গোলাপগঞ্জ প্রতিনিধি
আগামী সপ্তাহে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার গোলাপগঞ্জে ৫৮টি মণ্ডপে পূজা হবে। প্রতিমাশিল্পীরা এখন ব্যস্ত আছেন রঙের কাজ নিয়ে। কয়েক দিনের মধ্যে প্রতিমাগুলো পূর্ণতা পাবে। অপর দিকে মার্কেটে পূজার কেনাকাটার ধুম লেগেছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রজত কান্তি দাস বলেন, ‘১০ অক্টোবর মহা পঞ্চমীর মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মহোৎসব। তাই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার বর্ণিল সাজ-সজ্জার প্রস্তুতি। প্রতিমার রং করা হচ্ছে। এবারও করোনার কারণে আমরা সব নির্দেশনা মেনে পূজা আয়োজনের পদক্ষেপ নিয়েছি।’
উপজেলার কুমারপাড়া এলাকার প্রতিমাশিল্পী অর্ধেন্দু পাল বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রং-তুলির কাজ। কয়েক দিনের মধ্যে প্রতিমাগুলো পূর্ণতা পাবে। এবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বনিম্ন ২০ হাজারের মধ্যে একটি মণ্ডপের প্রতিমা তৈরি করছি।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্যমতে, এবার ৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। শারদ উৎসব উপলক্ষে উপজেলার মার্কেটগুলোতে চলছে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা। তবে দোকানগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বেশ লক্ষণীয় বলে ব্যবসায়ীরা জানান।
চৌমুহনী কুশিয়ারা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সাহেদ আহমদ বলেন, ‘পূজা উপলক্ষে সনাতন ধর্মীয় ক্রেতাদের আনাগোনা বেশি। বেচাকেনাও ভালো হচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করছি। ক্রেতাদেরও স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছি।’
পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সভাপতি নিরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, এবারও সবাই স্বাস্থ্যবিধি মেনে শারদ উৎসব আনন্দ-উল্লাসে উদ্যাপন করবে। দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। মণ্ডপগুলোতে রাখা হবে বাড়তি নজরদারি, থাকবে গোয়েন্দা তৎপরতাও।
আগামী সপ্তাহে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার গোলাপগঞ্জে ৫৮টি মণ্ডপে পূজা হবে। প্রতিমাশিল্পীরা এখন ব্যস্ত আছেন রঙের কাজ নিয়ে। কয়েক দিনের মধ্যে প্রতিমাগুলো পূর্ণতা পাবে। অপর দিকে মার্কেটে পূজার কেনাকাটার ধুম লেগেছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক রজত কান্তি দাস বলেন, ‘১০ অক্টোবর মহা পঞ্চমীর মধ্যে দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মহোৎসব। তাই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার বর্ণিল সাজ-সজ্জার প্রস্তুতি। প্রতিমার রং করা হচ্ছে। এবারও করোনার কারণে আমরা সব নির্দেশনা মেনে পূজা আয়োজনের পদক্ষেপ নিয়েছি।’
উপজেলার কুমারপাড়া এলাকার প্রতিমাশিল্পী অর্ধেন্দু পাল বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রং-তুলির কাজ। কয়েক দিনের মধ্যে প্রতিমাগুলো পূর্ণতা পাবে। এবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বনিম্ন ২০ হাজারের মধ্যে একটি মণ্ডপের প্রতিমা তৈরি করছি।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্যমতে, এবার ৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। শারদ উৎসব উপলক্ষে উপজেলার মার্কেটগুলোতে চলছে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটা। তবে দোকানগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের ভিড় বেশ লক্ষণীয় বলে ব্যবসায়ীরা জানান।
চৌমুহনী কুশিয়ারা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সাহেদ আহমদ বলেন, ‘পূজা উপলক্ষে সনাতন ধর্মীয় ক্রেতাদের আনাগোনা বেশি। বেচাকেনাও ভালো হচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করছি। ক্রেতাদেরও স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছি।’
পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সভাপতি নিরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, এবারও সবাই স্বাস্থ্যবিধি মেনে শারদ উৎসব আনন্দ-উল্লাসে উদ্যাপন করবে। দেবী দুর্গা আসছেন অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবী দুর্গাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজায় উপজেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। মণ্ডপগুলোতে রাখা হবে বাড়তি নজরদারি, থাকবে গোয়েন্দা তৎপরতাও।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে