সম্পাদকীয়
১৯৭১ সালের ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের ভয়াবহতা তখনো উপলব্ধি করে উঠতে পারেনি বাঙালি। ২৭ মার্চ বুড়িগঙ্গা নদীর ওপারে আশ্রয় নিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে আছেন কবি নির্মলেন্দু গুণও। নেকরোজবাগ নামের সে জায়গাটিতে আরও যাঁরা আছেন, তাঁদের মধ্যে একজনকে চিনতে পারলেন কবি। তাঁর নাম খসরু। বর্ষীয়ান অনেক মানুষই মনে করতে পারবেন, খসরু-মন্টু নাম দুটি একদা একই সঙ্গে উচ্চারিত হতো। মূলত আইয়ুব খানের তৈরি এনএসএফ নামের ছাত্রসংগঠনের দুর্বৃত্তপনার বিরুদ্ধে বীরের মতো লড়াই করার জন্যই তাঁরা দুজন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পান। মুক্তিযুদ্ধের পর খসরু কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন।
সেই খসরুকে নেকরোজবাগে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল নির্মলেন্দু গুণের। ইকবাল হলের সামনের সিঁড়িতে বসে কয়েক বন্ধু আড্ডা মারছিলেন। গুণের তখন খোঁচা খোঁচা দাড়ি। দলবল নিয়ে খসরু হলে ঢুকেছিলেন। তারপর বলা নেই কওয়া নেই, অন্য সবাইকে ছেড়ে ছুটে এলেন গুণের দিকে। তারপর পাঞ্জাবির কলার গলার সঙ্গে সজোরে চেপে ধরে গালাগাল করতে লাগলেন। পাড়ার মাস্তানেরা যেমন অসহায় কাউকে ধরে তার সঙ্গে পোকামাকড়ের মতো আচরণ করতে থাকে, নির্মলেন্দু গুণের সঙ্গে ঠিক সে রকম আচরণই করতে থাকলেন।
‘তুই কে? তোর আসল কাজ কী?’ রক্তচোখে জিজ্ঞেস করলেন খসরু। নির্মলেন্দু গুণ বললেন, ‘এ কি করছেন? ছাড়ুন!’
খসরুর হাতের চাপে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়! খসরু বলেন, ‘চল, মাঠে চল!’
খসরুর মনে হয়েছিল, দীর্ঘাঙ্গী নির্মলেন্দু গুণ বুঝি সিআইডির তথ্য পাচারকারী। কেন তাঁর সেটা মনে হয়েছিল, তার কোনো উত্তর কারও জানা নেই।
এ সময় দূর থেকে দৌড়ে আসেন ইকবাল হলের প্রাক্তন ভিপি মাসুদ পারভেজ আর সে সময়ের ভিপি জিনাত আলী। তাঁরা খসরুর হাত থেকে নির্মলেন্দু গুণকে উদ্ধার করেন। তাঁরা বোঝান, নির্মলেন্দু গুণ কোনো গুপ্তচর নন, সিআইডির তথ্য পাচারকারী নন, তিনি হলেন কবি, ভালো কবি।
সূত্র: নির্মলেন্দু গুণ, আত্মকথা ১৯৭১, পৃষ্ঠা ১১৫-১১৬
১৯৭১ সালের ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের ভয়াবহতা তখনো উপলব্ধি করে উঠতে পারেনি বাঙালি। ২৭ মার্চ বুড়িগঙ্গা নদীর ওপারে আশ্রয় নিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে আছেন কবি নির্মলেন্দু গুণও। নেকরোজবাগ নামের সে জায়গাটিতে আরও যাঁরা আছেন, তাঁদের মধ্যে একজনকে চিনতে পারলেন কবি। তাঁর নাম খসরু। বর্ষীয়ান অনেক মানুষই মনে করতে পারবেন, খসরু-মন্টু নাম দুটি একদা একই সঙ্গে উচ্চারিত হতো। মূলত আইয়ুব খানের তৈরি এনএসএফ নামের ছাত্রসংগঠনের দুর্বৃত্তপনার বিরুদ্ধে বীরের মতো লড়াই করার জন্যই তাঁরা দুজন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পান। মুক্তিযুদ্ধের পর খসরু কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন।
সেই খসরুকে নেকরোজবাগে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল নির্মলেন্দু গুণের। ইকবাল হলের সামনের সিঁড়িতে বসে কয়েক বন্ধু আড্ডা মারছিলেন। গুণের তখন খোঁচা খোঁচা দাড়ি। দলবল নিয়ে খসরু হলে ঢুকেছিলেন। তারপর বলা নেই কওয়া নেই, অন্য সবাইকে ছেড়ে ছুটে এলেন গুণের দিকে। তারপর পাঞ্জাবির কলার গলার সঙ্গে সজোরে চেপে ধরে গালাগাল করতে লাগলেন। পাড়ার মাস্তানেরা যেমন অসহায় কাউকে ধরে তার সঙ্গে পোকামাকড়ের মতো আচরণ করতে থাকে, নির্মলেন্দু গুণের সঙ্গে ঠিক সে রকম আচরণই করতে থাকলেন।
‘তুই কে? তোর আসল কাজ কী?’ রক্তচোখে জিজ্ঞেস করলেন খসরু। নির্মলেন্দু গুণ বললেন, ‘এ কি করছেন? ছাড়ুন!’
খসরুর হাতের চাপে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়! খসরু বলেন, ‘চল, মাঠে চল!’
খসরুর মনে হয়েছিল, দীর্ঘাঙ্গী নির্মলেন্দু গুণ বুঝি সিআইডির তথ্য পাচারকারী। কেন তাঁর সেটা মনে হয়েছিল, তার কোনো উত্তর কারও জানা নেই।
এ সময় দূর থেকে দৌড়ে আসেন ইকবাল হলের প্রাক্তন ভিপি মাসুদ পারভেজ আর সে সময়ের ভিপি জিনাত আলী। তাঁরা খসরুর হাত থেকে নির্মলেন্দু গুণকে উদ্ধার করেন। তাঁরা বোঝান, নির্মলেন্দু গুণ কোনো গুপ্তচর নন, সিআইডির তথ্য পাচারকারী নন, তিনি হলেন কবি, ভালো কবি।
সূত্র: নির্মলেন্দু গুণ, আত্মকথা ১৯৭১, পৃষ্ঠা ১১৫-১১৬
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে