে ৩২ হাজার টাকা আয় করছেন।
সুপারি ব্যবসায়ী নুর উদ্দিন জানান, তিনি অল্প পুঁজি নিয়ে কাঁচা-পাকা সুপারি বেচাকেনা করেন। হাট থেকে পাইকারি দরে সুপারি কিনে কাঁচা সুপারি খিলি পানের দোকানে বিক্রি করেন। আর পাকা সুপারিগুলো মাটিতে পুঁতে রেখে সেগুলো মজিয়ে ৫ মাস পর তুলে অধিক মূল্যে বিক্রি করে থাকেন।
লেবুবুনিয়া এলাকার সুপারি বিক্রেতা আমজেদ শিকদার জানান, তিনি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করছেন। ফলন মৌসুমের আগে সুপারির বাগান কিনে রাখেন, পরবর্তীতে গাছে সুপারি ধরার পর তা বিভিন্ন স্থানের পাইকারদের কাছে বিক্রি করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি খামার বাড়ির উপপরিচালক ফজলুল হক বলেন, ‘রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় সুপারির ফলন বেশি হয়। এই ফলটি উৎপাদনে গাছ মালিকদের পরিশ্রম করতে হয় না। ফলনের পর বিক্রি করতেও ঝামেলা কম, তাই রাজাপুর ও কাঠালিয়া অঞ্চলে সুপারি ব্যবসায় জড়িত অধিকাংশ গৃহস্থ।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে