দুর্গাপুর প্রতিনিধি
মাঘের শেষে এসে কয়েক দিনের তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্গাপুর উপজেলায় বোরো বীজতলায় দেখা দিয়েছে হলুদ ফ্যাকাশে রং। বীজতলা ক্ষতিগ্রস্ত হলে বোরো আবাদে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা কৃষকদের।
তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবহাওয়ার কারণে অনেক সময় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয় বীজতলা। বৈরী আবহাওয়া কেটে গেলে বীজতলা আবার স্বাভাবিক হয়ে উঠবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টি, কুয়াশা ও হিমেল হাওয়ায় বীজতলার চারা ফ্যাকাশে রং ধারণ করেছে। অনেক এলাকায় রাতের বেলায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে দেখা গেছে।
উপজেলার বরিদবাইল গ্রামের কৃষক রহিমুদ্দিন বলেন, বোরো আবাদের জন্য উন্নত জাতের বীজ দিয়ে বীজতলা তৈরি করেছেন তিনি। চারাগাছগুলো বেশ পুষ্ট হলেও ঘন কুয়াশা, বৃষ্টি ও বাতাসে বীজতলা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অনেক চারা মরার মতো হয়ে গেছে। ফলে চারাসংকট দেখা দিতে পারে। তবে কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় এবার ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনেক জায়গায় ধান রোপণ শুরু হয়েছে। এবার প্রায় দেড় শ হেক্টর জমিতে বোরোর বীজতলা হয়েছে। বীজতলা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কৃষি বিভাগ তৎপর রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, রং ফ্যাকাশে হলেও বীজতলার কোনো ক্ষতি হবে না। শীত বা কুয়াশা থেকে রক্ষার জন্য রাতের বেলা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সকালে বীজতলায় সেচ দিয়ে চারাগাছের পাতা ও ডগা থেকে কুয়াশা ও ঠান্ডা পানি ফেলে দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে তাঁদের।
মাঘের শেষে এসে কয়েক দিনের তীব্র ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্গাপুর উপজেলায় বোরো বীজতলায় দেখা দিয়েছে হলুদ ফ্যাকাশে রং। বীজতলা ক্ষতিগ্রস্ত হলে বোরো আবাদে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা কৃষকদের।
তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবহাওয়ার কারণে অনেক সময় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয় বীজতলা। বৈরী আবহাওয়া কেটে গেলে বীজতলা আবার স্বাভাবিক হয়ে উঠবে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টি, কুয়াশা ও হিমেল হাওয়ায় বীজতলার চারা ফ্যাকাশে রং ধারণ করেছে। অনেক এলাকায় রাতের বেলায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে দেখা গেছে।
উপজেলার বরিদবাইল গ্রামের কৃষক রহিমুদ্দিন বলেন, বোরো আবাদের জন্য উন্নত জাতের বীজ দিয়ে বীজতলা তৈরি করেছেন তিনি। চারাগাছগুলো বেশ পুষ্ট হলেও ঘন কুয়াশা, বৃষ্টি ও বাতাসে বীজতলা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অনেক চারা মরার মতো হয়ে গেছে। ফলে চারাসংকট দেখা দিতে পারে। তবে কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় এবার ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অনেক জায়গায় ধান রোপণ শুরু হয়েছে। এবার প্রায় দেড় শ হেক্টর জমিতে বোরোর বীজতলা হয়েছে। বীজতলা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য কৃষি বিভাগ তৎপর রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, রং ফ্যাকাশে হলেও বীজতলার কোনো ক্ষতি হবে না। শীত বা কুয়াশা থেকে রক্ষার জন্য রাতের বেলা পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সকালে বীজতলায় সেচ দিয়ে চারাগাছের পাতা ও ডগা থেকে কুয়াশা ও ঠান্ডা পানি ফেলে দেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে তাঁদের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে