পাবনা প্রতিনিধি
পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামে পদ্মার শাখা নদীর পানি প্রবাহ বন্ধ করে ইটভাটায় অবৈধভাবে মাটি পরিবহনের লক্ষ্যে তৈরি করা রাস্তা অপসারণ করেছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা গতকাল রোববার এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।
ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘হেমায়েতপুর এলাকায় চর ভবানীপুর আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী চর থেকে অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় পরিবহনের জন্য পদ্মা নদীতে মাটি ভরাট করে রাস্তা তৈরি করেছিল একটি চক্র। বিষয়টি প্রশাসনের নজরে আসায় অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় রাস্তাটি অপসারণ করা হয়েছে।’
ইউএনও আরও জানান, বারবার সতর্ক করার পরও চরের জমি থেকে ইটভাটা মালিকেরা অবৈধ মাটিকাটা বন্ধ করেননি। রাতের আঁধারে মাটি কাটছিল তাঁরা। রোববার সকালে জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। ঘটনায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তবে, চক্রটির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ভগীরথপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী পদ্মার শাখা নদীতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে নদী ভরাট করে রাস্তা তৈরি করে এএমবি ইটভাটার মালিক জুয়েল প্রামাণিক ও এএইচজি ইটভাটার মালিক আলাল প্রামাণিকের নেতৃত্বে একটি চক্র। এতে বিপাকে পড়েন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা।
পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামে পদ্মার শাখা নদীর পানি প্রবাহ বন্ধ করে ইটভাটায় অবৈধভাবে মাটি পরিবহনের লক্ষ্যে তৈরি করা রাস্তা অপসারণ করেছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা গতকাল রোববার এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।
ইউএনও তাহমিনা আক্তার রেইনা বলেন, ‘হেমায়েতপুর এলাকায় চর ভবানীপুর আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী চর থেকে অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় পরিবহনের জন্য পদ্মা নদীতে মাটি ভরাট করে রাস্তা তৈরি করেছিল একটি চক্র। বিষয়টি প্রশাসনের নজরে আসায় অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় রাস্তাটি অপসারণ করা হয়েছে।’
ইউএনও আরও জানান, বারবার সতর্ক করার পরও চরের জমি থেকে ইটভাটা মালিকেরা অবৈধ মাটিকাটা বন্ধ করেননি। রাতের আঁধারে মাটি কাটছিল তাঁরা। রোববার সকালে জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। ঘটনায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তবে, চক্রটির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।’
প্রসঙ্গত, পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের চর ভগীরথপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী পদ্মার শাখা নদীতে এস্কেভেটর দিয়ে মাটি কেটে নদী ভরাট করে রাস্তা তৈরি করে এএমবি ইটভাটার মালিক জুয়েল প্রামাণিক ও এএইচজি ইটভাটার মালিক আলাল প্রামাণিকের নেতৃত্বে একটি চক্র। এতে বিপাকে পড়েন স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে