বিনোদন প্রতিবেদক, ঢাকা
এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাতাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেন্সর বোর্ড। পর্দায় কী দেখানো যাবে, কতটুকু দেখানো যাবে, তা নিয়ে ভয়েই থাকেন নির্মাতারা। ভয়ের বিষয়—নির্মাণ শেষে যদি আটকে যায় সিনেমাটি! এমন উদ্বেগের যথেষ্ট কারণ আছে। বিগত সরকারের আমলে আটকে দেওয়া হয়েছে অনেক সিনেমা। কোনোটি আইনি মারপ্যাঁচে, কোনোটি অজানা কারণে।
সেন্সরে দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমার তালিকায় আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, নজরুল ইসলামের ‘রানা প্লাজা’, অনন্য মামুনের ‘মেকআপ’, অং রাখাইনের ‘মং থেংগারি (আমার বাইসাইকেল)’, সাজ্জাদ খানের ‘কাঠগোলাপ’সহ আরও কিছু সিনেমা। বছরের পর বছর ঘুরলেও নির্মাতাদের দেওয়া হয়নি সেন্সর সার্টিফিকেট। কেউ কেউ আশাও ছেড়ে দিয়েছেন। এমনকি সেন্সরের খড়্গ পড়েছে ওয়েব কনটেন্টে। মুক্তির তারিখ ঘোষণা করেও দর্শকদের সামনে আসতে পারেনি রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হওয়ায় এটির মুক্তি আটকে দিয়েছে সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমা নিয়ে নির্মাতারা প্রতিবাদ করলেও হয়নি কোনো সুরাহা। কয়েক বছর ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সেন্সর সার্টিফিকেশন চালু করার দাবিও করছেন নির্মাতারা। তাঁদের মতে, সেন্সর প্রথা শিল্পচর্চায় ব্যাঘাত সৃষ্টি করছে। তবে কোনো কিছুতেই যেন আশার আলো দেখা যাচ্ছিল না। অবশেষে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন নির্মাতারা। সবাই প্রত্যাশা করছেন, এবার অবসান হবে সেন্সরের রাজত্ব, শুরু হবে চলচ্চিত্রের নতুন যুগ। ১০ বছর ধরে সেন্সরে আটকে থাকা রানা প্লাজা সিনেমার নির্মাতা নজরুল ইসলাম তো সিনেমা মুক্তির জন্য প্রস্তুতিও নিচ্ছেন। কয়েক দিন আগে এই নির্মাতা জানান, নতুন করে আবার সেন্সর বোর্ডে জমা দেবেন রানা প্লাজা।
এবার দীর্ঘদিন আটকে থাকা সিনেমা নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, সেন্সরে আটকে থাকা সিনেমাগুলো নতুনভাবে বিবেচনা করা হবে, পাশাপাশি পুনর্গঠন করা হবে সেন্সর বোর্ড। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, অনেকগুলো সিনেমা সেন্সরে আটকে আছে। সেই সিনেমাগুলো পুনর্বিবেচনা করা উচিত। যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয়, তাহলে সিনেমাগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ করে দেওয়া উচিত।’
সেন্সর বোর্ড বিলুপ্তি নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের মতো কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা প্রয়োজন। দ্রুততার সঙ্গেই আমরা সিদ্ধান্ত নেব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘সার্বিকভাবে বলব, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। চলচ্চিত্র নিয়ে তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে।’
শুধু চলচ্চিত্র নয়, বাংলাদেশ টেলিভিশনের সংস্কার করতে হবে বলেও মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিটিভিকে দেখলে মনে হয়, এটি আশি বা নব্বইয়ের দশকের। ওই জেনারেশনের মানুষ শুধু বিটিভি দেখে, আর কেউ দেখে কি না, তা আমরা জানি না। রাজনৈতিক ও দলীয়করণের একটা বিষয় আছে। এছাড়া, বিটিভির কনটেন্টগুলো দেখে মনে হয়, তা এই প্রজন্মের জন্য নয়। সেই জায়গা থেকে আমি মনে করি, সব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা উচিত।’
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এমন বক্তব্যের পর নতুন করে অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার শেয়ার করে নির্মাতা রায়হান রাফী ফেসবুকে লিখেছেন, ‘জনগণকে আর বোকা ভাবা যাবে না! অমীমাংসিত আসছে, আসতেই হবে’।
এক দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাতাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেন্সর বোর্ড। পর্দায় কী দেখানো যাবে, কতটুকু দেখানো যাবে, তা নিয়ে ভয়েই থাকেন নির্মাতারা। ভয়ের বিষয়—নির্মাণ শেষে যদি আটকে যায় সিনেমাটি! এমন উদ্বেগের যথেষ্ট কারণ আছে। বিগত সরকারের আমলে আটকে দেওয়া হয়েছে অনেক সিনেমা। কোনোটি আইনি মারপ্যাঁচে, কোনোটি অজানা কারণে।
সেন্সরে দীর্ঘদিন ধরে আটকে থাকা সিনেমার তালিকায় আছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, নজরুল ইসলামের ‘রানা প্লাজা’, অনন্য মামুনের ‘মেকআপ’, অং রাখাইনের ‘মং থেংগারি (আমার বাইসাইকেল)’, সাজ্জাদ খানের ‘কাঠগোলাপ’সহ আরও কিছু সিনেমা। বছরের পর বছর ঘুরলেও নির্মাতাদের দেওয়া হয়নি সেন্সর সার্টিফিকেট। কেউ কেউ আশাও ছেড়ে দিয়েছেন। এমনকি সেন্সরের খড়্গ পড়েছে ওয়েব কনটেন্টে। মুক্তির তারিখ ঘোষণা করেও দর্শকদের সামনে আসতে পারেনি রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্ম। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হওয়ায় এটির মুক্তি আটকে দিয়েছে সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমা নিয়ে নির্মাতারা প্রতিবাদ করলেও হয়নি কোনো সুরাহা। কয়েক বছর ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সেন্সর সার্টিফিকেশন চালু করার দাবিও করছেন নির্মাতারা। তাঁদের মতে, সেন্সর প্রথা শিল্পচর্চায় ব্যাঘাত সৃষ্টি করছে। তবে কোনো কিছুতেই যেন আশার আলো দেখা যাচ্ছিল না। অবশেষে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন নির্মাতারা। সবাই প্রত্যাশা করছেন, এবার অবসান হবে সেন্সরের রাজত্ব, শুরু হবে চলচ্চিত্রের নতুন যুগ। ১০ বছর ধরে সেন্সরে আটকে থাকা রানা প্লাজা সিনেমার নির্মাতা নজরুল ইসলাম তো সিনেমা মুক্তির জন্য প্রস্তুতিও নিচ্ছেন। কয়েক দিন আগে এই নির্মাতা জানান, নতুন করে আবার সেন্সর বোর্ডে জমা দেবেন রানা প্লাজা।
এবার দীর্ঘদিন আটকে থাকা সিনেমা নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান, সেন্সরে আটকে থাকা সিনেমাগুলো নতুনভাবে বিবেচনা করা হবে, পাশাপাশি পুনর্গঠন করা হবে সেন্সর বোর্ড। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জানি, অনেকগুলো সিনেমা সেন্সরে আটকে আছে। সেই সিনেমাগুলো পুনর্বিবেচনা করা উচিত। যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয়, তাহলে সিনেমাগুলো দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ করে দেওয়া উচিত।’
সেন্সর বোর্ড বিলুপ্তি নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘সেন্সর বোর্ড ও জুরিবোর্ডের মতো কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা প্রয়োজন। দ্রুততার সঙ্গেই আমরা সিদ্ধান্ত নেব। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘সার্বিকভাবে বলব, আমাদের চলচ্চিত্র নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। চলচ্চিত্র নিয়ে তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে।’
শুধু চলচ্চিত্র নয়, বাংলাদেশ টেলিভিশনের সংস্কার করতে হবে বলেও মনে করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বিটিভিকে দেখলে মনে হয়, এটি আশি বা নব্বইয়ের দশকের। ওই জেনারেশনের মানুষ শুধু বিটিভি দেখে, আর কেউ দেখে কি না, তা আমরা জানি না। রাজনৈতিক ও দলীয়করণের একটা বিষয় আছে। এছাড়া, বিটিভির কনটেন্টগুলো দেখে মনে হয়, তা এই প্রজন্মের জন্য নয়। সেই জায়গা থেকে আমি মনে করি, সব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা উচিত।’
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এমন বক্তব্যের পর নতুন করে অমীমাংসিত ওয়েব ফিল্মের টিজার শেয়ার করে নির্মাতা রায়হান রাফী ফেসবুকে লিখেছেন, ‘জনগণকে আর বোকা ভাবা যাবে না! অমীমাংসিত আসছে, আসতেই হবে’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে