দুর্গাপুর প্রতিনিধি
শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই স্কুলে যাই—এমন স্লোগান অহরহ শোনা গেলেও কাজে দেখা যায় কম। তবে এমনটাই করে দেখিয়েছেন ৪০ বছর বয়সী দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ফরিদা বেগম। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বড়ইল-বাদইল, গোপালপাড়া ও আনোলিয়া ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্যপদে প্রতিদ্বিন্দ্বিতা করেন তিনি।
ভোটে পরাজিত হলেও এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন তিনি।
উপজেলার কয়ামাজমপুর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ৪.৪৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রায় আড়াইশ ভোটের ব্যবধানে ফেল করেন তিনি।
ফরিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলায় পড়ালেখায় ভালো ছিলাম। তবে সুযোগ সুবিধার অভাবে বেশি দূর এগোতে পারিনি। বিয়ের পর রাজনীতিতে জড়িয়ে পড়ি। এরপর জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। তখন ভাবলাম আমি অল্পশিক্ষিত, জনগনের সঙ্গে মিশতে আমার শিক্ষার প্রয়োজন। এ ভাবনা থেকেই স্কুলে ভর্তি হই। অবশেষে “ম্যাট্রিক” পাস করেই ফেললাম।’ ফরিদা বেগম আরও বলেন, ‘এবার অল্প ব্যবধানে ভোটে পরাজিত হয়েছি। মনটা খারাপ ছিল। পরীক্ষায় পাসে কিছুটা স্বস্তি এসেছে। এই বয়সে আর চাকরি-বাকরির স্বপ্ন দেখি না। নিজেকে শিক্ষিত মানুষ হিসেবে দেখতে চাই। আগামীতে পড়ালেখা আরও এগিয়ে নিতে চাই।’
এই বয়সে এসএসসি পাস করায় পরিদা বেগমের নিজ এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে মানুষের মধ্যে। আত্মীয়স্বজন ধন্যবাদ জানাতে এসেছেন তাঁকে।
শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই স্কুলে যাই—এমন স্লোগান অহরহ শোনা গেলেও কাজে দেখা যায় কম। তবে এমনটাই করে দেখিয়েছেন ৪০ বছর বয়সী দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ফরিদা বেগম। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বড়ইল-বাদইল, গোপালপাড়া ও আনোলিয়া ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্যপদে প্রতিদ্বিন্দ্বিতা করেন তিনি।
ভোটে পরাজিত হলেও এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছেন তিনি।
উপজেলার কয়ামাজমপুর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে ৪.৪৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রায় আড়াইশ ভোটের ব্যবধানে ফেল করেন তিনি।
ফরিদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোটবেলায় পড়ালেখায় ভালো ছিলাম। তবে সুযোগ সুবিধার অভাবে বেশি দূর এগোতে পারিনি। বিয়ের পর রাজনীতিতে জড়িয়ে পড়ি। এরপর জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। তখন ভাবলাম আমি অল্পশিক্ষিত, জনগনের সঙ্গে মিশতে আমার শিক্ষার প্রয়োজন। এ ভাবনা থেকেই স্কুলে ভর্তি হই। অবশেষে “ম্যাট্রিক” পাস করেই ফেললাম।’ ফরিদা বেগম আরও বলেন, ‘এবার অল্প ব্যবধানে ভোটে পরাজিত হয়েছি। মনটা খারাপ ছিল। পরীক্ষায় পাসে কিছুটা স্বস্তি এসেছে। এই বয়সে আর চাকরি-বাকরির স্বপ্ন দেখি না। নিজেকে শিক্ষিত মানুষ হিসেবে দেখতে চাই। আগামীতে পড়ালেখা আরও এগিয়ে নিতে চাই।’
এই বয়সে এসএসসি পাস করায় পরিদা বেগমের নিজ এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে মানুষের মধ্যে। আত্মীয়স্বজন ধন্যবাদ জানাতে এসেছেন তাঁকে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে