শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজারসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই পদচারী-সেতু। জনসাধারণ পারাপারে নেই জেব্রা ক্রসিংও। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ২০ গ্রামের কয়েক হাজার মানুষ। এতে দুর্ঘটনায় অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকেই শিকার হচ্ছেন পঙ্গুত্বের। গুরুত্বপূর্ণ এ জায়গায় অবিলম্বে পদচারী-সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, এমসি বাজার বাসস্ট্যান্ড শ্রীপুরের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। এ এলাকার ঢাকা-মহাসড়কের রাস্তার দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য মসজিদ-মাদ্রাসা, পোশাক কারখানা, শপিং মল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংখ্য দোকান।
পদচারী-সেতু ও জেব্রা ক্রসিং না থাকায় এমসি বাজার এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২০১৭ সালে উপজেলার মুলাইদ এলাকার আলমগীর হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মৃধার স্ত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
একই বছর হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিল্লাল হোসেন এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হন। ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছে।
এসএসসি পরীক্ষার্থী জিয়ান পরীক্ষা শেষে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ডান হাত ভেঙে যায়। শিমুল নামের নবম শ্রেণির শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। মাওনা এলাকার হুমায়ুন কবির, খালেদ খান মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন। ওই সড়ক দুর্ঘটনায় নিহত হয় হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী। সম্প্রতি তিন ব্যবসায়ী পিকআপের চাপায় নিহত হয়েছেন।
হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বাসস্ট্যান্ডের ২০০ গজ পশ্চিমে হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়। এটি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র। প্রতিবছর পরীক্ষার সময় এখানে প্রায় ৫-৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গাজীপুর সড়ক জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, ‘গুরুত্ব বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এমসি বাজার এলাকায় পদচারী সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে।’
গাজীপুরের শ্রীপুরে এমসি বাজারসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই পদচারী-সেতু। জনসাধারণ পারাপারে নেই জেব্রা ক্রসিংও। ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ২০ গ্রামের কয়েক হাজার মানুষ। এতে দুর্ঘটনায় অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকেই শিকার হচ্ছেন পঙ্গুত্বের। গুরুত্বপূর্ণ এ জায়গায় অবিলম্বে পদচারী-সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।
জানা যায়, এমসি বাজার বাসস্ট্যান্ড শ্রীপুরের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। এ এলাকার ঢাকা-মহাসড়কের রাস্তার দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, অসংখ্য মসজিদ-মাদ্রাসা, পোশাক কারখানা, শপিং মল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংখ্য দোকান।
পদচারী-সেতু ও জেব্রা ক্রসিং না থাকায় এমসি বাজার এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ২০১৭ সালে উপজেলার মুলাইদ এলাকার আলমগীর হোসেন রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। ২০১৮ সালে বীর মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক মৃধার স্ত্রী বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন।
একই বছর হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক বিল্লাল হোসেন এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হন। ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছে।
এসএসসি পরীক্ষার্থী জিয়ান পরীক্ষা শেষে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় ডান হাত ভেঙে যায়। শিমুল নামের নবম শ্রেণির শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। মাওনা এলাকার হুমায়ুন কবির, খালেদ খান মারাত্মক আহত হয়ে পঙ্গুত্বের শিকার হয়েছেন। ওই সড়ক দুর্ঘটনায় নিহত হয় হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী। সম্প্রতি তিন ব্যবসায়ী পিকআপের চাপায় নিহত হয়েছেন।
হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজল বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার বাসস্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই বাসস্ট্যান্ডের ২০০ গজ পশ্চিমে হাজি ছোট কলিম উচ্চবিদ্যালয়। এটি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র। প্রতিবছর পরীক্ষার সময় এখানে প্রায় ৫-৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গাজীপুর সড়ক জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, ‘গুরুত্ব বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে এমসি বাজার এলাকায় পদচারী সেতু নির্মাণের ব্যবস্থা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে