সম্পাদকীয়
এই তো কয়েক দিন আগেই স্টকহোমগামী একটি ট্রেনে বসে আছি। সন্ধ্যা হবে হবে, আমার কামরাটায় টিমটিম করছে আলো, বাইরে নিকষ অন্ধকার। ছড়িয়ে-ছিটিয়ে যে কজন যাত্রী রয়েছে কামরায়, সবাই ঢুলছে। আমি চুপ করে বসে ট্রেনের শব্দ শুনে চলেছি।
বসে থাকতে থাকতে ভাবতে থাকলাম এর আগে কতবার আর কোন কোন কারণে স্টকহোমে এসেছি। সাধারণত খুব কঠিন বা ঝামেলার কাজেই প্রতিবার এসেছি। ফাইনাল পরীক্ষা দিতে, অথবা পাণ্ডুলিপির প্রকাশক জোটাতে। আর আজ এলাম সাহিত্যে নোবেল পুরস্কার নিতে! সেটাও আমার মতে, অত্যন্ত কঠিন একটি কাজ।
এবারের গোটা হেমন্তটাই আমি ভার্মল্যান্ডে আমার পুরোনো বাড়িতে ছিলাম, নিরবচ্ছিন্ন নির্জনতার ভেতর। আর এখন আমাকে এত মানুষের মধ্যে এসে দাঁড়াতে হচ্ছে। জীবনের এই চিৎকার, হুল্লোড়ে যেন কিছুটা অনভ্যস্ত আর লাজুকই হয়ে গিয়েছিলাম ওই নির্জনবাসে থাকার দরুন। আবার ব্যস্ত বিশ্বের মুখোমুখি হতে হবে ভেবে একটু দ্বিধাও তৈরি হয়েছিল।
তবে মনের গভীরে বিস্ময়াবিষ্ট এক আনন্দ ঢেউ খেলছিল এই সম্মান পাওয়ার খবরে, ভয়টাও কাটিয়ে উঠছিলাম এই ভেবে যে আমার সৌভাগ্যে আরও কতজনই-না দারুণ খুশি হবে। আমার ভালো বন্ধুরা, ভাইবোনেরা এবং সবার আগে আমার বৃদ্ধা মা, যিনি বাড়িতে বন্দী থেকেও কী খুশি, এই দিনটা দেখে যেতে পারলেন বলে।
তবে এরপরই বাবার কথা মনে পড়ায় বিষাদে ছেয়ে গেলাম। তিনি নেই। আমি তাঁর কাছে গিয়ে বলতে পারব না, ‘বাবা দেখো, আমি নোবেল পেয়েছি!’ তাঁর থেকে কেউ বেশি খুশি হতেন না এই খবরে। আমি কখনো তাঁর মতো এমন কারও দেখা পাইনি, যিনি একজন সৃজনশীল ব্যক্তি ও তাঁর রচিত শব্দের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করতে পারে।
তিনি যদি জানতে পারতেন যে সুইডিশ একাডেমি এই মহান পুরস্কারটি আমাকে দিচ্ছে! হ্যাঁ, আমার কাছে এ গভীর আক্ষেপের যে এ কথা আমি তাঁকে জানাতে পারলাম না।
সেলমা লাগেরলফ প্রথম নারী, যিনি ১৯০৯ সালে নোবেল পুরস্কার পান।
এই তো কয়েক দিন আগেই স্টকহোমগামী একটি ট্রেনে বসে আছি। সন্ধ্যা হবে হবে, আমার কামরাটায় টিমটিম করছে আলো, বাইরে নিকষ অন্ধকার। ছড়িয়ে-ছিটিয়ে যে কজন যাত্রী রয়েছে কামরায়, সবাই ঢুলছে। আমি চুপ করে বসে ট্রেনের শব্দ শুনে চলেছি।
বসে থাকতে থাকতে ভাবতে থাকলাম এর আগে কতবার আর কোন কোন কারণে স্টকহোমে এসেছি। সাধারণত খুব কঠিন বা ঝামেলার কাজেই প্রতিবার এসেছি। ফাইনাল পরীক্ষা দিতে, অথবা পাণ্ডুলিপির প্রকাশক জোটাতে। আর আজ এলাম সাহিত্যে নোবেল পুরস্কার নিতে! সেটাও আমার মতে, অত্যন্ত কঠিন একটি কাজ।
এবারের গোটা হেমন্তটাই আমি ভার্মল্যান্ডে আমার পুরোনো বাড়িতে ছিলাম, নিরবচ্ছিন্ন নির্জনতার ভেতর। আর এখন আমাকে এত মানুষের মধ্যে এসে দাঁড়াতে হচ্ছে। জীবনের এই চিৎকার, হুল্লোড়ে যেন কিছুটা অনভ্যস্ত আর লাজুকই হয়ে গিয়েছিলাম ওই নির্জনবাসে থাকার দরুন। আবার ব্যস্ত বিশ্বের মুখোমুখি হতে হবে ভেবে একটু দ্বিধাও তৈরি হয়েছিল।
তবে মনের গভীরে বিস্ময়াবিষ্ট এক আনন্দ ঢেউ খেলছিল এই সম্মান পাওয়ার খবরে, ভয়টাও কাটিয়ে উঠছিলাম এই ভেবে যে আমার সৌভাগ্যে আরও কতজনই-না দারুণ খুশি হবে। আমার ভালো বন্ধুরা, ভাইবোনেরা এবং সবার আগে আমার বৃদ্ধা মা, যিনি বাড়িতে বন্দী থেকেও কী খুশি, এই দিনটা দেখে যেতে পারলেন বলে।
তবে এরপরই বাবার কথা মনে পড়ায় বিষাদে ছেয়ে গেলাম। তিনি নেই। আমি তাঁর কাছে গিয়ে বলতে পারব না, ‘বাবা দেখো, আমি নোবেল পেয়েছি!’ তাঁর থেকে কেউ বেশি খুশি হতেন না এই খবরে। আমি কখনো তাঁর মতো এমন কারও দেখা পাইনি, যিনি একজন সৃজনশীল ব্যক্তি ও তাঁর রচিত শব্দের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করতে পারে।
তিনি যদি জানতে পারতেন যে সুইডিশ একাডেমি এই মহান পুরস্কারটি আমাকে দিচ্ছে! হ্যাঁ, আমার কাছে এ গভীর আক্ষেপের যে এ কথা আমি তাঁকে জানাতে পারলাম না।
সেলমা লাগেরলফ প্রথম নারী, যিনি ১৯০৯ সালে নোবেল পুরস্কার পান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে