পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বরগুনার পাথরঘাটা পৌরশহর। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এ অবস্থা হয় বলে অভিযোগ তাঁদের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিক থেকেই ঘণ্টাখানেকের হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতেই তলিয়ে গেছে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারসহ পাথরঘাটার মূল বাজার, বিভিন্ন সড়ক, অলিগলি। এ ছাড়া পৌর শহরের নিচু এলাকার ঘরবাড়িতে জমে পানি। রাস্তায় পানি জমে যাওয়ায় সৃষ্টি হয় জনদুর্ভোগের। সড়কে তেমন কোনো যানবাহনের দেখাও পাওয়া যায়নি। সোমবার সকালে পাথরঘাটা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
পাথরঘাটা পৌর শহরের বাসিন্দা জাহিদুল হাসান বলেন, ঘণ্টাখানেকের বৃষ্টিতে শহরে হাঁটুপানি হয়েছে। শুনেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও ৩-৪ দিন বৃষ্টি হতে পারে। তাহলে তো ভোগান্তির শেষ নেই।
আরেক স্থানীয় বাসিন্দা শাকিল বলেন, পাথরঘাটা শহরের কাঁচাবাজার পানিতে তলিয়ে গেছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা লোকজনের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
বাজারের ব্যবসায়ী সগির হোসেন জানান, বাজার পানিতে তলিয়ে যাওয়ায় সবার বেচাবিক্রি বন্ধ হয় গেছে। নিয়মিত পৌর কর, খাজনা পরিশোধ করেও তাঁরা কোনো ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা পৌর শহরে পানিনিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভোটে বিজয়ী হয়েও এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না জনপ্রতিনিধিরা। এতে পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকনের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যবসায়ীদের দাবি, তাঁরা কয়েক লাখ টাকা খাজনা দিয়েও পৌরসভা থেকে কোনো ধরনের সুব্যবস্থা পাচ্ছেন না।
পাথরঘাটা ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব জানান, সুপরিকল্পিত কোনো মাস্টারপ্ল্যান না থাকায় অস্বস্তিতে আছেন পাথরঘাটা পৌরবাসী। তিনি জানান, বর্তমান পৌর মেয়র পরপর দুবার নির্বাচিত হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি।
এ বিষয়ে পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, ‘পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে। যেগুলো রয়েছে, তা-ও দখলদারেরা দখল করে রেখেছে। পাশাপাশি শহরে ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলায় আটকে যাচ্ছে ড্রেনের মুখগুলো। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে।’
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে বরগুনার পাথরঘাটা পৌরশহর। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌর এলাকার বাসিন্দাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এ অবস্থা হয় বলে অভিযোগ তাঁদের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিক থেকেই ঘণ্টাখানেকের হালকা ও মাঝারি বৃষ্টি হয়। এতেই তলিয়ে গেছে পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারসহ পাথরঘাটার মূল বাজার, বিভিন্ন সড়ক, অলিগলি। এ ছাড়া পৌর শহরের নিচু এলাকার ঘরবাড়িতে জমে পানি। রাস্তায় পানি জমে যাওয়ায় সৃষ্টি হয় জনদুর্ভোগের। সড়কে তেমন কোনো যানবাহনের দেখাও পাওয়া যায়নি। সোমবার সকালে পাথরঘাটা শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
পাথরঘাটা পৌর শহরের বাসিন্দা জাহিদুল হাসান বলেন, ঘণ্টাখানেকের বৃষ্টিতে শহরে হাঁটুপানি হয়েছে। শুনেছি ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও ৩-৪ দিন বৃষ্টি হতে পারে। তাহলে তো ভোগান্তির শেষ নেই।
আরেক স্থানীয় বাসিন্দা শাকিল বলেন, পাথরঘাটা শহরের কাঁচাবাজার পানিতে তলিয়ে গেছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা লোকজনের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
বাজারের ব্যবসায়ী সগির হোসেন জানান, বাজার পানিতে তলিয়ে যাওয়ায় সবার বেচাবিক্রি বন্ধ হয় গেছে। নিয়মিত পৌর কর, খাজনা পরিশোধ করেও তাঁরা কোনো ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা পৌর শহরে পানিনিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ভোটে বিজয়ী হয়েও এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না জনপ্রতিনিধিরা। এতে পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকনের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যবসায়ীদের দাবি, তাঁরা কয়েক লাখ টাকা খাজনা দিয়েও পৌরসভা থেকে কোনো ধরনের সুব্যবস্থা পাচ্ছেন না।
পাথরঘাটা ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব জানান, সুপরিকল্পিত কোনো মাস্টারপ্ল্যান না থাকায় অস্বস্তিতে আছেন পাথরঘাটা পৌরবাসী। তিনি জানান, বর্তমান পৌর মেয়র পরপর দুবার নির্বাচিত হলেও দৃশ্যমান কোনো কাজ হয়নি।
এ বিষয়ে পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, ‘পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা রয়েছে। যেগুলো রয়েছে, তা-ও দখলদারেরা দখল করে রেখেছে। পাশাপাশি শহরে ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলায় আটকে যাচ্ছে ড্রেনের মুখগুলো। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা দূর করতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে